নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রতিবছরের মতো এবারও খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১ জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন বেলা ১টায় ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নগরীর রূপসা নদীর ১ নম্বর ঘাট থেকে খানজাহান আলী রূপসা সেতু পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। খুলনায় এবারের এই আসর নিয়ে `ফানটাস্টিক ১৪তম নৌকাবাইচ’-এর আসর বসছে।
গত বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌকাবাইচের আয়োজক কমিটির কর্মকর্তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, রূপসা তীরের মানুষের নির্মল বিনোদনের অনুষঙ্গ নৌকাবাইচের রীতি-আচার বহু প্রাচীন। আবেগ-উত্তেজনার নৌকাবাইচ হয়ে ওঠে এই অঞ্চলের আপামর মানুষের আনন্দের খোরাক। রূপসা নদীর জলতরঙ্গের সঙ্গে খুলনাবাসীর রয়েছে গভীর মিতালি।
চিরন্তন এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এই বছরেও খুলনার রূপসা নদে আয়োজিত হতে যাচ্ছে `ফানটাস্টিক ১৪তম খুলনা নৌকাবাইচ’। এই আয়োজনের আয়োজক নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এর সঙ্গে আছে আকিজ বেকার্স লিমিটেডের বিস্কুট ব্রান্ড `ফানটাস্টিক বিস্কিট’।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সৃষ্টিলগ্ন থেকেই আকিজ গ্রুপ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখায় সবসময় আন্তরিক, আর খুলনার সঙ্গে আকিজ গ্রুপের সম্পর্কটা শুধু ব্যবসায়িক না বরং আত্মার। খুলনা যশোরের এই মাটিতে প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আকিজ বেকার লিমিটেডের চিফ মার্কেটিং কর্মকর্তা শফিকুল ইসলাম তুষার। সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রহিম প্রমুখ।
প্রতিবছরের মতো এবারও খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১ জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন বেলা ১টায় ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নগরীর রূপসা নদীর ১ নম্বর ঘাট থেকে খানজাহান আলী রূপসা সেতু পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। খুলনায় এবারের এই আসর নিয়ে `ফানটাস্টিক ১৪তম নৌকাবাইচ’-এর আসর বসছে।
গত বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌকাবাইচের আয়োজক কমিটির কর্মকর্তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, রূপসা তীরের মানুষের নির্মল বিনোদনের অনুষঙ্গ নৌকাবাইচের রীতি-আচার বহু প্রাচীন। আবেগ-উত্তেজনার নৌকাবাইচ হয়ে ওঠে এই অঞ্চলের আপামর মানুষের আনন্দের খোরাক। রূপসা নদীর জলতরঙ্গের সঙ্গে খুলনাবাসীর রয়েছে গভীর মিতালি।
চিরন্তন এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এই বছরেও খুলনার রূপসা নদে আয়োজিত হতে যাচ্ছে `ফানটাস্টিক ১৪তম খুলনা নৌকাবাইচ’। এই আয়োজনের আয়োজক নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এর সঙ্গে আছে আকিজ বেকার্স লিমিটেডের বিস্কুট ব্রান্ড `ফানটাস্টিক বিস্কিট’।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সৃষ্টিলগ্ন থেকেই আকিজ গ্রুপ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখায় সবসময় আন্তরিক, আর খুলনার সঙ্গে আকিজ গ্রুপের সম্পর্কটা শুধু ব্যবসায়িক না বরং আত্মার। খুলনা যশোরের এই মাটিতে প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আকিজ বেকার লিমিটেডের চিফ মার্কেটিং কর্মকর্তা শফিকুল ইসলাম তুষার। সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রহিম প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে