নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম ও দ্বিতীয় ধাপের মতোই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার অনুষ্ঠিত এই ভোটে নীলফামারীতে এক বিজিবি সদস্য, লক্ষ্মীপুরে এক ছাত্রলীগ নেতা, নরসিংদীতে এক সিএনজি অটোরিকশা চালকসহ দুজন এবং মুন্সিগঞ্জে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া ভোটের আগের রাতে খুলনার তেরখাদায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার প্রার্থীর এক কর্মী এবং যশোরের শার্শায় নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন।
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় চারজনের প্রাণহানি হয়েছিল। দ্বিতীয় ধাপেও রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যান সাতজন।
আর দুই ধাপে ভোটের আগে–পরে এ নিহতের সংখ্যা ছিল ৪০-এর বেশি। এ অবস্থায় সংঘাতের শঙ্কা নিয়েই গতকাল রোববার তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নয়টি পৌরসভায় ভোট গ্রহণ হয় গতকাল।
এই ধাপের ভোটেও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে ইসি দাবি করেছে, এসব ঘটনায় গণমাধ্যমকর্মীসহ মাত্র ২৪ জন আহত হয়েছেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবীর খোন্দকার এই ভোটকে সহিংসতাহীন নির্বাচনের মডেল বলে দাবি করেছেন। প্রাথমিক হিসাবে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বলেও জানিয়েছেন ইসি সচিব। এ ছাড়া ভোটকেন্দ্র প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়।
ইসি সচিব ‘সহিংসতাহীন নির্বাচনের মডেল’ দাবি করলেও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবরে এই নির্বাচনে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান, কেন্দ্র দখল ও সংঘর্ষের চিত্র উঠে এসেছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত সজীব হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষে মো. রুবেল (৩৫) নামের একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। ওই ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে পরাজিত এক প্রার্থী ও তার কর্মী-সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবি জানায়। এতে বিজয়ী প্রার্থীর সমর্থক-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় এক এসে প্রিসাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়। রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় বিজিবি সদস্য মো. রুবেল ঘটনাস্থলে নিহত হন বলে জানিয়েছেন নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গণনার সময় গুলিবিদ্ধ হয়ে আরিফ মিয়া (২৪) নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে ঘটা এই সংঘর্ষে পুলিশসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া উত্তরবাখর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফরিদ মিয়া নামে একজন গুলিবিদ্ধ হন। রাতে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে ভোটের আগে শনিবার রাতে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা গ্রামে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের অতর্কিত হামলায় নৌকার প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন। নিহত বাবুল শিকদার (৪০) ওই গ্রামের সিরাজ শিকদারের ছেলে। তেরখাদা থানার ওসি মো. জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মুন্সিগঞ্জে নির্বাচনের ফল ঘোষণার পর সহিংসতার ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, চরাঞ্চলের বাংলাবাজারে শাকিল (১৭) ও পঞ্চসারে রিয়াজুল শেখ (৬০)। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনের ফল ঘোষণার পর এ ঘটনা ঘটে।
যশোরের শার্শা উপজেলায় গতকাল দিনের বেলায় যখন ভোট উৎসব চলছিল, তখন শোকের মাতম চলছিল জোহরা বেগমের বাড়িতে। ভোটের আগের রাতে নৌকার প্রার্থীর কর্মীদের হামলায় নিহত হন তাঁর ছেলে কুতুব উদ্দীন। ওই রাতে কুতুব উদ্দীন স্বতন্ত্র প্রার্থীর সাত কর্মীকে কুপিয়ে জখম করে নৌকা প্রার্থীর কর্মীরা। আহত অবস্থায় তাঁকে যশোর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।
বগুড়ার ধুনটে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক বাচ্চু (ঘোড়া প্রতীক) ও তাঁর সমর্থকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ধুনট-গোসাইবাড়ি সড়কের বড়বিলা বাজার এলাকায় কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
যশোরের বাঘারপাড়ার জহুরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাকিব (২২) নামের এক যুবককে মুমূর্ষু অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
লক্ষ্মীপুরে ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করতে গিয়ে নৌকা প্রতীকের সমর্থকেরা গাড়ি নিয়ে হানা দেন। বিষয়টি আঁচ করতে পেরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল বিজিবি সদস্যদের নিয়ে তাঁদের চ্যালেঞ্জ করেন। বিজিবির সদস্যরা গাড়িটি ঘেরাও করে তল্লাশি করলে ছয় রাউন্ড গুলিভর্তি একটি দেশি পিস্তল, চারটি চায়নিজ কুড়াল, চারটি চায়নিজ স্টিল পাইপ, দুই ডজন ককটেলসহ আটটি মোবাইল উদ্ধার করেন। এ সময় কুমিল্লার নাথেরপেটুয়া এলাকার চারজনসহ সাতজনকে আটক করেন বিজিবি সদস্যরা।
মৌলভীবাজারের কুলাউড়ায় চারটি ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে সংঘর্ষ ও উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে।
উপজেলার বরমচাল, ভূকশীমইল, ব্রাহ্মণবাজার ও কুলাউড়া সদর ইউনিয়নের সাতটি কেন্দ্রে সংঘর্ষ এবং উত্তেজনার সৃষ্টি হয়।
চট্টগ্রামের হাটহাজারীতে ১৩ ইউপি নির্বাচনে দুই-একটি ছাড়া বাকি সব কটিতে ভোটকেন্দ্র দখল, ব্যালেট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট নেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে চাপ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর। এতে রাজি না হওয়ায় হুমকিও দিয়েছেন তিনি।
এ নিয়ে কেন্দ্রে হট্টগোল হলে পুলিশ এসে আওয়ামী লীগ প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোরের লালপুরে নৌকা প্রার্থীর সমর্থকেরা জোর করে কেন্দ্রে ঢুকে ভোট কেটেছেন। গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ঘটে যাওয়া এ ঘটনায় প্রশাসন ৬৯টি অবৈধ ভোট বাতিল করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় গ্রেপ্তার একজনকে ছয় মাসের সাজা দিয়েছেন মোবাইল কোর্ট।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে এক সদস্য প্রার্থীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে নৌকার সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের উত্তেজনায় দুটি কেন্দ্রে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে হোসেনপুর ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) থাপ্পড় মারার অভিযোগে আশরাফ মন্ডল নামের এক চেয়ারম্যান প্রার্থীকে আটক করা হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রাজশাহীর মোহনপুর উপজেলার একটি কেন্দ্রে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর এজেন্টরাই নৌকার ভোট নিশ্চিত করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা ভোটারদের প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করছিলেন। দুপুরে কেন্দ্রটিতে সাংবাদিকরা গেলে ভোটাররা গোপন কক্ষে ভোট দিতে পারেন। তা-ও ব্যালট বাক্সে ঢোকানোর আগে এজেন্টদের নৌকায় সিল দেখাতে হচ্ছিল। এ সময় প্রিসাইডিং অফিসার ছিলেন অসহায়।
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুরে বুথ দখল করে একযোগে নৌকা প্রতীকে জাল ভোট দিয়েছেন নৌকা প্রার্থীর সমর্থকেরা। এ সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফেনীর ছাগলনাইয়া ও পরশুরামে ভোট শুরুর পর থেকে কয়েকটি ভোটকেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। নির্বাচনে প্রভাব বিস্তার করায় চার সদস্য প্রার্থীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। একটি কেন্দ্রে প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচনী দায়িত্ব থেকে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় ধাপের মতোই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার অনুষ্ঠিত এই ভোটে নীলফামারীতে এক বিজিবি সদস্য, লক্ষ্মীপুরে এক ছাত্রলীগ নেতা, নরসিংদীতে এক সিএনজি অটোরিকশা চালকসহ দুজন এবং মুন্সিগঞ্জে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া ভোটের আগের রাতে খুলনার তেরখাদায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার প্রার্থীর এক কর্মী এবং যশোরের শার্শায় নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন।
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় চারজনের প্রাণহানি হয়েছিল। দ্বিতীয় ধাপেও রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যান সাতজন।
আর দুই ধাপে ভোটের আগে–পরে এ নিহতের সংখ্যা ছিল ৪০-এর বেশি। এ অবস্থায় সংঘাতের শঙ্কা নিয়েই গতকাল রোববার তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নয়টি পৌরসভায় ভোট গ্রহণ হয় গতকাল।
এই ধাপের ভোটেও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে ইসি দাবি করেছে, এসব ঘটনায় গণমাধ্যমকর্মীসহ মাত্র ২৪ জন আহত হয়েছেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবীর খোন্দকার এই ভোটকে সহিংসতাহীন নির্বাচনের মডেল বলে দাবি করেছেন। প্রাথমিক হিসাবে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বলেও জানিয়েছেন ইসি সচিব। এ ছাড়া ভোটকেন্দ্র প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়।
ইসি সচিব ‘সহিংসতাহীন নির্বাচনের মডেল’ দাবি করলেও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবরে এই নির্বাচনে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান, কেন্দ্র দখল ও সংঘর্ষের চিত্র উঠে এসেছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত সজীব হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষে মো. রুবেল (৩৫) নামের একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। ওই ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে পরাজিত এক প্রার্থী ও তার কর্মী-সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবি জানায়। এতে বিজয়ী প্রার্থীর সমর্থক-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় এক এসে প্রিসাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়। রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় বিজিবি সদস্য মো. রুবেল ঘটনাস্থলে নিহত হন বলে জানিয়েছেন নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গণনার সময় গুলিবিদ্ধ হয়ে আরিফ মিয়া (২৪) নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে ঘটা এই সংঘর্ষে পুলিশসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া উত্তরবাখর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফরিদ মিয়া নামে একজন গুলিবিদ্ধ হন। রাতে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে ভোটের আগে শনিবার রাতে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা গ্রামে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের অতর্কিত হামলায় নৌকার প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন। নিহত বাবুল শিকদার (৪০) ওই গ্রামের সিরাজ শিকদারের ছেলে। তেরখাদা থানার ওসি মো. জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মুন্সিগঞ্জে নির্বাচনের ফল ঘোষণার পর সহিংসতার ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, চরাঞ্চলের বাংলাবাজারে শাকিল (১৭) ও পঞ্চসারে রিয়াজুল শেখ (৬০)। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনের ফল ঘোষণার পর এ ঘটনা ঘটে।
যশোরের শার্শা উপজেলায় গতকাল দিনের বেলায় যখন ভোট উৎসব চলছিল, তখন শোকের মাতম চলছিল জোহরা বেগমের বাড়িতে। ভোটের আগের রাতে নৌকার প্রার্থীর কর্মীদের হামলায় নিহত হন তাঁর ছেলে কুতুব উদ্দীন। ওই রাতে কুতুব উদ্দীন স্বতন্ত্র প্রার্থীর সাত কর্মীকে কুপিয়ে জখম করে নৌকা প্রার্থীর কর্মীরা। আহত অবস্থায় তাঁকে যশোর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।
বগুড়ার ধুনটে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক বাচ্চু (ঘোড়া প্রতীক) ও তাঁর সমর্থকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ধুনট-গোসাইবাড়ি সড়কের বড়বিলা বাজার এলাকায় কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
যশোরের বাঘারপাড়ার জহুরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাকিব (২২) নামের এক যুবককে মুমূর্ষু অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
লক্ষ্মীপুরে ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করতে গিয়ে নৌকা প্রতীকের সমর্থকেরা গাড়ি নিয়ে হানা দেন। বিষয়টি আঁচ করতে পেরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল বিজিবি সদস্যদের নিয়ে তাঁদের চ্যালেঞ্জ করেন। বিজিবির সদস্যরা গাড়িটি ঘেরাও করে তল্লাশি করলে ছয় রাউন্ড গুলিভর্তি একটি দেশি পিস্তল, চারটি চায়নিজ কুড়াল, চারটি চায়নিজ স্টিল পাইপ, দুই ডজন ককটেলসহ আটটি মোবাইল উদ্ধার করেন। এ সময় কুমিল্লার নাথেরপেটুয়া এলাকার চারজনসহ সাতজনকে আটক করেন বিজিবি সদস্যরা।
মৌলভীবাজারের কুলাউড়ায় চারটি ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে সংঘর্ষ ও উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে।
উপজেলার বরমচাল, ভূকশীমইল, ব্রাহ্মণবাজার ও কুলাউড়া সদর ইউনিয়নের সাতটি কেন্দ্রে সংঘর্ষ এবং উত্তেজনার সৃষ্টি হয়।
চট্টগ্রামের হাটহাজারীতে ১৩ ইউপি নির্বাচনে দুই-একটি ছাড়া বাকি সব কটিতে ভোটকেন্দ্র দখল, ব্যালেট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট নেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে চাপ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর। এতে রাজি না হওয়ায় হুমকিও দিয়েছেন তিনি।
এ নিয়ে কেন্দ্রে হট্টগোল হলে পুলিশ এসে আওয়ামী লীগ প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোরের লালপুরে নৌকা প্রার্থীর সমর্থকেরা জোর করে কেন্দ্রে ঢুকে ভোট কেটেছেন। গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ঘটে যাওয়া এ ঘটনায় প্রশাসন ৬৯টি অবৈধ ভোট বাতিল করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় গ্রেপ্তার একজনকে ছয় মাসের সাজা দিয়েছেন মোবাইল কোর্ট।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে এক সদস্য প্রার্থীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে নৌকার সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের উত্তেজনায় দুটি কেন্দ্রে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে হোসেনপুর ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) থাপ্পড় মারার অভিযোগে আশরাফ মন্ডল নামের এক চেয়ারম্যান প্রার্থীকে আটক করা হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রাজশাহীর মোহনপুর উপজেলার একটি কেন্দ্রে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর এজেন্টরাই নৌকার ভোট নিশ্চিত করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা ভোটারদের প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করছিলেন। দুপুরে কেন্দ্রটিতে সাংবাদিকরা গেলে ভোটাররা গোপন কক্ষে ভোট দিতে পারেন। তা-ও ব্যালট বাক্সে ঢোকানোর আগে এজেন্টদের নৌকায় সিল দেখাতে হচ্ছিল। এ সময় প্রিসাইডিং অফিসার ছিলেন অসহায়।
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুরে বুথ দখল করে একযোগে নৌকা প্রতীকে জাল ভোট দিয়েছেন নৌকা প্রার্থীর সমর্থকেরা। এ সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফেনীর ছাগলনাইয়া ও পরশুরামে ভোট শুরুর পর থেকে কয়েকটি ভোটকেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। নির্বাচনে প্রভাব বিস্তার করায় চার সদস্য প্রার্থীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। একটি কেন্দ্রে প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচনী দায়িত্ব থেকে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৮ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২০ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে