মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুরের মহেড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবি করা হয়েছে।
এ দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. বাদশা মিয়া। গত শুক্রবার বিকেলে বাদশা মিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনকে দেওয়া অভিযোগপত্রে বাদশা মিয়া উল্লেখ করেন, গত ৫ জানুয়ারি উপজেলার এক নম্বর মহেড়া আট ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থী বিভাস সরকার আদাবাড়ি উচ্চবিদ্যালয়, ভাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘুড়ি কেশব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নগর ছাওয়ালী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশের যোগ সাজশে ভোট কারচুপির মাধ্যমে তাঁকে পরাজিত করেছে।
ঘটনা জানতে পেরে তিনি লিখিত অভিযোগের মাধ্যমে ওই কেন্দ্রগুলোতে ভোট পুনঃগণনার জন্য অনুরোধ করলেও কর্মকর্তারা ভোট গণনা না করে ফলাফল ঘোষণা করা হয়।
এ বিষয়ে পরাজিত প্রার্থী মো. বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা জালিয়াতির মাধ্যমে নৌকার প্রার্থীর সঙ্গে যোগসাজশ করে আমাকে পরাজিত দেখিয়েছেন। আমি ভোট পুনঃগণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
বিজয়ী প্রার্থী বিভাস সরকার নুপুর বলেন, ভোট কারচুপির কোনো প্রশ্নই আসে না। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা স্বাভাবিক নিয়মে ফলাফল ঘোষণা করেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এসএম কামরুল হাসান বলেন, পরাজিত প্রার্থী ভোট পুনঃগণনা চেয়ে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
মির্জাপুরের মহেড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবি করা হয়েছে।
এ দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. বাদশা মিয়া। গত শুক্রবার বিকেলে বাদশা মিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনকে দেওয়া অভিযোগপত্রে বাদশা মিয়া উল্লেখ করেন, গত ৫ জানুয়ারি উপজেলার এক নম্বর মহেড়া আট ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থী বিভাস সরকার আদাবাড়ি উচ্চবিদ্যালয়, ভাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘুড়ি কেশব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নগর ছাওয়ালী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশের যোগ সাজশে ভোট কারচুপির মাধ্যমে তাঁকে পরাজিত করেছে।
ঘটনা জানতে পেরে তিনি লিখিত অভিযোগের মাধ্যমে ওই কেন্দ্রগুলোতে ভোট পুনঃগণনার জন্য অনুরোধ করলেও কর্মকর্তারা ভোট গণনা না করে ফলাফল ঘোষণা করা হয়।
এ বিষয়ে পরাজিত প্রার্থী মো. বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা জালিয়াতির মাধ্যমে নৌকার প্রার্থীর সঙ্গে যোগসাজশ করে আমাকে পরাজিত দেখিয়েছেন। আমি ভোট পুনঃগণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
বিজয়ী প্রার্থী বিভাস সরকার নুপুর বলেন, ভোট কারচুপির কোনো প্রশ্নই আসে না। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা স্বাভাবিক নিয়মে ফলাফল ঘোষণা করেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এসএম কামরুল হাসান বলেন, পরাজিত প্রার্থী ভোট পুনঃগণনা চেয়ে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে