খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া গেছে। শুক্রবার রাতে ক্যান্টিনের তরকারিতে পোকা পেয়েছেন বলে জানান ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, হলের খাবারে পোকা থাকায় তৎক্ষণাৎ প্রতিবাদ করেন ওই হলের ছাত্রীরা।
রাত সাড়ে ৯ টায় রান্না করা শুঁটকি চিংড়িতে পোকা পান এক ছাত্রী। পরে তিনি অন্যান্য ছাত্রীদেরকে জানালে তারা একত্রিত হয়ে এ ঘটনার প্রতিবাদ শুরু করেন। বঙ্গমাতা হলের এক ছাত্রী জানান, রাতে হলের ক্যান্টিন থেকে রান্না করা শুঁটকি চিংড়ি কিনেছিলেন কয়েকজন ছাত্রী। খাওয়ার সময় ফার্মেসি ডিসিপ্লিনের ছাত্রী ফৌজিয়া তাবাচ্ছুম মিম্মা দেখতে পান তাতে পোকা রয়েছে।
তিনি ৭-৮টি পোকা পাওয়ার পর বিষয়টি অন্যান্য ছাত্রীদেরকে বলেন। এ সময়ে হলের সব ছাত্রী ভবনের নিচে নেমে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেন। পরে হলের প্রভোস্টসহ অন্য শিক্ষকেরা এসে ছাত্রীদের রুমে যাওয়ার অনুরোধ করেন।
ছাত্রীরা বলেন, ‘প্রভোস্টের অনুরোধে আমরা রুমে ফিরে এসেছি। তিনি বলেছেন, আমাদের ক্যান্টিনের সমস্যা অতিদ্রুত সমাধান করা হবে। সেই আশ্বাসে আমরা রুমে চলে এসেছি। নির্দিষ্ট সময়ে তা না হলে আমরা আবারও প্রতিবাদ করবো।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ বলেন, ‘অতিদ্রুত হলের ক্যান্টিন থেকে রাঁধুনি পরিবর্তন করা হবে।’ অপরদিকে হলের ছাত্রীরা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও অপরিচ্ছন্ন খাবারসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ নিয়ে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও হল কর্তৃপক্ষ তাতে সাড়া দিচ্ছেন না।’
উল্লেখ্য, খুবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলটি দীর্ঘদিন চালু হলেও সেখানে ডাইনিংয়ের কোন ব্যবস্থা নেই। ছাত্রীরা নিয়মিত হলের ক্যন্টিন থেকে খাবার কিনে খেয়ে আসছেন। ক্যান্টিনটি তদারকির দায়িত্বে রয়েছেন হল কর্তৃপক্ষ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া গেছে। শুক্রবার রাতে ক্যান্টিনের তরকারিতে পোকা পেয়েছেন বলে জানান ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, হলের খাবারে পোকা থাকায় তৎক্ষণাৎ প্রতিবাদ করেন ওই হলের ছাত্রীরা।
রাত সাড়ে ৯ টায় রান্না করা শুঁটকি চিংড়িতে পোকা পান এক ছাত্রী। পরে তিনি অন্যান্য ছাত্রীদেরকে জানালে তারা একত্রিত হয়ে এ ঘটনার প্রতিবাদ শুরু করেন। বঙ্গমাতা হলের এক ছাত্রী জানান, রাতে হলের ক্যান্টিন থেকে রান্না করা শুঁটকি চিংড়ি কিনেছিলেন কয়েকজন ছাত্রী। খাওয়ার সময় ফার্মেসি ডিসিপ্লিনের ছাত্রী ফৌজিয়া তাবাচ্ছুম মিম্মা দেখতে পান তাতে পোকা রয়েছে।
তিনি ৭-৮টি পোকা পাওয়ার পর বিষয়টি অন্যান্য ছাত্রীদেরকে বলেন। এ সময়ে হলের সব ছাত্রী ভবনের নিচে নেমে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেন। পরে হলের প্রভোস্টসহ অন্য শিক্ষকেরা এসে ছাত্রীদের রুমে যাওয়ার অনুরোধ করেন।
ছাত্রীরা বলেন, ‘প্রভোস্টের অনুরোধে আমরা রুমে ফিরে এসেছি। তিনি বলেছেন, আমাদের ক্যান্টিনের সমস্যা অতিদ্রুত সমাধান করা হবে। সেই আশ্বাসে আমরা রুমে চলে এসেছি। নির্দিষ্ট সময়ে তা না হলে আমরা আবারও প্রতিবাদ করবো।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ বলেন, ‘অতিদ্রুত হলের ক্যান্টিন থেকে রাঁধুনি পরিবর্তন করা হবে।’ অপরদিকে হলের ছাত্রীরা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও অপরিচ্ছন্ন খাবারসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ নিয়ে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও হল কর্তৃপক্ষ তাতে সাড়া দিচ্ছেন না।’
উল্লেখ্য, খুবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলটি দীর্ঘদিন চালু হলেও সেখানে ডাইনিংয়ের কোন ব্যবস্থা নেই। ছাত্রীরা নিয়মিত হলের ক্যন্টিন থেকে খাবার কিনে খেয়ে আসছেন। ক্যান্টিনটি তদারকির দায়িত্বে রয়েছেন হল কর্তৃপক্ষ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে