ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাদেয়াল। স্টেডিয়ামের মাঠ ধুলোয় ভরা। ফলে স্টেডিয়ামটি খেলা ও অনুশীলনের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে এ অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
তবে জেলা প্রশাসন বলছে, স্টেডিয়াম সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।
২০১৮ সালে ঝালকাঠির প্রথম ও প্রাচীন স্টেডিয়ামের নামকরণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। পরে স্টেডিয়ামের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধন করা হলেও উন্নয়ন আর হয়নি। ফলে স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাপ্রাচীর। স্টেডিয়ামের সঙ্গে একটি অফিস ভবন ও বাথরুম থাকলেও নিম্নমানের হওয়ায় সেখানেও কোনো কার্যক্রম চলে না। সব মিলিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঝালকাঠির বিকনা গ্রামে নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করা হলেও এটি শহর থেকে অনেক দূরে। ফলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এখনো খেলোয়াড়দের অনুশীলনের অন্যতম ভরসা।
তবে স্টেডিয়ামের এই করুণ দশায় ক্ষুব্ধ ঝালকাঠি ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়েরা। অবিলম্বে এই স্টেডিয়ামকে সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করা, পরিত্যক্ত অফিস ভবন, বাথরুম ও দর্শকদের জন্য গ্যালারি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
ঝালকাঠি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অফিস ভবন নিম্নমানের। যার কারণে এটি ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া গ্যালারি ভেঙে পড়ায় দর্শক ও খেলোয়াড়দের অসুবিধা হচ্ছে। অবিলম্বে কর্তৃপক্ষের কাছে স্টেডিয়ামটি সংস্কারের দাবি জানান তিনি।
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জোহর আলী বলেন, নতুন স্টেডিয়ামটি শহর থেকে দূরে হওয়ায় শেখ রাসেল স্টেডিয়ামে খেলাধুলা হয়। তাই এটি সংস্কার করা জরুরি। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদে সাংসদের ডিও লেটারসহ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।
ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাদেয়াল। স্টেডিয়ামের মাঠ ধুলোয় ভরা। ফলে স্টেডিয়ামটি খেলা ও অনুশীলনের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে এ অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
তবে জেলা প্রশাসন বলছে, স্টেডিয়াম সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।
২০১৮ সালে ঝালকাঠির প্রথম ও প্রাচীন স্টেডিয়ামের নামকরণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। পরে স্টেডিয়ামের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধন করা হলেও উন্নয়ন আর হয়নি। ফলে স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাপ্রাচীর। স্টেডিয়ামের সঙ্গে একটি অফিস ভবন ও বাথরুম থাকলেও নিম্নমানের হওয়ায় সেখানেও কোনো কার্যক্রম চলে না। সব মিলিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঝালকাঠির বিকনা গ্রামে নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করা হলেও এটি শহর থেকে অনেক দূরে। ফলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এখনো খেলোয়াড়দের অনুশীলনের অন্যতম ভরসা।
তবে স্টেডিয়ামের এই করুণ দশায় ক্ষুব্ধ ঝালকাঠি ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়েরা। অবিলম্বে এই স্টেডিয়ামকে সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করা, পরিত্যক্ত অফিস ভবন, বাথরুম ও দর্শকদের জন্য গ্যালারি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
ঝালকাঠি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অফিস ভবন নিম্নমানের। যার কারণে এটি ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া গ্যালারি ভেঙে পড়ায় দর্শক ও খেলোয়াড়দের অসুবিধা হচ্ছে। অবিলম্বে কর্তৃপক্ষের কাছে স্টেডিয়ামটি সংস্কারের দাবি জানান তিনি।
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জোহর আলী বলেন, নতুন স্টেডিয়ামটি শহর থেকে দূরে হওয়ায় শেখ রাসেল স্টেডিয়ামে খেলাধুলা হয়। তাই এটি সংস্কার করা জরুরি। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদে সাংসদের ডিও লেটারসহ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে