অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঘর নির্মাণ শুরু

দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০৭: ৪৬
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ২৪

দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে ঘর নির্মাণের জন্য নির্ধারিত জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার। স্থাপনা উচ্ছেদের পর সেখানে সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. ইব্রাহীম খান প্রমুখ।

জানা গেছে, রাজামেহার ইউনিয়নের মরিচা মৌজার ৯৯১ দাগে ৬৪ শতাংশ সরকারি ভূমিতে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য ২০টি ঘর নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় উপজেলা প্রশাসন। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে ওই ভূমিতে অবৈধভাবে দখলে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।

অপর দিকে একই দিন উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে ১৬টি পরিবারের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণের কাজ পরিদর্শন করেন ইউএনও আশিক উন নবী তালুকদার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলায় তৃতীয় দফায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা করে মোট ৪০টি ঘর নির্মাণের কাজ শুরু করেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘রাজামেহারের মরিচায় গৃহহীনদের জন্য ২০টি ঘর নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অপর দিকে সুলতানপুর ইউনিয়নের রাধানগরে ১৬টি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। ঘরের কাজ পরিদর্শন করেছি। প্রতিটি ঘর যেন টেকসই ও বাসযোগ্য করে নির্মাণ করা হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য প্রথম ও দ্বিতীয় ধাপে গত বছরের ৫ জুন স্থানীয় সাংসদ রাজী ফখরুলের নিজস্ব অর্থায়নে ২১টি এবং সরকারিভাবে নির্মিত ৯৭টি ঘরসহ ১১৮টি ঘর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত