কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাটি ব্যবসায়ীকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার উপজেলার সিঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর পুকুরের মাটি বিক্রির চুক্তি হয় তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে জাহাঙ্গীর হোসেনের। ওই সময় টাকাও দেন তাঁদের। তবে মাটি কাটার আগেই বৃষ্টি শুরু হয়। চুক্তি অনুযায়ী, এ বছর মাটি কাটার কথা জাহাঙ্গীরের। রোববার পুকুর দেখতে আসেন তিনি। এসে দেখেন তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন ভেকু নামিয়ে পুকুরের মাটি কাটছে। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হয় উভয়ের মধ্যে। একপর্যায়ে তাঁরা জাহাঙ্গীর হোসেনকে মারতে থাকেন। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, গত বছর পুকুরের মাটি বিক্রি করার জন্য চুক্তি হয় তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে। টাকাও দেওয়া হয়। সে অনুযায়ী এ বছর মাটি কাটার কথা। রোববার পুকুর দেখতে এসে দেখি ভেকু দিয়ে পুকুরের মাটি কাটা হচ্ছে। বিষয়টি জানতে চাইলে তাঁরা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তোয়াজ উদ্দিন, তাঁর ছেলে পারভেজ, ভাতিজা রয়েলসহ কয়েকজন আমার ওপর হামলা করেন। তাঁরা পিটিয়ে আমার হাত-পা ভেঙে দেন। পরে স্থানীয়রা এসে উদ্ধার করেন।
এদিকে, পাল্টা অভিযোগ করেছেন তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন। তাঁরা বলেন, গত বছর মাটি কাটার জন্য চুক্তি হয়। এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। তাঁরা চুক্তি মোতাবেক কাজ শেষ করতে পারেননি। এতে করে আমরা দেড় লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। আর তাঁদের সঙ্গে মাটি নিয়ে কোনো চুক্তি ছিল না। চুক্তি হয়েছিল ভাটা মালিক সাত্তার মিয়ার সঙ্গে। তাঁরা আমার কাছে চাঁদা দাবি করতে এসেছিলেন। চাঁদা না পেয়ে মারতে যান। এ সময় ধস্তাধস্তিতে হাত-পা ভেঙে যেতে পারে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, দুই পক্ষ অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাটি ব্যবসায়ীকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার উপজেলার সিঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর পুকুরের মাটি বিক্রির চুক্তি হয় তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে জাহাঙ্গীর হোসেনের। ওই সময় টাকাও দেন তাঁদের। তবে মাটি কাটার আগেই বৃষ্টি শুরু হয়। চুক্তি অনুযায়ী, এ বছর মাটি কাটার কথা জাহাঙ্গীরের। রোববার পুকুর দেখতে আসেন তিনি। এসে দেখেন তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন ভেকু নামিয়ে পুকুরের মাটি কাটছে। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হয় উভয়ের মধ্যে। একপর্যায়ে তাঁরা জাহাঙ্গীর হোসেনকে মারতে থাকেন। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, গত বছর পুকুরের মাটি বিক্রি করার জন্য চুক্তি হয় তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে। টাকাও দেওয়া হয়। সে অনুযায়ী এ বছর মাটি কাটার কথা। রোববার পুকুর দেখতে এসে দেখি ভেকু দিয়ে পুকুরের মাটি কাটা হচ্ছে। বিষয়টি জানতে চাইলে তাঁরা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তোয়াজ উদ্দিন, তাঁর ছেলে পারভেজ, ভাতিজা রয়েলসহ কয়েকজন আমার ওপর হামলা করেন। তাঁরা পিটিয়ে আমার হাত-পা ভেঙে দেন। পরে স্থানীয়রা এসে উদ্ধার করেন।
এদিকে, পাল্টা অভিযোগ করেছেন তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন। তাঁরা বলেন, গত বছর মাটি কাটার জন্য চুক্তি হয়। এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। তাঁরা চুক্তি মোতাবেক কাজ শেষ করতে পারেননি। এতে করে আমরা দেড় লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। আর তাঁদের সঙ্গে মাটি নিয়ে কোনো চুক্তি ছিল না। চুক্তি হয়েছিল ভাটা মালিক সাত্তার মিয়ার সঙ্গে। তাঁরা আমার কাছে চাঁদা দাবি করতে এসেছিলেন। চাঁদা না পেয়ে মারতে যান। এ সময় ধস্তাধস্তিতে হাত-পা ভেঙে যেতে পারে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, দুই পক্ষ অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে