কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
শনিবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমা (৫৬)। এরপর রাত সাড়ে ১১টায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। এই হত্যাকাণ্ডের পর পুরো চিৎমরম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর টহল।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমাকে শনিবার রাতে বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায় এক দল সন্ত্রাসী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের শরীরে ৩টি গুলি লেগেছে।
এদিকে ঘটনার খবর পাওয়ার পরপরই রাতে চন্দ্রঘোনা থানা-পুলিশ এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, গতকাল রোববার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, নিহত নেথোয়াই মারমার ছেলে রাতে তাঁকে জানান, সবুজ গেঞ্জি পরিহিত ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ১১টায় তাঁদের ঘরের সামনে দরজা ভাঙার চেষ্টা করে না পেরে পেছনের রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং তাঁর বাবাকে গুলি করে পালিয়ে যায়। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে নেথোয়াই মারমার হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বেলা ১টায় কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেএসএস (সন্তু লারমা)-এর অস্ত্রধারী সন্ত্রাসী দল আসন্ন নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ-সমর্থিত ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলা করে আসছে। তারই অংশ হিসেবে চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে তাঁরা হত্যা করেছে। বক্তারা অবিলম্বে নির্বাচনের আগে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
শনিবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমা (৫৬)। এরপর রাত সাড়ে ১১টায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। এই হত্যাকাণ্ডের পর পুরো চিৎমরম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর টহল।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমাকে শনিবার রাতে বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায় এক দল সন্ত্রাসী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের শরীরে ৩টি গুলি লেগেছে।
এদিকে ঘটনার খবর পাওয়ার পরপরই রাতে চন্দ্রঘোনা থানা-পুলিশ এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, গতকাল রোববার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, নিহত নেথোয়াই মারমার ছেলে রাতে তাঁকে জানান, সবুজ গেঞ্জি পরিহিত ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ১১টায় তাঁদের ঘরের সামনে দরজা ভাঙার চেষ্টা করে না পেরে পেছনের রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং তাঁর বাবাকে গুলি করে পালিয়ে যায়। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে নেথোয়াই মারমার হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বেলা ১টায় কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেএসএস (সন্তু লারমা)-এর অস্ত্রধারী সন্ত্রাসী দল আসন্ন নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ-সমর্থিত ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলা করে আসছে। তারই অংশ হিসেবে চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে তাঁরা হত্যা করেছে। বক্তারা অবিলম্বে নির্বাচনের আগে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে