বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে ইরি খেতে সেচ দিতে খালের বাঁধ কেটে দেওয়ায় অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় আবাদ করা বিস্তীর্ণ এলাকার তরমুজের খেত প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন, রাতের আঁধারে খালে সংযুক্ত নালার বাঁধ কেটে দেওয়ায় জোয়ারের পানি ঢুকে অন্তত ১০ একর জমিতে আবাদকৃত তরমুজের খেত নষ্ট হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ওইসব তরমুজ চাষি।
ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম দুলাল জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত তিনি খেতে কাজ করে বাড়িতে ফিরেছেন। ভোরে গিয়ে দেখতে পান গোটা খেত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। রাতের আঁধারে খালের সঙ্গে সংযুক্ত নালার বাঁধ কেটে দিয়ে ইরি চাষিরা তাদের খেতে সেচ দিতে গিয়ে এ অবস্থা করেছেন। দুলাল বলেন, ‘চল্লিশ কড়া জায়গায় এইবার মুই তরমুজ চাষ করছিলাম। কাইলগো (গতকাল) হারাদিন (সারাদিন) তরমুজের চারার গোড়ায় সার দিছি, মোর হেই খ্যাত সব পানতে ভাইস্যা গ্যাছে। মোর এইরহম ক্ষতিডা হেরা করতে পারল? এহন কেমনে এই ক্ষতি কাডাইয়া উডমু কইতে পারি না।’
একই এলাকার তরমুজ চাষি হারিস মৃধা ও দুলাল মৃধার তরমুজ খেতও জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়ে তরমুজের আবাদ নষ্ট হয়েছে। হারিস মৃধা ও দুলালের দাবি, তাদের ও তিন একর জমির তরমুজের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দুলাল মৃধা বলেন, ‘রাতের আঁধারে ইরি চাষিরা বাঁধ কেটে দিয়েছে। ওই বাঁধ থেকে জোয়ারের পানি ঢুকে আমার ও আশপাশের আরও কয়েক জনের তরমুজ খেত প্লাবিত হয়েছে।’
হারিস মৃধা বলেন, ‘আমাদের তরমুজের খেত সংলগ্ন কয়েকজন চাষি ইরির আবাদ করছেন। রাতের আঁধারে এ কাজ করেছে। যদি দিনের বেলায় সেচ দিত তবে আমাদের এই ক্ষতি হতো না।’
তবে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষিরা বাঁধ সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ আনতে পারেননি। তবে তারা নিশ্চিত যে, খেতের আশপাশের ইরি চাষির এ ঘটনা ঘটিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সৈয়দ মো. জোবায়েদুল আলম জানান, স্থানীয় কৃষকেরা বিষয়টি তাঁকে জানিয়েছে। ওই এলাকার মাঠকর্মীকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে ইরি খেতে সেচ দিতে খালের বাঁধ কেটে দেওয়ায় অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় আবাদ করা বিস্তীর্ণ এলাকার তরমুজের খেত প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন, রাতের আঁধারে খালে সংযুক্ত নালার বাঁধ কেটে দেওয়ায় জোয়ারের পানি ঢুকে অন্তত ১০ একর জমিতে আবাদকৃত তরমুজের খেত নষ্ট হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ওইসব তরমুজ চাষি।
ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম দুলাল জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত তিনি খেতে কাজ করে বাড়িতে ফিরেছেন। ভোরে গিয়ে দেখতে পান গোটা খেত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। রাতের আঁধারে খালের সঙ্গে সংযুক্ত নালার বাঁধ কেটে দিয়ে ইরি চাষিরা তাদের খেতে সেচ দিতে গিয়ে এ অবস্থা করেছেন। দুলাল বলেন, ‘চল্লিশ কড়া জায়গায় এইবার মুই তরমুজ চাষ করছিলাম। কাইলগো (গতকাল) হারাদিন (সারাদিন) তরমুজের চারার গোড়ায় সার দিছি, মোর হেই খ্যাত সব পানতে ভাইস্যা গ্যাছে। মোর এইরহম ক্ষতিডা হেরা করতে পারল? এহন কেমনে এই ক্ষতি কাডাইয়া উডমু কইতে পারি না।’
একই এলাকার তরমুজ চাষি হারিস মৃধা ও দুলাল মৃধার তরমুজ খেতও জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়ে তরমুজের আবাদ নষ্ট হয়েছে। হারিস মৃধা ও দুলালের দাবি, তাদের ও তিন একর জমির তরমুজের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দুলাল মৃধা বলেন, ‘রাতের আঁধারে ইরি চাষিরা বাঁধ কেটে দিয়েছে। ওই বাঁধ থেকে জোয়ারের পানি ঢুকে আমার ও আশপাশের আরও কয়েক জনের তরমুজ খেত প্লাবিত হয়েছে।’
হারিস মৃধা বলেন, ‘আমাদের তরমুজের খেত সংলগ্ন কয়েকজন চাষি ইরির আবাদ করছেন। রাতের আঁধারে এ কাজ করেছে। যদি দিনের বেলায় সেচ দিত তবে আমাদের এই ক্ষতি হতো না।’
তবে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষিরা বাঁধ সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ আনতে পারেননি। তবে তারা নিশ্চিত যে, খেতের আশপাশের ইরি চাষির এ ঘটনা ঘটিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সৈয়দ মো. জোবায়েদুল আলম জানান, স্থানীয় কৃষকেরা বিষয়টি তাঁকে জানিয়েছে। ওই এলাকার মাঠকর্মীকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে