দুর্গাপুর প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিতে এসে এক ছাত্রী উত্ত্যক্তের শিকার এবং এর জের ধরে অভিযুক্ত ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। এ নিয়ে বাধা হট্টগোলে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে টিকাদান কার্যক্রম।
এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর অফিসার্স ক্লাবের টিকাকেন্দ্রে। বেলা ১১টার দিকে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি ঘটে। এমন পরিস্থিতি দেখে পাশের শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে চলে যেতে থাকে। এ সময় আনসার ও স্বেচ্ছাসেবী টিম এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এরপর পুনরায় টিকাদান কার্যক্রম শুরু করা হয়। কেন্দ্রটিতে সামাজিক দূরত্বের বালাই ছাড়াই টিকাদান চলছিল।
ভুক্তভোগী ছাত্রী বলে, টিকাকেন্দ্রে এক ছাত্র তাকে অশ্লীল কথা বলে। তখন তাঁর সহপাঠীরা (ছেলে) অভিযুক্ত ছেলেকে মারধর করে। এ নিয়ে টিকাকেন্দ্রে হট্টগোল বাঁধে। খবর পেয়ে থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে টিকাদানের পরিবেশ নিশ্চিত করে।
গতকাল সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও টিকাকেন্দ্রে এসেছেন। কিন্তু স্বাস্থ্যবিধি মানতে উদাসীন প্রায় সবাই। অধিকাংশ অভিভাবকের মুখে মাস্ক ছিল না। টিকার জন্য নির্দিষ্ট লাইন থাকলেও, লাইন মানছিলেন না কেউ কেউ। যে যার মতো গাদাগাদি করে দাঁড়িয়ে ছিলেন মাঠে। এই গাদাগাদির মধ্যে উত্ত্যক্তের শিকার হচ্ছে বলে অভিযোগ করে একাধিক নারী শিক্ষার্থী।
কয়েকজন ছাত্রীর অভিযোগ, টিকাকেন্দ্রে স্কুলের শিক্ষার্থীর পাশাপাশি বহিরাগত ছেলেরা আসছেন। তাঁরা ছাত্রীদের অশ্লীল কথাবার্তা বলছেন। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, গতকাল উপজেলা অফিসার্স ক্লাব টিকাকেন্দ্রে দুই হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এ জন্য ভিড় বেশি ছিল। তবে কোনো শিক্ষার্থী উত্ত্যক্তের শিকার হয়েছেন এমন অভিযোগ তিনি পাননি। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা নিয়ে ঝামেলার বাঁধে। পরে পুলিশ এসে পরিস্থিত স্বাভাবিক করলে শিক্ষার্থীরাও নির্বিঘ্নে টিকা নেয়। এই কর্মকর্তা আরও বলেন, এসি না থাকায় একটি মাত্র টিকাকেন্দ্র উপজেলা অফিসার্স ক্লাবে টিকা দেওয়া হচ্ছে। টিকাদান কার্যক্রমে ১২ থেকে ১৭ বয়সী প্রায় ১৫ হাজার শিক্ষার্থী টিকা পাবে। টিকার প্রথম ডোজ দেওয়া প্রায় শেষ পর্যায়ে।
করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিতে এসে এক ছাত্রী উত্ত্যক্তের শিকার এবং এর জের ধরে অভিযুক্ত ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। এ নিয়ে বাধা হট্টগোলে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে টিকাদান কার্যক্রম।
এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর অফিসার্স ক্লাবের টিকাকেন্দ্রে। বেলা ১১টার দিকে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি ঘটে। এমন পরিস্থিতি দেখে পাশের শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে চলে যেতে থাকে। এ সময় আনসার ও স্বেচ্ছাসেবী টিম এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এরপর পুনরায় টিকাদান কার্যক্রম শুরু করা হয়। কেন্দ্রটিতে সামাজিক দূরত্বের বালাই ছাড়াই টিকাদান চলছিল।
ভুক্তভোগী ছাত্রী বলে, টিকাকেন্দ্রে এক ছাত্র তাকে অশ্লীল কথা বলে। তখন তাঁর সহপাঠীরা (ছেলে) অভিযুক্ত ছেলেকে মারধর করে। এ নিয়ে টিকাকেন্দ্রে হট্টগোল বাঁধে। খবর পেয়ে থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে টিকাদানের পরিবেশ নিশ্চিত করে।
গতকাল সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও টিকাকেন্দ্রে এসেছেন। কিন্তু স্বাস্থ্যবিধি মানতে উদাসীন প্রায় সবাই। অধিকাংশ অভিভাবকের মুখে মাস্ক ছিল না। টিকার জন্য নির্দিষ্ট লাইন থাকলেও, লাইন মানছিলেন না কেউ কেউ। যে যার মতো গাদাগাদি করে দাঁড়িয়ে ছিলেন মাঠে। এই গাদাগাদির মধ্যে উত্ত্যক্তের শিকার হচ্ছে বলে অভিযোগ করে একাধিক নারী শিক্ষার্থী।
কয়েকজন ছাত্রীর অভিযোগ, টিকাকেন্দ্রে স্কুলের শিক্ষার্থীর পাশাপাশি বহিরাগত ছেলেরা আসছেন। তাঁরা ছাত্রীদের অশ্লীল কথাবার্তা বলছেন। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, গতকাল উপজেলা অফিসার্স ক্লাব টিকাকেন্দ্রে দুই হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এ জন্য ভিড় বেশি ছিল। তবে কোনো শিক্ষার্থী উত্ত্যক্তের শিকার হয়েছেন এমন অভিযোগ তিনি পাননি। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা নিয়ে ঝামেলার বাঁধে। পরে পুলিশ এসে পরিস্থিত স্বাভাবিক করলে শিক্ষার্থীরাও নির্বিঘ্নে টিকা নেয়। এই কর্মকর্তা আরও বলেন, এসি না থাকায় একটি মাত্র টিকাকেন্দ্র উপজেলা অফিসার্স ক্লাবে টিকা দেওয়া হচ্ছে। টিকাদান কার্যক্রমে ১২ থেকে ১৭ বয়সী প্রায় ১৫ হাজার শিক্ষার্থী টিকা পাবে। টিকার প্রথম ডোজ দেওয়া প্রায় শেষ পর্যায়ে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে