চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ফেসবুকে পরিচয়, এ থেকে বন্ধুত্ব। এর সূত্র ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্ধুর বাড়ি বেড়াতে এসে সাত ভরি স্বর্ণ ও লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন স্বামী-স্ত্রী। গত বুধবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমত গ্রামের আমির আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আমির আলী ওই গ্রামের বাসিন্দা। আর কথিত বন্ধু সোহেল হোসেন ও তাঁর স্ত্রী রঙিলা বেগম নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
আমির আলীর স্ত্রী আলো বেগম বলেন, ফেসবুকে স্বামীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ১০ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বেড়াতে আসেন সোহেল হোসেন ও রঙিলা বেগম। এর পর থেকে তাঁদের বাড়িতেই অবস্থান করছিলেন তাঁরা। প্রতি দিনের মতো বুধবার রাতেও সবাই এক সঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ির দ্বিতীয় তলায় স্বামী আমির আলী ও তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরে অতিথিরা নেই। এ ছাড়া ঘরের আসবাবপত্র ছড়ানো ছিটানো। আলমারির তালা ভাঙা।
আলো বেগম আরও বলেন, ঘরে আলমারির মধ্যে থাকা সাত ভরি স্বর্ণের গয়না এবং প্রায় ১ লাখ টাকা ছিল। আলমারির তালা ভেঙে সব গয়না এবং টাকা নিয়ে যান তাঁরা। সোনার মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। এর পর থেকেই স্বামী-স্ত্রী উভয়ের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এক সঙ্গে টাকা ও গয়না হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তাঁরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মালামাল উদ্ধার এবং পলাতক স্বামী-স্ত্রীকে ধরতে কাজ শুরু করেছে পুলিশ।
ফেসবুকে পরিচয়, এ থেকে বন্ধুত্ব। এর সূত্র ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্ধুর বাড়ি বেড়াতে এসে সাত ভরি স্বর্ণ ও লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন স্বামী-স্ত্রী। গত বুধবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমত গ্রামের আমির আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আমির আলী ওই গ্রামের বাসিন্দা। আর কথিত বন্ধু সোহেল হোসেন ও তাঁর স্ত্রী রঙিলা বেগম নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
আমির আলীর স্ত্রী আলো বেগম বলেন, ফেসবুকে স্বামীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ১০ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বেড়াতে আসেন সোহেল হোসেন ও রঙিলা বেগম। এর পর থেকে তাঁদের বাড়িতেই অবস্থান করছিলেন তাঁরা। প্রতি দিনের মতো বুধবার রাতেও সবাই এক সঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ির দ্বিতীয় তলায় স্বামী আমির আলী ও তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরে অতিথিরা নেই। এ ছাড়া ঘরের আসবাবপত্র ছড়ানো ছিটানো। আলমারির তালা ভাঙা।
আলো বেগম আরও বলেন, ঘরে আলমারির মধ্যে থাকা সাত ভরি স্বর্ণের গয়না এবং প্রায় ১ লাখ টাকা ছিল। আলমারির তালা ভেঙে সব গয়না এবং টাকা নিয়ে যান তাঁরা। সোনার মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। এর পর থেকেই স্বামী-স্ত্রী উভয়ের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এক সঙ্গে টাকা ও গয়না হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তাঁরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মালামাল উদ্ধার এবং পলাতক স্বামী-স্ত্রীকে ধরতে কাজ শুরু করেছে পুলিশ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে