হোমনা প্রতিনিধি
হোমনায় ইউরিয়া সার খেয়ে একটি ষাঁড় ও তিনটি গাভির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টা থেকে রাত ১১টার মধ্যে উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলো মো. মোশারফ হোসেনের। তাঁর গোয়ালঘরেই গরুগুলোর মৃত্যু হয়।
এতে মো. মোশারফ হোসেনের সব স্বপ্নও যেন চুরমার হয়ে গেছে। তিনিসহ স্ত্রী-সন্তানের কান্নায় পরিবেশ ভারী হয়ে গেছে। তাঁদের সান্ত্বনা দিতে প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন।
জানা গেছে, গত শনিবার বিকেলে হোমনা বাজার থেকে মো. মোশারফ হোসেন তাঁর ইরি-বোরো ধান খেতের জন্য পাঁচ কেজি ইউরিয়া সার এবং পালিত গাভি ও ষাঁড়ের জন্য পাঁচ কেজি ভুসি কেনেন। পরে পলিথিনে মোড়ানো সারগুলো ভুসির ব্যাগে করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে ব্যাগ খুলে দেখেন পলিথিন ছিঁড়ে ভুসির সঙ্গে সার মিশে গেছে। এরপর তিনি চালনি দিয়ে ভুসি থেকে সার আলাদা করার চেষ্টা করেও ব্যর্থ হন।
কিন্তু এত পরিমাণ ভুসি ফেলে দিতে মন সায় না দেওয়ায় ওইসব-ই সন্ধ্যায় গরুকে পানির সঙ্গে মিশিয়ে খাওয়ান। এর কিছুক্ষণ পরে রাত আটটার দিকে একটি গর্ভবতী গাভি ছটফট করে মারা যায়। এর আধা ঘণ্টা পরে আরেকটি গর্ভবতী গাভি মারা যায়। পরে রাত ১০টার দিকে দুধেল আরেকটি গাভি এবং সর্বশেষ রাত ১১টার দিকে একটি ষাঁড় মারা যায়।
মো. মোশারফ হোসেন বিলাপ করতে করতে বলেন, ‘আমি সামান্য লোভে পরে নিজের হাতে আমার সন্তানতুল্য গরুগুলোকে খুন করলাম। আমি যদি সার মেশানো ভুসিগুলো না খাওয়াতাম তাহলে এ মর্মান্তিক ঘটনা ঘটত না।’
স্থানীয় বাসিন্দা মো. জজ মিয়া বলেন, ‘শত শত মানুষের সামনে গরুগুলো মারা গেল। সবাই শুধু চেয়ে চেয়ে দেখলাম। কারওই কিছু করার ছিল না।’
জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘গরুকে সরাসরি ইউরিয়া সার খাওয়ানো যাবে না। সরাসরি খাওয়ানোয় গরুগুলো সহ্য করতে না পেরে মারা গেছে।’
হোমনায় ইউরিয়া সার খেয়ে একটি ষাঁড় ও তিনটি গাভির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টা থেকে রাত ১১টার মধ্যে উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলো মো. মোশারফ হোসেনের। তাঁর গোয়ালঘরেই গরুগুলোর মৃত্যু হয়।
এতে মো. মোশারফ হোসেনের সব স্বপ্নও যেন চুরমার হয়ে গেছে। তিনিসহ স্ত্রী-সন্তানের কান্নায় পরিবেশ ভারী হয়ে গেছে। তাঁদের সান্ত্বনা দিতে প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন।
জানা গেছে, গত শনিবার বিকেলে হোমনা বাজার থেকে মো. মোশারফ হোসেন তাঁর ইরি-বোরো ধান খেতের জন্য পাঁচ কেজি ইউরিয়া সার এবং পালিত গাভি ও ষাঁড়ের জন্য পাঁচ কেজি ভুসি কেনেন। পরে পলিথিনে মোড়ানো সারগুলো ভুসির ব্যাগে করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে ব্যাগ খুলে দেখেন পলিথিন ছিঁড়ে ভুসির সঙ্গে সার মিশে গেছে। এরপর তিনি চালনি দিয়ে ভুসি থেকে সার আলাদা করার চেষ্টা করেও ব্যর্থ হন।
কিন্তু এত পরিমাণ ভুসি ফেলে দিতে মন সায় না দেওয়ায় ওইসব-ই সন্ধ্যায় গরুকে পানির সঙ্গে মিশিয়ে খাওয়ান। এর কিছুক্ষণ পরে রাত আটটার দিকে একটি গর্ভবতী গাভি ছটফট করে মারা যায়। এর আধা ঘণ্টা পরে আরেকটি গর্ভবতী গাভি মারা যায়। পরে রাত ১০টার দিকে দুধেল আরেকটি গাভি এবং সর্বশেষ রাত ১১টার দিকে একটি ষাঁড় মারা যায়।
মো. মোশারফ হোসেন বিলাপ করতে করতে বলেন, ‘আমি সামান্য লোভে পরে নিজের হাতে আমার সন্তানতুল্য গরুগুলোকে খুন করলাম। আমি যদি সার মেশানো ভুসিগুলো না খাওয়াতাম তাহলে এ মর্মান্তিক ঘটনা ঘটত না।’
স্থানীয় বাসিন্দা মো. জজ মিয়া বলেন, ‘শত শত মানুষের সামনে গরুগুলো মারা গেল। সবাই শুধু চেয়ে চেয়ে দেখলাম। কারওই কিছু করার ছিল না।’
জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘গরুকে সরাসরি ইউরিয়া সার খাওয়ানো যাবে না। সরাসরি খাওয়ানোয় গরুগুলো সহ্য করতে না পেরে মারা গেছে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৯ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১১ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে