টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের শতভাগ নাগরিককে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ দাবি করেন।
লিখিত বক্তব্যে মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, ২০২০ সালে ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, গত বছরের ৩০ জানুয়ারি পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হই। ১১ মার্চ দায়িত্ব নেওয়ার পর করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করি। পৌরসভায় মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ১৭০ জন। ইতিমধ্যে ১ লাখ ৬৪ হাজার ৩০০ মানুষকে টিকা দিওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অস্থায়ীভাবে বসবাসরত জনগণকেও করোনার টিকা দেওয়া হয়েছে। যার ফলে বলা যায় যে, পৌর এলাকায় শতভাগ করোনার টিকা দেওয়া হয়েছে।
মেয়র এ এম সিরাজগঞ্জ হক আলীর আরও বলেন, সবার সহযোগিতা ও প্রচেষ্টায় টিকা দেওয়া সম্ভব হয়েছে। যারা টিকা নিতে আগ্রহী নন তাঁদের কিছু সংখ্যক টিকা নাও পেতে পারেন। এ ছাড়া পৌর এলাকায় বিনা মূল্যে প্রায় ২ লাখ মাস্ক, দুই হাজার অ্যান্টিসেপটিক সাবান, এক হাজার হ্যান্ডওয়াশ, ১৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ এলাকায় হাত ধোয়ার জন্য পানির লাইনসহ বেসিন স্থাপন করা হয়েছে। গরিব ও সুস্থদের মধ্যে দুই লাখ খাবার প্যাকেট দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী উপস্থিত ছিলেন।
শতভাগ ভ্যাকসিন দেওয়া নিয়ে টাঙ্গাইলের পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন বলেন, ‘করোনার ভ্যাকসিন দেশে আসার পরেই আমরা চেষ্টা করেছি পৌর এলাকার ১৮ বছরের বেশ বয়সী সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনতে। আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গণ টিকা কার্যক্রম পরিচালনা করি। আমরা আমাদের নাগরিকদের শতভাগ ভ্যাকসিন দিতে পেরেছি।’
সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, পৌর মেয়র আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা ভ্যাকসিনসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছি।
টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের শতভাগ নাগরিককে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ দাবি করেন।
লিখিত বক্তব্যে মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, ২০২০ সালে ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, গত বছরের ৩০ জানুয়ারি পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হই। ১১ মার্চ দায়িত্ব নেওয়ার পর করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করি। পৌরসভায় মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ১৭০ জন। ইতিমধ্যে ১ লাখ ৬৪ হাজার ৩০০ মানুষকে টিকা দিওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অস্থায়ীভাবে বসবাসরত জনগণকেও করোনার টিকা দেওয়া হয়েছে। যার ফলে বলা যায় যে, পৌর এলাকায় শতভাগ করোনার টিকা দেওয়া হয়েছে।
মেয়র এ এম সিরাজগঞ্জ হক আলীর আরও বলেন, সবার সহযোগিতা ও প্রচেষ্টায় টিকা দেওয়া সম্ভব হয়েছে। যারা টিকা নিতে আগ্রহী নন তাঁদের কিছু সংখ্যক টিকা নাও পেতে পারেন। এ ছাড়া পৌর এলাকায় বিনা মূল্যে প্রায় ২ লাখ মাস্ক, দুই হাজার অ্যান্টিসেপটিক সাবান, এক হাজার হ্যান্ডওয়াশ, ১৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ এলাকায় হাত ধোয়ার জন্য পানির লাইনসহ বেসিন স্থাপন করা হয়েছে। গরিব ও সুস্থদের মধ্যে দুই লাখ খাবার প্যাকেট দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী উপস্থিত ছিলেন।
শতভাগ ভ্যাকসিন দেওয়া নিয়ে টাঙ্গাইলের পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন বলেন, ‘করোনার ভ্যাকসিন দেশে আসার পরেই আমরা চেষ্টা করেছি পৌর এলাকার ১৮ বছরের বেশ বয়সী সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনতে। আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গণ টিকা কার্যক্রম পরিচালনা করি। আমরা আমাদের নাগরিকদের শতভাগ ভ্যাকসিন দিতে পেরেছি।’
সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, পৌর মেয়র আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা ভ্যাকসিনসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে