প্রতিপক্ষের আঘাতে আহত বৃদ্ধের মৃত্যু

কালিহাতী প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০৮: ৪৪
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ০৯

কালিহাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত বৃদ্ধ জোশন খলিফা চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে গতকাল রোববার বিকেলে মারা গেছেন। এর আগে শনিবার দুপুরে দশকিয়া ইউনিয়নের শেখের পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শনিবার শেখের পাড়া গ্রামের একটি মসজিদের সংস্কারকাজ নিয়ে কথা বলার সময় কয়েক যুবক জোশন খলিফার সঙ্গে তর্কে জড়ান। এতে জোশন খলিফা ক্ষুব্ধ হয়ে একজনকে চড় মারেন। খবর পেয়ে ওই যুবকদের পরিবারের লোকজন জোশন খলিফার পরিবারের ওপর লাঠি-সোঁটা নিয়ে চড়াও হোন।

এ সময় জোশন খলিফাসহ তাঁর পরিবারের পাঁচজন ও প্রতিপক্ষের দুজন আহত হন। জোশন খলিফাকে আশঙ্কাজনক আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজনেরা তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া বলেন, জোশন খলিফা ১৮ বছর ধরে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি মসজিদ কমিটিরও সভাপতি ছিলেন। মসজিদের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত