ঝিকরগাছা প্রতিনিধি
সীমান্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ ২০ বছর পর নির্বাচনের তফসিল ঘোষণায় ভোটের আমেজ শুরু হয়েছে যশোরের ঝিকরগাছা পৌরসভায়।
ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অন্তত ১৩ নেতা পৌর মেয়র হওয়ার জন্য নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারী এসব নেতা এখন ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে জোর তদবির চালাচ্ছেন।
২০০১ সালের ঝিকরগাছা পৌরসভার প্রথম এবং শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে মেয়র (তখন ছিল চেয়ারম্যান) নির্বাচিত হন মোস্তফা আনোয়ার পাশা। এর পর দীর্ঘ ২০ বছর নির্বাচন না হওয়ায় এবারে ভোট নিয়ে পৌরবাসীর আগ্রহ উদ্দীপনার যেন শেষ নেই।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহসভাপতি ও বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুছা, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, সাবেক সমাজকল্যাণ সম্পাদক এ কে এম আমানুল কাদির টুল্লু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম, যুবলীগ নেতা রফিকুল ভাই বাপ্পি, বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাজহারুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা এমামুল হাবিব জগলু এবং জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাহানা আখতার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করব। দুই–এক দিনের মধ্যে দলীয় সিদ্ধান্ত জানা যাবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।
সীমান্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ ২০ বছর পর নির্বাচনের তফসিল ঘোষণায় ভোটের আমেজ শুরু হয়েছে যশোরের ঝিকরগাছা পৌরসভায়।
ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অন্তত ১৩ নেতা পৌর মেয়র হওয়ার জন্য নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারী এসব নেতা এখন ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে জোর তদবির চালাচ্ছেন।
২০০১ সালের ঝিকরগাছা পৌরসভার প্রথম এবং শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে মেয়র (তখন ছিল চেয়ারম্যান) নির্বাচিত হন মোস্তফা আনোয়ার পাশা। এর পর দীর্ঘ ২০ বছর নির্বাচন না হওয়ায় এবারে ভোট নিয়ে পৌরবাসীর আগ্রহ উদ্দীপনার যেন শেষ নেই।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহসভাপতি ও বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুছা, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, সাবেক সমাজকল্যাণ সম্পাদক এ কে এম আমানুল কাদির টুল্লু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম, যুবলীগ নেতা রফিকুল ভাই বাপ্পি, বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাজহারুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা এমামুল হাবিব জগলু এবং জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাহানা আখতার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করব। দুই–এক দিনের মধ্যে দলীয় সিদ্ধান্ত জানা যাবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৫ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৭ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে