নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় দেখা গেছে। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত পণ্যের সরবারহ নেই বলে দাবি ডিলারদের।
উপজেলার ডিলার ও ক্রেতাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার থেকে নালিতাবাড়ী পৌর শহরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হয়। বাজারে এক লিটার সয়াবিন তেল ১৬০ থেকে ১৬৫ টাকা, চিনি ৭৫ থেকে ৮০ টাকা ও ডাল ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে টিসিবিতে একজন ক্রেতা এক কেজি ডাল ৬৫ টাকা, দুই লিটার তেল (প্রতি লিটার ১২০) ও এক কেজি চিনি ৬০ টাকায় কিনতে পারছেন। পণ্য তালিকায় পেঁয়াজ থাকলেও আপাতত পেঁয়াজের ঘাটতি রয়েছে।
তবে চাহিদা অনুযায়ী টিসিবির পণ্য কম বরাদ্দ পাচ্ছেন বলে জানিয়েছেন ডিলারেরা। এতে করে অনেকেই পণ্য কিনতে এসে খালি হাতে ফিরেছেন। গতকাল রোববার দুপুরে পৌরশহরের উত্তর বাজার এলাকায় দেখা যায় টিসিবির পণ্য বিক্রি করতে। সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে করোনার ঝুঁকিতেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অল্প সময়ের মধ্যেই পণ্যও শেষ হয়ে যায়। এতে ক্ষোভ দেখা যায় ক্রেতাদের মধ্যে।
ক্রেতা মুরাদ মিয়া বলেন, ‘বাজারে পণ্যের যে দাম। খুব বিপদে আছি ভাই। তাই টিসিবির পণ্য কিনতে হচ্ছে। করোনার চিন্তা কইরা তো এখন লাভ নাই। আগে খাইয়া জীবন বাঁচানো লাগবো।’
আজিমন বেগম বলেন, ‘অনেক সময় ধরে দাঁড়ায়া থাকার পর পণ্য কিনতে পায়ছি। তবে বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি করলে খুব ভালো হতো। একই জায়গায় পুরুষদের সঙ্গে পাশাপাশি লাইনে দাঁড়াতে হচ্ছে। যা খুবই বিড়ম্বনার।’
নীলা রানী সরকার বলেন, ‘পণ্য কিনতে আসছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ায়া ছিলাম। পরে তারা বললো পণ্য শেষ। তাই এসে খালি হাতে ফিরে যাচ্ছি। রোদের মাঝে শুধু শুধু লাইনে দাঁড়াইয়া কষ্ট করলাম।’
টিসিবির ডিলার মানিক মিয়া বলেন, রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। যতদিন সরকার চাইবে ততদিন এটা চলবে। তবে চাহিদার বিপরীতে আমরা কম পণ্য বরাদ্দ পাচ্ছি। তাই অনেক ক্রেতা খালি হাতে ফিরে যাচ্ছেন। এ ক্ষেত্রে আমরা নিরুপায়। বরাদ্দ বেশি পেলে সাধারণ মানুষ উপকৃত হবে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় দেখা গেছে। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত পণ্যের সরবারহ নেই বলে দাবি ডিলারদের।
উপজেলার ডিলার ও ক্রেতাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার থেকে নালিতাবাড়ী পৌর শহরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হয়। বাজারে এক লিটার সয়াবিন তেল ১৬০ থেকে ১৬৫ টাকা, চিনি ৭৫ থেকে ৮০ টাকা ও ডাল ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে টিসিবিতে একজন ক্রেতা এক কেজি ডাল ৬৫ টাকা, দুই লিটার তেল (প্রতি লিটার ১২০) ও এক কেজি চিনি ৬০ টাকায় কিনতে পারছেন। পণ্য তালিকায় পেঁয়াজ থাকলেও আপাতত পেঁয়াজের ঘাটতি রয়েছে।
তবে চাহিদা অনুযায়ী টিসিবির পণ্য কম বরাদ্দ পাচ্ছেন বলে জানিয়েছেন ডিলারেরা। এতে করে অনেকেই পণ্য কিনতে এসে খালি হাতে ফিরেছেন। গতকাল রোববার দুপুরে পৌরশহরের উত্তর বাজার এলাকায় দেখা যায় টিসিবির পণ্য বিক্রি করতে। সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে করোনার ঝুঁকিতেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অল্প সময়ের মধ্যেই পণ্যও শেষ হয়ে যায়। এতে ক্ষোভ দেখা যায় ক্রেতাদের মধ্যে।
ক্রেতা মুরাদ মিয়া বলেন, ‘বাজারে পণ্যের যে দাম। খুব বিপদে আছি ভাই। তাই টিসিবির পণ্য কিনতে হচ্ছে। করোনার চিন্তা কইরা তো এখন লাভ নাই। আগে খাইয়া জীবন বাঁচানো লাগবো।’
আজিমন বেগম বলেন, ‘অনেক সময় ধরে দাঁড়ায়া থাকার পর পণ্য কিনতে পায়ছি। তবে বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি করলে খুব ভালো হতো। একই জায়গায় পুরুষদের সঙ্গে পাশাপাশি লাইনে দাঁড়াতে হচ্ছে। যা খুবই বিড়ম্বনার।’
নীলা রানী সরকার বলেন, ‘পণ্য কিনতে আসছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ায়া ছিলাম। পরে তারা বললো পণ্য শেষ। তাই এসে খালি হাতে ফিরে যাচ্ছি। রোদের মাঝে শুধু শুধু লাইনে দাঁড়াইয়া কষ্ট করলাম।’
টিসিবির ডিলার মানিক মিয়া বলেন, রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। যতদিন সরকার চাইবে ততদিন এটা চলবে। তবে চাহিদার বিপরীতে আমরা কম পণ্য বরাদ্দ পাচ্ছি। তাই অনেক ক্রেতা খালি হাতে ফিরে যাচ্ছেন। এ ক্ষেত্রে আমরা নিরুপায়। বরাদ্দ বেশি পেলে সাধারণ মানুষ উপকৃত হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে