সম্পাদকীয়
এক দারুণ ঘটনা ঘটেছিল রবীন্দ্রনাথের ‘প্রাণ চায় চক্ষু না চায়...’ গানটি নিয়ে। ইএমআই কর্তৃপক্ষ চিন্তা করেছিল, রবীন্দ্রনাথের গান যদি বিলেতি অর্কেস্ট্রাসহ রেকর্ড করা যায়, তাহলে রবীন্দ্রসংগীতের জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনি বাণিজ্যিক সফলতাও আসবে।
ক্যালকাটা সিম্ফনি অর্কেস্ট্রার কন্ডাক্টর ছিলেন ফ্রান্সিসকো ক্যাসানোভা। তিনি বললেন, অর্কেস্ট্রার সঙ্গে রবীন্দ্রসংগীত হলে তা বিলেতেও বাজার করে নিতে পারবে। কিন্তু সবাই বুঝতে পারছিল, রবীন্দ্রসংগীত অর্কেস্ট্রাসহ পরিবেশনের অনুমতি বিশ্বভারতী দেবে না। তাহলে কীভাবে এ কাজটি করা যায়?
তখন ‘প্রাণ চায় চক্ষু না চায়...’ গানটি হিন্দিতে অনুবাদ করা হলো। তাতে বিশ্বভারতীর অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আর থাকল না। কিন্তু ক্যাসানোভা বারবার পঙ্কজকে জিজ্ঞেস করছিলেন, ‘প্রাণ চায়, চক্ষু না চায়...’-এর মানেটা আমাকে বুঝিয়ে বলতে পারো?’
পঙ্কজ তাঁর অক্ষম ভাষায় বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু ক্যাসানোভা তা বুঝতেন না। তবে একদিন বোঝানোর মতো পরিস্থিতি তৈরি হলো। তাঁরা দুজন ট্রামে করে মহড়ায় অংশ নিতে যাচ্ছিলেন ফারপোর হোটেলের দিকে। ট্রামে তাঁদের ঠিক পেছনের সিটে বসেছিলেন এক অপূর্ব সুন্দরী ইউরোপীয় ললনা। পঙ্কজ যেখানে বসেছিলেন, সেখান থেকে তরুণীকে কিছুটা দেখা যাচ্ছিল। কিন্তু ক্যাসানোভা যদি মেয়েটাকে দেখতে চান, তাহলে পুরো মাথা ঘুরিয়ে দেখতে হবে।
তখন পঙ্কজ ফিসফিস করে ক্যাসানোভাকে বললেন, ‘কী, দেখতে পাচ্ছ না? দেখোই না ঘাড় ঘুরিয়ে।’
ক্যাসানোভা বললেন, ‘আরে নানা, তা কী হয়! কী যে বলো, দেখতে গেলে অসভ্যতা হয়ে যাবে।’
পঙ্কজ আবার ফিসফিস করে বললেন, ‘এবারে বুঝেছ কবির গানের অর্থ? প্রাণ চাইছে, কিন্তু চক্ষু চাইতে পারছে না, এমন অবস্থাও মানুষের জীবনে আসে।’
ক্যাসানোভা লজ্জা আর পুলকে বলে উঠলেন, ‘এবার কথাটার মানে একেবারে পরিষ্কার আমার কাছে!’
সূত্র: পঙ্কজ কুমার মল্লিক, আমার যুগ আমার গান, পৃষ্ঠা ১০৮-১০৯
এক দারুণ ঘটনা ঘটেছিল রবীন্দ্রনাথের ‘প্রাণ চায় চক্ষু না চায়...’ গানটি নিয়ে। ইএমআই কর্তৃপক্ষ চিন্তা করেছিল, রবীন্দ্রনাথের গান যদি বিলেতি অর্কেস্ট্রাসহ রেকর্ড করা যায়, তাহলে রবীন্দ্রসংগীতের জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনি বাণিজ্যিক সফলতাও আসবে।
ক্যালকাটা সিম্ফনি অর্কেস্ট্রার কন্ডাক্টর ছিলেন ফ্রান্সিসকো ক্যাসানোভা। তিনি বললেন, অর্কেস্ট্রার সঙ্গে রবীন্দ্রসংগীত হলে তা বিলেতেও বাজার করে নিতে পারবে। কিন্তু সবাই বুঝতে পারছিল, রবীন্দ্রসংগীত অর্কেস্ট্রাসহ পরিবেশনের অনুমতি বিশ্বভারতী দেবে না। তাহলে কীভাবে এ কাজটি করা যায়?
তখন ‘প্রাণ চায় চক্ষু না চায়...’ গানটি হিন্দিতে অনুবাদ করা হলো। তাতে বিশ্বভারতীর অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আর থাকল না। কিন্তু ক্যাসানোভা বারবার পঙ্কজকে জিজ্ঞেস করছিলেন, ‘প্রাণ চায়, চক্ষু না চায়...’-এর মানেটা আমাকে বুঝিয়ে বলতে পারো?’
পঙ্কজ তাঁর অক্ষম ভাষায় বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু ক্যাসানোভা তা বুঝতেন না। তবে একদিন বোঝানোর মতো পরিস্থিতি তৈরি হলো। তাঁরা দুজন ট্রামে করে মহড়ায় অংশ নিতে যাচ্ছিলেন ফারপোর হোটেলের দিকে। ট্রামে তাঁদের ঠিক পেছনের সিটে বসেছিলেন এক অপূর্ব সুন্দরী ইউরোপীয় ললনা। পঙ্কজ যেখানে বসেছিলেন, সেখান থেকে তরুণীকে কিছুটা দেখা যাচ্ছিল। কিন্তু ক্যাসানোভা যদি মেয়েটাকে দেখতে চান, তাহলে পুরো মাথা ঘুরিয়ে দেখতে হবে।
তখন পঙ্কজ ফিসফিস করে ক্যাসানোভাকে বললেন, ‘কী, দেখতে পাচ্ছ না? দেখোই না ঘাড় ঘুরিয়ে।’
ক্যাসানোভা বললেন, ‘আরে নানা, তা কী হয়! কী যে বলো, দেখতে গেলে অসভ্যতা হয়ে যাবে।’
পঙ্কজ আবার ফিসফিস করে বললেন, ‘এবারে বুঝেছ কবির গানের অর্থ? প্রাণ চাইছে, কিন্তু চক্ষু চাইতে পারছে না, এমন অবস্থাও মানুষের জীবনে আসে।’
ক্যাসানোভা লজ্জা আর পুলকে বলে উঠলেন, ‘এবার কথাটার মানে একেবারে পরিষ্কার আমার কাছে!’
সূত্র: পঙ্কজ কুমার মল্লিক, আমার যুগ আমার গান, পৃষ্ঠা ১০৮-১০৯
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে