মাওলানা ইমরান হোসাইন
মানুষ পৃথিবীর নির্দিষ্ট কোনো ভূখণ্ডে জন্মালেও আমৃত্যু সেখানে পড়ে থাকে না। জানতে, দেখতে ও উপভোগ করতে মানুষ ছুটে যায় পৃথিবীর দিক-দিগন্তে। কখনো ব্যক্তিগত প্রয়োজনে, কখনো ধর্মীয় কিংবা সামাজিক কর্তব্য পালনে মানুষকে যেতে হয় বহু দূর। এটিই ভ্রমণ। ইসলাম ভ্রমণে উৎসাহ দেয়। পবিত্র কোরআনের বহু স্থানে আল্লাহ তাআলা মানুষকে ভ্রমণ করার নির্দেশ দিয়েছেন। তাই ভ্রমণ বিশেষ ইবাদত। ভ্রমণে মানুষ বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়। ভ্রমণে শেখা যায় বিপুল। ইসলাম যেসব কারণে ভ্রমণ করতে উৎসাহ দেয়, তা থেকে কয়েকটি এখানে তুলে ধরা হলো:
অবিশ্বাসীদের পরিণাম দেখা
মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী-রাসুলদের পাঠিয়েছেন। কিন্তু প্রতিটি যুগেই একশ্রেণির মানুষ নবীদের দেওয়া বার্তা অস্বীকার করেছে। মিথ্যা বলে ছুড়ে ফেলেছে। আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাদের লাগাম টেনে ধরেননি। সময়, সুযোগ ও সতর্ক করার দীর্ঘ প্রক্রিয়ার পর আল্লাহ তাদের খেয়ালি জীবনের লাগাম টানতে শুরু করেন। এমনকি তাদের অনেককে দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করেন। সেই ধারাবাহিকতায় যুগে যুগে পৃথিবীর বহু ব্যক্তি ও সম্প্রদায়কে তিনি ধ্বংস করেছেন এবং আমাদের শিক্ষার জন্য তাদের ধ্বংসচিহ্ন রেখে দিয়েছেন। এসব ধ্বংসাবশেষ দেখে মানুষের ইমান বাড়ে। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি বলুন, পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো, মিথ্যা আরোপকারীদের পরিণাম কী হয়েছিল।’ (সুরা আনআম: ১১)
অবকাশযাপন ও চিত্তবিনোদন
একই স্থানে থাকতে থাকতে মানুষকে একঘেয়েমি পেয়ে বসে। জীবনপ্রবাহের নানা প্রতিকূলতায় দুঃখ-কষ্টে জর্জরিত হয় মানুষের মন। মুক্ত পৃথিবীর কোনো এক দিগন্তে কিছু সময় ঘুরে এলে মনের ক্ষতগুলো মুছে যায়। জগৎজুড়ে আল্লাহ তাআলা এমন বর্ণিল সৃষ্টি ছড়িয়ে রেখেছেন, যা এক পলক দেখলেই প্রশান্তির প্রলেপ ছড়িয়ে পড়ে মনের জমিনে। বিশ্বাসের নতুন কিরণে জেগে ওঠে আমাদের ইমান। আল্লাহ তাআলা বলেন, ‘আকাশসমূহ ও পৃথিবীর সৃজনে, রাত-দিনের আবর্তনে, সেই সব নৌযানে যা মানুষের উপকারী সামগ্রী নিয়ে সাগরে বয়ে চলে, পানিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেছেন এবং তার মাধ্যমে ভূমিকে শুকিয়ে যাওয়ার পর সজীবতা দিয়েছেন এবং তাতে সব ধরনের জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, বাতাসের দিক পরিবর্তনে এবং মেঘে যা আকাশ ও পৃথিবীর মধ্যে আজ্ঞাবহ হয়ে সেবায় নিয়োজিত আছে—বুদ্ধিমান লোকদের জন্য বহু নিদর্শন আছে।’ (সুরা বাকারা: ১৬৪)
আয়-রোজগার
নিজের মাতৃভূমিতে যদি আয়-রোজগারের ভালো কোনো উপায় বের করা না যায়, তবে পৃথিবীর অন্য কোথাও ভ্রমণ করলে রুটি-রুজির দরজা খুলে যেতে পারে। অর্থসংকট থেকে মুক্তি মিলতে পারে। যার উত্তম নমুনা জীবিকার খোঁজে প্রবাস খাটা সংগ্রামী মানুষগুলোর জীবনে দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি তোমাদের জন্য পৃথিবী সুগম করেছেন। অতএব তোমরা তাতে বিচরণ করো এবং আল্লাহর দেওয়া রিজিক আহার করো। তারই কাছে তোমাদের ফের জীবিত হয়ে ফিরতে হবে।’ (সুরা মুলক: ১৫)
জ্ঞানের খোঁজে
জ্ঞানের খোঁজে পৃথিবী ভ্রমণ করা পূর্বসূরি আলেমদের জীবনের অন্যতম সাধনা ছিল। মহানবী (সা.)-এর একটি হাদিসের খোঁজে হাদিসের সাধকেরা অনেক দূরের পথ হেঁটে পাড়ি দিয়েছেন। একালেও জ্ঞানান্বেষণে বিদেশ ভ্রমণ করার সুযোগ রয়েছে। ভ্রমণ করলে সংস্কৃতি ও শিষ্টাচারের এক অচেনা জগতে প্রবেশ করা যায়। সাক্ষাৎ মেলে বহু আলোকিত মানুষের, যাঁদের কাছ থেকে অল্প সময়ের সান্নিধ্যে জ্ঞান, শাস্ত্র ও সংস্কৃতির বহু দুর্লভ তথ্য ও শিক্ষা অর্জন করা যায়।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
মানুষ পৃথিবীর নির্দিষ্ট কোনো ভূখণ্ডে জন্মালেও আমৃত্যু সেখানে পড়ে থাকে না। জানতে, দেখতে ও উপভোগ করতে মানুষ ছুটে যায় পৃথিবীর দিক-দিগন্তে। কখনো ব্যক্তিগত প্রয়োজনে, কখনো ধর্মীয় কিংবা সামাজিক কর্তব্য পালনে মানুষকে যেতে হয় বহু দূর। এটিই ভ্রমণ। ইসলাম ভ্রমণে উৎসাহ দেয়। পবিত্র কোরআনের বহু স্থানে আল্লাহ তাআলা মানুষকে ভ্রমণ করার নির্দেশ দিয়েছেন। তাই ভ্রমণ বিশেষ ইবাদত। ভ্রমণে মানুষ বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়। ভ্রমণে শেখা যায় বিপুল। ইসলাম যেসব কারণে ভ্রমণ করতে উৎসাহ দেয়, তা থেকে কয়েকটি এখানে তুলে ধরা হলো:
অবিশ্বাসীদের পরিণাম দেখা
মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী-রাসুলদের পাঠিয়েছেন। কিন্তু প্রতিটি যুগেই একশ্রেণির মানুষ নবীদের দেওয়া বার্তা অস্বীকার করেছে। মিথ্যা বলে ছুড়ে ফেলেছে। আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাদের লাগাম টেনে ধরেননি। সময়, সুযোগ ও সতর্ক করার দীর্ঘ প্রক্রিয়ার পর আল্লাহ তাদের খেয়ালি জীবনের লাগাম টানতে শুরু করেন। এমনকি তাদের অনেককে দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করেন। সেই ধারাবাহিকতায় যুগে যুগে পৃথিবীর বহু ব্যক্তি ও সম্প্রদায়কে তিনি ধ্বংস করেছেন এবং আমাদের শিক্ষার জন্য তাদের ধ্বংসচিহ্ন রেখে দিয়েছেন। এসব ধ্বংসাবশেষ দেখে মানুষের ইমান বাড়ে। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি বলুন, পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো, মিথ্যা আরোপকারীদের পরিণাম কী হয়েছিল।’ (সুরা আনআম: ১১)
অবকাশযাপন ও চিত্তবিনোদন
একই স্থানে থাকতে থাকতে মানুষকে একঘেয়েমি পেয়ে বসে। জীবনপ্রবাহের নানা প্রতিকূলতায় দুঃখ-কষ্টে জর্জরিত হয় মানুষের মন। মুক্ত পৃথিবীর কোনো এক দিগন্তে কিছু সময় ঘুরে এলে মনের ক্ষতগুলো মুছে যায়। জগৎজুড়ে আল্লাহ তাআলা এমন বর্ণিল সৃষ্টি ছড়িয়ে রেখেছেন, যা এক পলক দেখলেই প্রশান্তির প্রলেপ ছড়িয়ে পড়ে মনের জমিনে। বিশ্বাসের নতুন কিরণে জেগে ওঠে আমাদের ইমান। আল্লাহ তাআলা বলেন, ‘আকাশসমূহ ও পৃথিবীর সৃজনে, রাত-দিনের আবর্তনে, সেই সব নৌযানে যা মানুষের উপকারী সামগ্রী নিয়ে সাগরে বয়ে চলে, পানিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেছেন এবং তার মাধ্যমে ভূমিকে শুকিয়ে যাওয়ার পর সজীবতা দিয়েছেন এবং তাতে সব ধরনের জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, বাতাসের দিক পরিবর্তনে এবং মেঘে যা আকাশ ও পৃথিবীর মধ্যে আজ্ঞাবহ হয়ে সেবায় নিয়োজিত আছে—বুদ্ধিমান লোকদের জন্য বহু নিদর্শন আছে।’ (সুরা বাকারা: ১৬৪)
আয়-রোজগার
নিজের মাতৃভূমিতে যদি আয়-রোজগারের ভালো কোনো উপায় বের করা না যায়, তবে পৃথিবীর অন্য কোথাও ভ্রমণ করলে রুটি-রুজির দরজা খুলে যেতে পারে। অর্থসংকট থেকে মুক্তি মিলতে পারে। যার উত্তম নমুনা জীবিকার খোঁজে প্রবাস খাটা সংগ্রামী মানুষগুলোর জীবনে দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি তোমাদের জন্য পৃথিবী সুগম করেছেন। অতএব তোমরা তাতে বিচরণ করো এবং আল্লাহর দেওয়া রিজিক আহার করো। তারই কাছে তোমাদের ফের জীবিত হয়ে ফিরতে হবে।’ (সুরা মুলক: ১৫)
জ্ঞানের খোঁজে
জ্ঞানের খোঁজে পৃথিবী ভ্রমণ করা পূর্বসূরি আলেমদের জীবনের অন্যতম সাধনা ছিল। মহানবী (সা.)-এর একটি হাদিসের খোঁজে হাদিসের সাধকেরা অনেক দূরের পথ হেঁটে পাড়ি দিয়েছেন। একালেও জ্ঞানান্বেষণে বিদেশ ভ্রমণ করার সুযোগ রয়েছে। ভ্রমণ করলে সংস্কৃতি ও শিষ্টাচারের এক অচেনা জগতে প্রবেশ করা যায়। সাক্ষাৎ মেলে বহু আলোকিত মানুষের, যাঁদের কাছ থেকে অল্প সময়ের সান্নিধ্যে জ্ঞান, শাস্ত্র ও সংস্কৃতির বহু দুর্লভ তথ্য ও শিক্ষা অর্জন করা যায়।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১০ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১২ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে