নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও এর সমমনা দলগুলো। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এই কর্মসূচি পালন করা হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায় মিছিল বের করবে বিএনপি। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় গণমিছিল সফল করতে ঢাকাবাসীকে আহ্বান জানান তিনি। পরে এক বিজ্ঞপ্তিতে গণমিছিলে দলের জ্যেষ্ঠ নেতাদেরও বিভিন্ন সংগঠনের জন্য স্থান নির্ধারণের কথা জানানো হয়।
বিএনপির পাশাপাশি এ দিন ঢাকায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও জামায়াতে ইসলামীও গণমিছিলের কর্মসূচি পালন করবে।
গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায় জমায়েত হয়ে বক্তব্য শেষে সেখান থেকে মিছিল শুরু করবে। দৈনিক বাংলা মোড় ঘুরে আবার ফিরে আসবে প্রেসক্লাবে।
বেলা ৩টায় বিজয়নগর থেকে মিছিল বের করবে ১২ দলীয় জোট। একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল বের করে মতিঝিল শাপলা চত্বরে যাবে জাতীয়তাবাদী সমমনা জোট। বেলা ৩টায় কারওয়ান বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ মোড়ে যাবে এলডিপির মিছিল।
গণমিছিলের কর্মসূচির ঘোষণা দিলেও এর স্থান ও সময় জানায়নি জামায়াতে ইসলামী। তবে এক বিজ্ঞপ্তিতে গণমিছিলের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।
সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? আমরা সতর্ক পাহারায় থাকব। বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে। ১০ তারিখের মতো আমরা সারা দেশে সতর্ক পাহারায় থাকব। ওই দিন যেমন ছিলাম, একই অবস্থানে থাকব।’ গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির গণমিছিল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লিয়াজোঁ কমিটির বৈঠক
এদিকে চলমান আন্দোলনকে ঘিরে এরই মধ্যে লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি এবং সমমনা দল ও জোটগুলো। ঢাকার গণমিছিলের কর্মসূচিকে ঘিরে তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চ ও বিএনপির লিয়াজোঁ কমিটির মধ্যে বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ অংশ নেন।
পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও এর সমমনা দলগুলো। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এই কর্মসূচি পালন করা হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায় মিছিল বের করবে বিএনপি। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় গণমিছিল সফল করতে ঢাকাবাসীকে আহ্বান জানান তিনি। পরে এক বিজ্ঞপ্তিতে গণমিছিলে দলের জ্যেষ্ঠ নেতাদেরও বিভিন্ন সংগঠনের জন্য স্থান নির্ধারণের কথা জানানো হয়।
বিএনপির পাশাপাশি এ দিন ঢাকায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও জামায়াতে ইসলামীও গণমিছিলের কর্মসূচি পালন করবে।
গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায় জমায়েত হয়ে বক্তব্য শেষে সেখান থেকে মিছিল শুরু করবে। দৈনিক বাংলা মোড় ঘুরে আবার ফিরে আসবে প্রেসক্লাবে।
বেলা ৩টায় বিজয়নগর থেকে মিছিল বের করবে ১২ দলীয় জোট। একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল বের করে মতিঝিল শাপলা চত্বরে যাবে জাতীয়তাবাদী সমমনা জোট। বেলা ৩টায় কারওয়ান বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ মোড়ে যাবে এলডিপির মিছিল।
গণমিছিলের কর্মসূচির ঘোষণা দিলেও এর স্থান ও সময় জানায়নি জামায়াতে ইসলামী। তবে এক বিজ্ঞপ্তিতে গণমিছিলের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।
সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? আমরা সতর্ক পাহারায় থাকব। বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে। ১০ তারিখের মতো আমরা সারা দেশে সতর্ক পাহারায় থাকব। ওই দিন যেমন ছিলাম, একই অবস্থানে থাকব।’ গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির গণমিছিল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লিয়াজোঁ কমিটির বৈঠক
এদিকে চলমান আন্দোলনকে ঘিরে এরই মধ্যে লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি এবং সমমনা দল ও জোটগুলো। ঢাকার গণমিছিলের কর্মসূচিকে ঘিরে তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চ ও বিএনপির লিয়াজোঁ কমিটির মধ্যে বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ অংশ নেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে