গঙ্গাচড়া ও তারাগঞ্জ প্রতিনিধি
গঙ্গাচড়া উপজেলার তিস্তার চরের পশ্চিম ইচলি গ্রামের বাসিন্দারা ২৫ দিন ধরে অন্ধকারে আছেন। গত ২০ অক্টোবরের আকস্মিক ঢলে দুটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় গ্রামটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এখন পর্যন্ত সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেয়নি স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে ভুতুড়ে অন্ধকারে চুরির আতঙ্কে রাত কাটছে পরিবারগুলোর।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০ অক্টোবর সন্ধ্যার আগে ভারতে বাঁধ খুলে দেওয়ায় তিস্তা নদীতে আকস্মিক ঢল দেখা দেয়। এর স্থায়িত্ব ছিল মাত্র ৩০ মিনিট। কিন্তু এই ঢলের তোড়ে চরের পশ্চিম ইচলি গ্রামের অন্তত ৪০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে।
নদীতে বসতঘর বিলীন হয় ১৮টি। পানির তোড়ে ভেসে যান গ্রামের দিনমজুর নয়া মিয়া (৬৫)। সেই সঙ্গে অনেকে গরু, ছাগল, হাঁস, মুরগি ও ধান-চাল হারান। বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক। চরের আধাপাকা আমন ধান ও মিষ্টি কুমড়ার খেত চাপা পড়ে বালুর নিচে। গ্রামে যাওয়া-আসার কাঁচা রাস্তাটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম ইচলি গ্রামটি এলোমেলো হয়ে গেছে। ইচলি জামে মসজিদের পশ্চিমে ও পূর্বে থাকা দুটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে আছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গত ২০ অক্টোবর থেকে গ্রামটি অন্ধকারে রয়েছে।
গ্রামের বাসিন্দা হাছিনুজ্জামানের অভিযোগ, স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে বারবার অভিযোগ করা হলেও খুঁটি দুটি ঠিক করে দেওয়া হয়নি। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরই গ্রামটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়। রাতে চুরির আতঙ্কে থাকেন লোকজন।
গ্রামের গৃহবধূ মোসলেমা বেগম বলেন, ‘বিদ্যুৎ নাই ২৫ দিন থাকি। ছাওয়াগুলাক কুপির আলোত নেকাপড়া করির নাগোছে। রাইত হইলে চোর ডাকাইতের ভয় নাগে।’
বিদ্যুৎ না থাকায় মাইকে আজান দেওয়া হয় না বলে জানান ইচলি জামে মসজিদের মুয়াজ্জিন বকুল হোসেন।
গ্রামের আরেক বাসিন্দা শফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে বলেন, ‘বিদ্যুৎ অফিসোত দরখাস্ত দিছি তাও কাম হওচে না। হামরা কি দ্যাশের নাগরিক নোয়াই?’
এ বিষয়ে যোগাযোগ করা হলে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জোনাল ম্যানেজার আবদুল জলিল বলেন, ‘আমাদের কাজ অব্যাহত আছে। আগামী সপ্তাহে ওই এলাকায় সংযোগ দেওয়া সম্ভব হবে।’
গঙ্গাচড়া উপজেলার তিস্তার চরের পশ্চিম ইচলি গ্রামের বাসিন্দারা ২৫ দিন ধরে অন্ধকারে আছেন। গত ২০ অক্টোবরের আকস্মিক ঢলে দুটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় গ্রামটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এখন পর্যন্ত সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেয়নি স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে ভুতুড়ে অন্ধকারে চুরির আতঙ্কে রাত কাটছে পরিবারগুলোর।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০ অক্টোবর সন্ধ্যার আগে ভারতে বাঁধ খুলে দেওয়ায় তিস্তা নদীতে আকস্মিক ঢল দেখা দেয়। এর স্থায়িত্ব ছিল মাত্র ৩০ মিনিট। কিন্তু এই ঢলের তোড়ে চরের পশ্চিম ইচলি গ্রামের অন্তত ৪০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে।
নদীতে বসতঘর বিলীন হয় ১৮টি। পানির তোড়ে ভেসে যান গ্রামের দিনমজুর নয়া মিয়া (৬৫)। সেই সঙ্গে অনেকে গরু, ছাগল, হাঁস, মুরগি ও ধান-চাল হারান। বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক। চরের আধাপাকা আমন ধান ও মিষ্টি কুমড়ার খেত চাপা পড়ে বালুর নিচে। গ্রামে যাওয়া-আসার কাঁচা রাস্তাটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম ইচলি গ্রামটি এলোমেলো হয়ে গেছে। ইচলি জামে মসজিদের পশ্চিমে ও পূর্বে থাকা দুটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে আছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গত ২০ অক্টোবর থেকে গ্রামটি অন্ধকারে রয়েছে।
গ্রামের বাসিন্দা হাছিনুজ্জামানের অভিযোগ, স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে বারবার অভিযোগ করা হলেও খুঁটি দুটি ঠিক করে দেওয়া হয়নি। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরই গ্রামটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়। রাতে চুরির আতঙ্কে থাকেন লোকজন।
গ্রামের গৃহবধূ মোসলেমা বেগম বলেন, ‘বিদ্যুৎ নাই ২৫ দিন থাকি। ছাওয়াগুলাক কুপির আলোত নেকাপড়া করির নাগোছে। রাইত হইলে চোর ডাকাইতের ভয় নাগে।’
বিদ্যুৎ না থাকায় মাইকে আজান দেওয়া হয় না বলে জানান ইচলি জামে মসজিদের মুয়াজ্জিন বকুল হোসেন।
গ্রামের আরেক বাসিন্দা শফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে বলেন, ‘বিদ্যুৎ অফিসোত দরখাস্ত দিছি তাও কাম হওচে না। হামরা কি দ্যাশের নাগরিক নোয়াই?’
এ বিষয়ে যোগাযোগ করা হলে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জোনাল ম্যানেজার আবদুল জলিল বলেন, ‘আমাদের কাজ অব্যাহত আছে। আগামী সপ্তাহে ওই এলাকায় সংযোগ দেওয়া সম্ভব হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে