কামরুজ্জামান রাজু, কেশবপুর
কেশবপুরে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে ভারতেও রপ্তানি হচ্ছে। উপজেলাটি থেকে এক বছরে ঢাকাসহ বিভিন্ন জেলায় এবং প্রতিবেশী ভারতে ৭৫৭ কোটি টাকার মাছ রপ্তানি করা হয়েছে।
আগের চেয়ে উৎপাদন বাড়ায় অনেকেই এখন মাছ চাষে ঝুঁকেছেন। স্বাবলম্বী হয়েছেন প্রায় সাড়ে ১১ হাজার মৎস্যচাষি। এ ছাড়া উপজেলার তিনটি মৎস্য আড়তে অন্তত ৭০০ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
মাছচাষি, ব্যবসায়ী ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুরে চলতি বছরে ৮৫০ কোটি টাকার মাছ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ঘের ও পুকুর থেকে উৎপাদিত মাছ সপ্তাহে ৫ দিন দুই মণ করে মাছ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুরে প্রায় সাড়ে ১১ হাজার মৎস্যচাষি রয়েছেন। ঘরে রয়েছে ৪ হাজার ৬৫৮টি। এসবের আয়তন প্রায় ৭ হাজার ৪৪৯ হেক্টর। এ ছাড়া পুকুর রয়েছে ৬ হাজার ৬৪০টি। যার আয়তন প্রায় ৬৯৮ হেক্টর। মাছের খামারে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের।
গত বছর এসব জলাশয় থেকে রুই, মৃগেল, কাতল, পাবদা, বাটা, সিলভার কার্প, গ্লাস কার্প, পাঙাশ, তেলাপিয়া, টাকি, কই, শিং, বাইন, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৩ হাজার ৮২০ মেট্রিক টন সাদা মাছ উৎপাদিত হয়। এ ছাড়া গলদা চিংড়ি ২ হাজার ১৮০ মেট্রিক টন ও বাগদা চিংড়ির উৎপাদন হয়েছে ২৪৫ মেট্রিক টন। পাশাপাশি শুঁটকি দেড় মেট্রিক টন ও কুঁচিয়া (কুঁচে) শূন্য দশমিক এক মেট্রিক উৎপাদিত হয়। এ উপজেলায় সাদা মাছের চাহিদা ছিল প্রায় ৬ হাজার ১০ মেট্রিক টন।
অপরদিকে ২৭ জন মাছচাষি ৫৪ হেক্টর আয়তনের জলাশয়ে ২ দশমিক ২২ কোটি পোনা উৎপাদন করেছেন।
চলতি বছরে সাদা মাছ প্রায় ৩৪ হাজার ৫০০ মেট্রিক টন, গলদা চিংড়ি ২ হাজার ২৫০ মেট্রিক টন, বাগদা চিংড়ি ২৮০ মেট্রিক টন ও শুঁটকি ৫ মেট্রিক টন মাছ উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেশবপুর শহরের মৎস্য আড়ত, কাটাখালী ও পাঁজিয়া আড়তে নেওয়া হয় উৎপাদিত এসব মাছ। এ ছাড়া এর বাইরে যশোরের বারোবাজার, মনিরামপুর, কপালিয়া, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, আঠারো মাইলসহ বিভিন্ন আড়তে মাছ পাইকারি বিক্রি করা হয়ে থাকে। সেখান থেকে এসব মাছ ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বগুড়া, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। রপ্তানি করা হয় ভারতেও। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সরাসরি এখানে মাছ কিনতে আসেন। অপরদিকে স্থানীয়রা আড়ত থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করে থাকেন।
কেশবপুর খুচরা মাছ বাজারের সভাপতি আতিয়ার রহমান জানান, আড়তের শ্রমিকদের মাধ্যমে মাছ বাজারজাতকরণের উপযোগী করে চাহিদা অনুযায়ী ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এ ছাড়া আখাউড়া সীমান্ত দিয়ে সপ্তাহে ৫ দিন প্রায় ২০০ মণ করে মাছ ভারতে পাঠানো হয়ে থাকে।
কেশবপুর পাইকারি মৎস্য আড়তের সভাপতি হান্নান বিশ্বাস বলেন, প্রতিদিন এখানকার পাইকারি আড়তের ২২ ব্যবসায়ীর কাছে বিভিন্ন ঘের ও পুকুরের প্রায় ২ হাজার মণ বিভিন্ন প্রজাতির মাছ আসে। প্রায় দেড় থেকে ২ কোটি টাকার মাছ প্রতিদিন বিক্রি হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ‘এ উপজেলায় ৪ হাজার ৬৫৮টি মাছের ঘের ও ৬ হাজার ৬৪০টি পুকুর রয়েছে। মাছ রপ্তানি করে গত বছর আয় হয়েছে প্রায় ৭৫৭ কোটি টাকা। চলতি বছরে প্রায় ৮৫০ কোটি টাকার মাছ বিক্রি হতে পারে।’
আলমগীর কবীর আরও বলেন, ‘এ উপজেলায় মৎস্যচাষি রয়েছে প্রায় সাড়ে ১১ হাজার। মাছের খামারে খণ্ডকালীন কর্মসংস্থান হয়েছে প্রায় ১৫ হাজার ব্যক্তির। এ ছাড়া উপজেলার তিনটি মৎস্য আড়তে অন্তত ৭০০ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।’
কেশবপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, ‘চলতি বছরে এ উপজেলায় মাছ চাষের জন্য ঘের ও পুকুরের সংখ্যা বাড়েনি। তবে মাছ উৎপাদন বাড়ছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদের প্রতিনিয়ত নানা পরামর্শ দেওয়া ও নিবিড় পর্যবেক্ষণ করায় মাছের উৎপাদন দিন দিন বাড়ছে।’
কেশবপুরে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে ভারতেও রপ্তানি হচ্ছে। উপজেলাটি থেকে এক বছরে ঢাকাসহ বিভিন্ন জেলায় এবং প্রতিবেশী ভারতে ৭৫৭ কোটি টাকার মাছ রপ্তানি করা হয়েছে।
আগের চেয়ে উৎপাদন বাড়ায় অনেকেই এখন মাছ চাষে ঝুঁকেছেন। স্বাবলম্বী হয়েছেন প্রায় সাড়ে ১১ হাজার মৎস্যচাষি। এ ছাড়া উপজেলার তিনটি মৎস্য আড়তে অন্তত ৭০০ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
মাছচাষি, ব্যবসায়ী ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুরে চলতি বছরে ৮৫০ কোটি টাকার মাছ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ঘের ও পুকুর থেকে উৎপাদিত মাছ সপ্তাহে ৫ দিন দুই মণ করে মাছ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুরে প্রায় সাড়ে ১১ হাজার মৎস্যচাষি রয়েছেন। ঘরে রয়েছে ৪ হাজার ৬৫৮টি। এসবের আয়তন প্রায় ৭ হাজার ৪৪৯ হেক্টর। এ ছাড়া পুকুর রয়েছে ৬ হাজার ৬৪০টি। যার আয়তন প্রায় ৬৯৮ হেক্টর। মাছের খামারে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের।
গত বছর এসব জলাশয় থেকে রুই, মৃগেল, কাতল, পাবদা, বাটা, সিলভার কার্প, গ্লাস কার্প, পাঙাশ, তেলাপিয়া, টাকি, কই, শিং, বাইন, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৩ হাজার ৮২০ মেট্রিক টন সাদা মাছ উৎপাদিত হয়। এ ছাড়া গলদা চিংড়ি ২ হাজার ১৮০ মেট্রিক টন ও বাগদা চিংড়ির উৎপাদন হয়েছে ২৪৫ মেট্রিক টন। পাশাপাশি শুঁটকি দেড় মেট্রিক টন ও কুঁচিয়া (কুঁচে) শূন্য দশমিক এক মেট্রিক উৎপাদিত হয়। এ উপজেলায় সাদা মাছের চাহিদা ছিল প্রায় ৬ হাজার ১০ মেট্রিক টন।
অপরদিকে ২৭ জন মাছচাষি ৫৪ হেক্টর আয়তনের জলাশয়ে ২ দশমিক ২২ কোটি পোনা উৎপাদন করেছেন।
চলতি বছরে সাদা মাছ প্রায় ৩৪ হাজার ৫০০ মেট্রিক টন, গলদা চিংড়ি ২ হাজার ২৫০ মেট্রিক টন, বাগদা চিংড়ি ২৮০ মেট্রিক টন ও শুঁটকি ৫ মেট্রিক টন মাছ উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেশবপুর শহরের মৎস্য আড়ত, কাটাখালী ও পাঁজিয়া আড়তে নেওয়া হয় উৎপাদিত এসব মাছ। এ ছাড়া এর বাইরে যশোরের বারোবাজার, মনিরামপুর, কপালিয়া, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, আঠারো মাইলসহ বিভিন্ন আড়তে মাছ পাইকারি বিক্রি করা হয়ে থাকে। সেখান থেকে এসব মাছ ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বগুড়া, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। রপ্তানি করা হয় ভারতেও। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সরাসরি এখানে মাছ কিনতে আসেন। অপরদিকে স্থানীয়রা আড়ত থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করে থাকেন।
কেশবপুর খুচরা মাছ বাজারের সভাপতি আতিয়ার রহমান জানান, আড়তের শ্রমিকদের মাধ্যমে মাছ বাজারজাতকরণের উপযোগী করে চাহিদা অনুযায়ী ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এ ছাড়া আখাউড়া সীমান্ত দিয়ে সপ্তাহে ৫ দিন প্রায় ২০০ মণ করে মাছ ভারতে পাঠানো হয়ে থাকে।
কেশবপুর পাইকারি মৎস্য আড়তের সভাপতি হান্নান বিশ্বাস বলেন, প্রতিদিন এখানকার পাইকারি আড়তের ২২ ব্যবসায়ীর কাছে বিভিন্ন ঘের ও পুকুরের প্রায় ২ হাজার মণ বিভিন্ন প্রজাতির মাছ আসে। প্রায় দেড় থেকে ২ কোটি টাকার মাছ প্রতিদিন বিক্রি হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ‘এ উপজেলায় ৪ হাজার ৬৫৮টি মাছের ঘের ও ৬ হাজার ৬৪০টি পুকুর রয়েছে। মাছ রপ্তানি করে গত বছর আয় হয়েছে প্রায় ৭৫৭ কোটি টাকা। চলতি বছরে প্রায় ৮৫০ কোটি টাকার মাছ বিক্রি হতে পারে।’
আলমগীর কবীর আরও বলেন, ‘এ উপজেলায় মৎস্যচাষি রয়েছে প্রায় সাড়ে ১১ হাজার। মাছের খামারে খণ্ডকালীন কর্মসংস্থান হয়েছে প্রায় ১৫ হাজার ব্যক্তির। এ ছাড়া উপজেলার তিনটি মৎস্য আড়তে অন্তত ৭০০ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।’
কেশবপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, ‘চলতি বছরে এ উপজেলায় মাছ চাষের জন্য ঘের ও পুকুরের সংখ্যা বাড়েনি। তবে মাছ উৎপাদন বাড়ছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদের প্রতিনিয়ত নানা পরামর্শ দেওয়া ও নিবিড় পর্যবেক্ষণ করায় মাছের উৎপাদন দিন দিন বাড়ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে