রেজা করিম, ঢাকা
সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি ও তাদের শরিকেরা। দাবি আদায়ে সমাবেশ, পদযাত্রা, বিক্ষোভের মতো কর্মসূচিগুলো পালন করছে তারা। কিন্তু এসব কর্মসূচি সরকারের ওপর খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি। তাই আন্দোলন জোরালো করতে গতানুগতিক কর্মসূচি থেকে বেরোতে চাইছে বিএনপি। যুগপৎ আন্দোলনে শরিকদেরও সায় আছে এতে।
এ নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়েও চলছে আলোচনা। এসব আলোচনা থেকে রোডমার্চ, লংমার্চ, ঢাকা অবরোধ, সচিবালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির ঘোষণার কথা ভাবা হচ্ছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের অক্টোবরে বিভাগীয় গণসমাবেশের মধ্য দিয়ে সাংগঠনিক সক্ষমতা জানান দিতে মাঠে নামে বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানো, দলীয়প্রধানসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবির এই গণসমাবেশ শেষে আসে ১০ দফা ও রূপরেখার ঘোষণা। প্রথা ভেঙে গত রমজানেও মাঠপর্যায়ে আন্দোলন চালিয়ে যায় বিএনপি। তবে সমাবেশ, পদযাত্রা, বিক্ষোভের মতো কর্মসূচিগুলো সরকারের ওপর খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি।
এই বাস্তবতায় কর্মসূচিতে ভিন্নতা আনতে তৎপর বিএনপি ও তার শরিকেরা। একটি সূত্র বলছে, চলমান আন্দোলনের পথে শিগগিরই নতুন কর্মসূচির যে ঘোষণা আসবে, তাতেই নতুন চিন্তার প্রতিফলন হওয়ার সম্ভাবনা আছে। চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি নিজেদের মধ্যে আলোচনা করছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিকদের সঙ্গেও আলোচনা করছে। আগামী দিনে কেমন কর্মসূচি আসা উচিত, সে বিষয়ে শরিকদের কাছ থেকে ধারণা নিয়েছেন বিএনপির নেতারা। এই বিষয়ে গত মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে।
জানতে চাইলে স্থায়ী কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে গত মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে আরও আলোচনা হবে। শরিকদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সময় ও পরিস্থিতি বুঝে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। তবে আগামী দিনের কর্মসূচিতে গতানুগতিকতার বৃত্ত ভাঙার চেষ্টা থাকবে বলে জানান তিনি।
বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা বেশ কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে তাঁরা জানান, আন্দোলনকে ঢাকামুখী করার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা থেকে আগামী দিনের কর্মসূচি কঠোর করা হবে। তবে কর্মসূচির ধরন নিয়ে সরাসরি মুখ খুলছেন না কেউই।
কেমন কর্মসূচি আসছে, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, কর্মসূচি কেমন হবে—সে বিষয়ে এখন বলা যাবে না। কর্মসূচি চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ আজকের পত্রিকাকে বলেন, কর্মসূচি কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে কর্মসূচির বিষয়ে বিএনপির সঙ্গে শরিক দলগুলোর আলোচনা হয়েছে। সব দলের মতামত নেওয়া হয়েছে।
অভিন্ন রূপরেখার জট খুলছে না
এদিকে সরকারবিরোধী আন্দোলনের অভিন্ন রূপরেখা নিয়ে সৃষ্ট জট খুলছেই না। বিএনপির ১০ দফা ও ২৭ দফা রূপরেখার সঙ্গে গণতন্ত্র মঞ্চের ১৪ দফার সমন্বয়ে অভিন্ন ঘোষণাপত্র তৈরির কাজ চলছে দীর্ঘদিন ধরে। ২ মে দুই পক্ষের লিয়াজোঁ কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বেশ কিছুদিন ধরেই উভয় পক্ষই বলে আসছে খুব শিগগির যৌথ ঘোষণা আসবে। কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছে না তারা।
সূত্র বলছে, নতুনভাবে রূপরেখা ঘোষণা নিয়ে খোদ বিএনপির মধ্যেই মতপার্থক্য দেখা দিয়েছে। কেউ মনে করছেন, নতুন রূপরেখা আন্দোলনের গতিকে প্রভাবিত করবে। আবার কারও মতে, এত দিন ধরে বলে আসার পর এটা না করা হলে শরিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হতে পারে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্নার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিন্ন রূপরেখার বিষয়ে এখনো আলোচনা চলছে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে ঘোষণা আসবে।
টম বার্গের সঙ্গে বিএনপির বৈঠক
ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যান্ড পলিটিক্যাল টিমের প্রধান টম বার্গের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয়ে দুপুর পৌনে ১২টায় বৈঠক শেষ হয় বলে জানা গেছে। এর আগে ৮ মে দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল।
সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি ও তাদের শরিকেরা। দাবি আদায়ে সমাবেশ, পদযাত্রা, বিক্ষোভের মতো কর্মসূচিগুলো পালন করছে তারা। কিন্তু এসব কর্মসূচি সরকারের ওপর খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি। তাই আন্দোলন জোরালো করতে গতানুগতিক কর্মসূচি থেকে বেরোতে চাইছে বিএনপি। যুগপৎ আন্দোলনে শরিকদেরও সায় আছে এতে।
এ নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়েও চলছে আলোচনা। এসব আলোচনা থেকে রোডমার্চ, লংমার্চ, ঢাকা অবরোধ, সচিবালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির ঘোষণার কথা ভাবা হচ্ছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের অক্টোবরে বিভাগীয় গণসমাবেশের মধ্য দিয়ে সাংগঠনিক সক্ষমতা জানান দিতে মাঠে নামে বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানো, দলীয়প্রধানসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবির এই গণসমাবেশ শেষে আসে ১০ দফা ও রূপরেখার ঘোষণা। প্রথা ভেঙে গত রমজানেও মাঠপর্যায়ে আন্দোলন চালিয়ে যায় বিএনপি। তবে সমাবেশ, পদযাত্রা, বিক্ষোভের মতো কর্মসূচিগুলো সরকারের ওপর খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি।
এই বাস্তবতায় কর্মসূচিতে ভিন্নতা আনতে তৎপর বিএনপি ও তার শরিকেরা। একটি সূত্র বলছে, চলমান আন্দোলনের পথে শিগগিরই নতুন কর্মসূচির যে ঘোষণা আসবে, তাতেই নতুন চিন্তার প্রতিফলন হওয়ার সম্ভাবনা আছে। চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি নিজেদের মধ্যে আলোচনা করছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিকদের সঙ্গেও আলোচনা করছে। আগামী দিনে কেমন কর্মসূচি আসা উচিত, সে বিষয়ে শরিকদের কাছ থেকে ধারণা নিয়েছেন বিএনপির নেতারা। এই বিষয়ে গত মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে।
জানতে চাইলে স্থায়ী কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে গত মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে আরও আলোচনা হবে। শরিকদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সময় ও পরিস্থিতি বুঝে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। তবে আগামী দিনের কর্মসূচিতে গতানুগতিকতার বৃত্ত ভাঙার চেষ্টা থাকবে বলে জানান তিনি।
বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা বেশ কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে তাঁরা জানান, আন্দোলনকে ঢাকামুখী করার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা থেকে আগামী দিনের কর্মসূচি কঠোর করা হবে। তবে কর্মসূচির ধরন নিয়ে সরাসরি মুখ খুলছেন না কেউই।
কেমন কর্মসূচি আসছে, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, কর্মসূচি কেমন হবে—সে বিষয়ে এখন বলা যাবে না। কর্মসূচি চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ আজকের পত্রিকাকে বলেন, কর্মসূচি কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে কর্মসূচির বিষয়ে বিএনপির সঙ্গে শরিক দলগুলোর আলোচনা হয়েছে। সব দলের মতামত নেওয়া হয়েছে।
অভিন্ন রূপরেখার জট খুলছে না
এদিকে সরকারবিরোধী আন্দোলনের অভিন্ন রূপরেখা নিয়ে সৃষ্ট জট খুলছেই না। বিএনপির ১০ দফা ও ২৭ দফা রূপরেখার সঙ্গে গণতন্ত্র মঞ্চের ১৪ দফার সমন্বয়ে অভিন্ন ঘোষণাপত্র তৈরির কাজ চলছে দীর্ঘদিন ধরে। ২ মে দুই পক্ষের লিয়াজোঁ কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বেশ কিছুদিন ধরেই উভয় পক্ষই বলে আসছে খুব শিগগির যৌথ ঘোষণা আসবে। কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছে না তারা।
সূত্র বলছে, নতুনভাবে রূপরেখা ঘোষণা নিয়ে খোদ বিএনপির মধ্যেই মতপার্থক্য দেখা দিয়েছে। কেউ মনে করছেন, নতুন রূপরেখা আন্দোলনের গতিকে প্রভাবিত করবে। আবার কারও মতে, এত দিন ধরে বলে আসার পর এটা না করা হলে শরিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হতে পারে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্নার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিন্ন রূপরেখার বিষয়ে এখনো আলোচনা চলছে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে ঘোষণা আসবে।
টম বার্গের সঙ্গে বিএনপির বৈঠক
ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যান্ড পলিটিক্যাল টিমের প্রধান টম বার্গের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয়ে দুপুর পৌনে ১২টায় বৈঠক শেষ হয় বলে জানা গেছে। এর আগে ৮ মে দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে