শখের বশে সিরিয়াস অভিনেতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ০৭: ০৪

এবার ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন আজম খান। সব নাটকে তাঁর চরিত্র বাবার। ভালোবেসেই অভিনয়টা করেন আজম খান। পেশায় তিনি একজন ব্যাংকার। প্রায় দুই যুগের ব্যাংকিং আর তিন দশকের কমিউনিকেশনের ক্যারিয়ার। এখন আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে। শখের বশে অভিনয় শুরু করলেও এখন ব্যাংকিংয়ের পর দ্বিতীয় কাজ হয়ে উঠছে অভিনয়।

আজম খান বলেন, ‘করপোরেট দুনিয়া আর অভিনয়—দুটি দুই জগৎ। অফিসের পরে নিজের একান্ত সময়, সাপ্তাহিক আর সরকারি ছুটি আবার মাঝেমধ্যে ছুটি নিয়েও অভিনয় করতে হয়। অফিস আর অভিনয় দুটোই গুরুত্ব দিয়ে করি। যেন কোনো কাজেই ক্ষতি না হয়, আবার অবহেলাও না হয়। আমার অভিনয় নিয়ে আমার মেয়ে অনন্যারও উৎসাহ আছে। অনেক সময় দেখা গেছে, ওর জন্য বরাদ্দ সময়টা অভিনয়ে দিচ্ছি। পরিবারের সমর্থন পাই। বন্ধু, সহকর্মী, মিডিয়ার সহকর্মীরাও উৎসাহ দেন।’

প্রথম অভিনয়ের স্মৃতি হাতড়ে আজম খান জানালেন, ‘ব্যাংকার হিসেবে টিভির টক শোতে অংশ নিয়েছিলাম। একদিন গল্পের ছলে এটিএন বাংলার চন্দন সিনহাকে বললাম, সুযোগ পেলে অভিনয় করতে চাই। তিনি সিরিয়াসভাবে নিলেন কথাটা। কিছুদিন পর পরিচয় করিয়ে দিলেন কয়েকজন গুণী নির্মাতার সঙ্গে। একই চ্যানেলের মীর মোতাহার হাসান ভাই পরিচয় করিয়ে দিলেন এফ কিউ পিটারের সঙ্গে। তিনিই প্রথম “দ্য হিরো” নাটকে সুযোগ দিলেন।’

প্রথম দিনের শুটিংয়ে মাকে হারিয়েছেন আজম খান। দুঃখভারাক্রান্ত কণ্ঠে বললেন, ‘মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সকালেও তাঁকে দেখে জীবনে প্রথম নাটকে অভিনয় করতে এলাম। শুটিংয়ে এসে খবর পেলাম মা কোমায়। সেখান থেকে ফিরে আর মাকে পেলাম না। এটা কষ্টের একটা স্মৃতি। আমি অভিনয় করলাম, মা দেখে যেতে পারলেন না।’

এখন পর্যন্ত তিন শতাধিক কাজ করেছেন। একক নাটক-টেলিফিল্ম, ধারাবাহিক মিলিয়ে। মডেল হয়েছেন মিউজিক ভিডিওর। নানা চরিত্রে অভিনয় করলেও বাবার চরিত্রই করেছেন বেশি। আজম খান বলেন, ‘বাবা চরিত্রটাই আমাকে বেশি টানে। ওখানে পার্সোনাল টাচটা থাকে। তবে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। তাহলেই নিজের অভিনয়সত্তার সঠিক চর্চা হবে বলে মনে হয়।’ আশির দশক থেকে শুরু করে ইতিমধ্যে প্রায় সব প্রজন্মের অভিনয়শিল্পীর সঙ্গেই অভিনয় করেছেন তিনি।

বড় পর্দায়ও অভিষেক হয়েছে আজম খানের। গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ তাঁর প্রথম অভিনীত সিনেমা। তাঁর অভিনীত আটটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত