রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে সংযোগ সড়কবিহীন একটি সেতুতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। উদ্বোধনের দুই বছর পার হয়ে গেলেও সংযোগ সড়ক না করায় মানুষের উপকারে আসছে না সেতুটি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে তুরাগ নদীর ওপর নির্মাণ করা হয় ১৪০ মিটার দৈর্ঘ্যের সেতুটি। কিন্তু সংযোগ সড়ক না করায় স্থানীয় ২০টি গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, উদ্বোধনের দুই বছরেও নেই সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন বিশ গ্রামের লাখো মানুষ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী। জানা যায়, ২০২০ সালে সেতুটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
গত শুক্রবার সরেজমিনে মহানগরীর খালিশাবর্তা অংশে পৌঁছানোর পরই দেখা যায়, সেতুর পরই অথই পানি। সংযোগ সড়ক না থাকায় এগোনোর আর উপায় নেই। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। সমতল ভূমি থেকে সেতুটির উচ্চতাও অনেক। সেতুর পাশ দিয়ে চলাচলের জন্য একটি সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই সিঁড়ি বেয়ে মানুষ ওঠানামা করেন। সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচলের সুযোগ নেই। অনেক সময় সেতুতে উঠতে গিয়ে পা পিছলে দুর্ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা।
নগরীর কাউলতিয়া গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, সংযোগ সড়কবিহীন এই সেতু মানুষের কোনো উপকারে আসছে না।
স্থানীয় আব্দুল বাতেন নামের একজন বলেন, ‘ক্ষতিপূরণ ছাড়াই কৃষকের জমির ওপর দিয়ে সংযোগ সড়ক করতে গেলে বাধা দেন জমির মালিকেরা। এরপর থেকেই বন্ধ সংযোগ সড়কের কাজ।’
গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিল এস এম ফারুক আহমেদ বলেন, ‘জমিতে পানি থাকায় এত দিন সংযোগ সড়কের কাজ করা হয়নি। এবার বর্ষা শেষে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, যত দ্রুত সম্ভব সংযোগ সড়ক নির্মাণ করা হবে।’
গাসিকের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার শুষ্ক মৌসুমে সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করা হবে। এত দিন আমি দায়িত্বে ছিলাম না, তাই এত দিনেও কেন সংযোগ সড়ক হয়নি, সে বিষয়ে বলতে পারব না।’
গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে সংযোগ সড়কবিহীন একটি সেতুতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। উদ্বোধনের দুই বছর পার হয়ে গেলেও সংযোগ সড়ক না করায় মানুষের উপকারে আসছে না সেতুটি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে তুরাগ নদীর ওপর নির্মাণ করা হয় ১৪০ মিটার দৈর্ঘ্যের সেতুটি। কিন্তু সংযোগ সড়ক না করায় স্থানীয় ২০টি গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, উদ্বোধনের দুই বছরেও নেই সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন বিশ গ্রামের লাখো মানুষ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী। জানা যায়, ২০২০ সালে সেতুটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
গত শুক্রবার সরেজমিনে মহানগরীর খালিশাবর্তা অংশে পৌঁছানোর পরই দেখা যায়, সেতুর পরই অথই পানি। সংযোগ সড়ক না থাকায় এগোনোর আর উপায় নেই। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। সমতল ভূমি থেকে সেতুটির উচ্চতাও অনেক। সেতুর পাশ দিয়ে চলাচলের জন্য একটি সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই সিঁড়ি বেয়ে মানুষ ওঠানামা করেন। সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচলের সুযোগ নেই। অনেক সময় সেতুতে উঠতে গিয়ে পা পিছলে দুর্ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা।
নগরীর কাউলতিয়া গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, সংযোগ সড়কবিহীন এই সেতু মানুষের কোনো উপকারে আসছে না।
স্থানীয় আব্দুল বাতেন নামের একজন বলেন, ‘ক্ষতিপূরণ ছাড়াই কৃষকের জমির ওপর দিয়ে সংযোগ সড়ক করতে গেলে বাধা দেন জমির মালিকেরা। এরপর থেকেই বন্ধ সংযোগ সড়কের কাজ।’
গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিল এস এম ফারুক আহমেদ বলেন, ‘জমিতে পানি থাকায় এত দিন সংযোগ সড়কের কাজ করা হয়নি। এবার বর্ষা শেষে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, যত দ্রুত সম্ভব সংযোগ সড়ক নির্মাণ করা হবে।’
গাসিকের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার শুষ্ক মৌসুমে সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করা হবে। এত দিন আমি দায়িত্বে ছিলাম না, তাই এত দিনেও কেন সংযোগ সড়ক হয়নি, সে বিষয়ে বলতে পারব না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে