নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রানু ভেরোনিকা কস্তাকে দিয়ে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় দেশে টিকাদান কার্যক্রম। টিকাসংকটে কয়েক মাস স্থবিরতা দেখা দিলেও জুন থেকে চলছে পুরোদমে। বিশেষ করে দুই দফা গণটিকায় ১ কোটি ২০ লাখের বেশি মানুষকে দুই দিনে টিকার আওতায় আনায় জটিলতা কেটেছে অনেকটা। একই সঙ্গে নিয়মিত টিকাদানেও গতি আসায় শুধু নভেম্বরেই টিকা পেয়েছেন প্রায় ৩ কোটি মানুষ।
যদিও নিবন্ধনের মাধ্যমে টিকা পাওয়ার হার এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। সরকারের দেওয়া তথ্যানুযায়ী, ৫ ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ৪২ দশমিক ৯৯ শতাংশ মানুষ প্রথম ডোজের টিকা পেলেও দ্বিতীয় ডোজ পেয়েছেন অর্ধেকের কিছু বেশি–২৭ দশমিক ১৮ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে নিবন্ধিতদের টিকা নিশ্চিত করতে হবে। নিবন্ধন করেও যেন কাউকে টিকার অপেক্ষায় থাকতে না-হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্যানুযায়ী, নভেম্বরে টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেন ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।
সেখানে টিকা পেয়েছেন দ্বিগুণের বেশি। এই মাসে দেশব্যাপী গণটিকা না-হলেও স্কুলশিক্ষার্থী, বস্তিবাসী ও ঢাকার দুই সিটি করপোরেশনে কয়েক দিন বিশেষ ক্যাম্পেইন করায় টিকা নেওয়ার হার বেড়েছে। ফলে শুধু নভেম্বরেই দেশে টিকা পেয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৪১২ জন। তবে প্রথম ডোজের তুলনায় অনেক কম দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৭৮ হাজার ৮৯১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮০ লাখ ৩০ হাজার ৫২১ জন। গতকাল রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবসের আলোচনা সভায় এ এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, কেনা ও উপহার মিলিয়ে ৩১ কোটি ৫৩ লাখ ৫৭ হাজার ১০ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এখন পর্যন্ত পাওয়া টিকার মধ্যে ৩৪ শতাংশই বিভিন্ন দেশ থেকে কেনা। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে কেনা ৩৩ ভাগ, একই মাধ্যমে অনুদান হিসেবে ২৮ ভাগ এবং বিভিন্ন দেশ থেকে এসেছে ৫ ভাগ টিকা। এসব টিকার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভারতের সেরাম উৎপাদিত কোভিশিল্ডের টিকা এসেছে ২০ ভাগ, সিনোফার্ম ৩৬ ভাগ, সিনোভ্যাক ২৫ ভাগ, ফাইজার ১৪ ভাগ এবং মডার্না ৫ ভাগ।
স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘আমরা চাই, ডিসেম্বরের মধ্যেই অর্ধেক মানুষের টিকা নিশ্চিত করতে। এ জন্য হাসপাতালের পাশাপাশি সারা দেশের প্রায় সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকও ব্যবহার করা হচ্ছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশের সব মানুষকে টিকার আওতায় আনা হবে।’
রানু ভেরোনিকা কস্তাকে দিয়ে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় দেশে টিকাদান কার্যক্রম। টিকাসংকটে কয়েক মাস স্থবিরতা দেখা দিলেও জুন থেকে চলছে পুরোদমে। বিশেষ করে দুই দফা গণটিকায় ১ কোটি ২০ লাখের বেশি মানুষকে দুই দিনে টিকার আওতায় আনায় জটিলতা কেটেছে অনেকটা। একই সঙ্গে নিয়মিত টিকাদানেও গতি আসায় শুধু নভেম্বরেই টিকা পেয়েছেন প্রায় ৩ কোটি মানুষ।
যদিও নিবন্ধনের মাধ্যমে টিকা পাওয়ার হার এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। সরকারের দেওয়া তথ্যানুযায়ী, ৫ ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ৪২ দশমিক ৯৯ শতাংশ মানুষ প্রথম ডোজের টিকা পেলেও দ্বিতীয় ডোজ পেয়েছেন অর্ধেকের কিছু বেশি–২৭ দশমিক ১৮ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে নিবন্ধিতদের টিকা নিশ্চিত করতে হবে। নিবন্ধন করেও যেন কাউকে টিকার অপেক্ষায় থাকতে না-হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্যানুযায়ী, নভেম্বরে টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেন ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।
সেখানে টিকা পেয়েছেন দ্বিগুণের বেশি। এই মাসে দেশব্যাপী গণটিকা না-হলেও স্কুলশিক্ষার্থী, বস্তিবাসী ও ঢাকার দুই সিটি করপোরেশনে কয়েক দিন বিশেষ ক্যাম্পেইন করায় টিকা নেওয়ার হার বেড়েছে। ফলে শুধু নভেম্বরেই দেশে টিকা পেয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৪১২ জন। তবে প্রথম ডোজের তুলনায় অনেক কম দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৭৮ হাজার ৮৯১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮০ লাখ ৩০ হাজার ৫২১ জন। গতকাল রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবসের আলোচনা সভায় এ এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, কেনা ও উপহার মিলিয়ে ৩১ কোটি ৫৩ লাখ ৫৭ হাজার ১০ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এখন পর্যন্ত পাওয়া টিকার মধ্যে ৩৪ শতাংশই বিভিন্ন দেশ থেকে কেনা। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে কেনা ৩৩ ভাগ, একই মাধ্যমে অনুদান হিসেবে ২৮ ভাগ এবং বিভিন্ন দেশ থেকে এসেছে ৫ ভাগ টিকা। এসব টিকার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভারতের সেরাম উৎপাদিত কোভিশিল্ডের টিকা এসেছে ২০ ভাগ, সিনোফার্ম ৩৬ ভাগ, সিনোভ্যাক ২৫ ভাগ, ফাইজার ১৪ ভাগ এবং মডার্না ৫ ভাগ।
স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘আমরা চাই, ডিসেম্বরের মধ্যেই অর্ধেক মানুষের টিকা নিশ্চিত করতে। এ জন্য হাসপাতালের পাশাপাশি সারা দেশের প্রায় সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকও ব্যবহার করা হচ্ছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশের সব মানুষকে টিকার আওতায় আনা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে