নওগাঁ ও মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় এক মেয়েশিশুর (৬) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে জড়িত কিশোরকেও (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, শিশুটিকে কৌশলে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্ত কিশোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
ওই শিশুর বাড়ি মান্দা উপজেলায়। গত শনিবার খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মান্নান মিয়া বলেন, গত শনিবার বেলা আড়াইটার দিকে শিশুটি অন্য শিশুদের সঙ্গে একটি বাঁশঝাড়ে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর ওই বাঁশঝাড়ে কঞ্চি কাটছিল। বেলা তিনটার দিকে অন্য শিশুরা নিজ নিজ বাড়িতে চলে যায়। ওই শিশুকে কৌশলে বাঁশঝাড়ে ডেকে নেয় কিশোর। পরে তাকে ধর্ষণ করে। রক্তক্ষরণ হলে কান্নাকাটি শুরু করে, বিষয়টি বাবা-মাকে বলে দেওয়ার কথা জানায়। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে অভিযুক্ত কিশোর শিশুটির পরনের প্যান্টের কিছু অংশ ছিঁড়ে তার মুখে গুঁজে দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে বাঁশঝাড়ের ঝোপের মধ্যে বাঁশের পাতা ও কঞ্চি দিয়ে লাশ ঢেকে রাখে। শিশুটির প্যান্টের বাকি অংশ পাশের আত্রাই নদীর তীরে ফেলে দেয়।
এসপি আব্দুল মান্নান মিয়া আরও বলেন, গ্রেপ্তার কিশোরের দেওয়া তথ্যমতে, ভুক্তভোগী শিশুটির প্যান্টের ছেঁড়া অংশ আত্রাই নদীর তীর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, গাজিউর রহমান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁর মান্দায় এক মেয়েশিশুর (৬) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে জড়িত কিশোরকেও (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, শিশুটিকে কৌশলে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্ত কিশোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
ওই শিশুর বাড়ি মান্দা উপজেলায়। গত শনিবার খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মান্নান মিয়া বলেন, গত শনিবার বেলা আড়াইটার দিকে শিশুটি অন্য শিশুদের সঙ্গে একটি বাঁশঝাড়ে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর ওই বাঁশঝাড়ে কঞ্চি কাটছিল। বেলা তিনটার দিকে অন্য শিশুরা নিজ নিজ বাড়িতে চলে যায়। ওই শিশুকে কৌশলে বাঁশঝাড়ে ডেকে নেয় কিশোর। পরে তাকে ধর্ষণ করে। রক্তক্ষরণ হলে কান্নাকাটি শুরু করে, বিষয়টি বাবা-মাকে বলে দেওয়ার কথা জানায়। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে অভিযুক্ত কিশোর শিশুটির পরনের প্যান্টের কিছু অংশ ছিঁড়ে তার মুখে গুঁজে দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে বাঁশঝাড়ের ঝোপের মধ্যে বাঁশের পাতা ও কঞ্চি দিয়ে লাশ ঢেকে রাখে। শিশুটির প্যান্টের বাকি অংশ পাশের আত্রাই নদীর তীরে ফেলে দেয়।
এসপি আব্দুল মান্নান মিয়া আরও বলেন, গ্রেপ্তার কিশোরের দেওয়া তথ্যমতে, ভুক্তভোগী শিশুটির প্যান্টের ছেঁড়া অংশ আত্রাই নদীর তীর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, গাজিউর রহমান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে