সিরাজগঞ্জ প্রতিনিধি
ভোটের ফলাফল ঘোষণার সময় বলা হয়, তিনি এত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অমুক পেয়েছেন এত ভোট। কিন্তু সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনের ফলাফলে ‘নিকটতম’ প্রতিদ্বন্দ্বীকে মোটেও নিকটতম বলা যাচ্ছে না। ভোটে বিজয়ী আর পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান বরং যোজন যোজন।
এই উপনির্বাচনে ভোট নেওয়া হয় গত মঙ্গলবার। ওই দিন রাতেই জানা যায় ফলাফল। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতা। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫৩৫ ভোট। অর্থাৎ লাঙ্গলের চেয়ে ২০৬ গুণের বেশি ভোট পড়েছে নৌকায়।
এই ভোটে লড়েছেন আরও এক প্রার্থী। তাঁর নাম হুমায়ূন কবির। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৩৪৩ ভোট। অর্থাৎ বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ৩২২ গুণ।
বিজয়ী প্রার্থী মেরিনা জাহান এই আসনের ভোটার নন। তাই নিজের ভোটটি নিজেকে না দিতে পেরে আক্ষেপ আছে তাঁর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকার গুলশানের ভোটার। এ জন্য শাহজাদপুরে ভোট দিতে পারলাম না। তবে ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছি।’ তিনি ভোট দিতে পারলে নিকটতমের সঙ্গে তাঁর ব্যবধানটা অবশ্যই বাড়ত।
আক্ষেপ আছে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেনেরও। আক্ষেপের সঙ্গে আছে অভিযোগও। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৯০০ জন এজেন্ট দিয়েছিলাম। এজেন্টদের ভোটই পাইনি, জনগণের ভোট কীভাবে পাব। ইভিএম মেশিনে আমার ভোটারদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগের এজেন্টরা নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। আমি নিজের গ্রামের কেন্দ্রে ভোট পেয়েছি মাত্র ৮টি।’ এটি তাঁর আক্ষেপ নাকি অভিযোগ, বোঝা কঠিন।
নৌকার প্রার্থীর সঙ্গে যাঁর ভোটের ব্যবধান ৩২২ গুণের বেশি, মোটরগাড়ির সওয়ার সেই হুমায়ুন কবির এ বিষয়ে আর কথা বলতে চাননি।
ভোটের ফলাফল ঘোষণার সময় বলা হয়, তিনি এত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অমুক পেয়েছেন এত ভোট। কিন্তু সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনের ফলাফলে ‘নিকটতম’ প্রতিদ্বন্দ্বীকে মোটেও নিকটতম বলা যাচ্ছে না। ভোটে বিজয়ী আর পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান বরং যোজন যোজন।
এই উপনির্বাচনে ভোট নেওয়া হয় গত মঙ্গলবার। ওই দিন রাতেই জানা যায় ফলাফল। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতা। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫৩৫ ভোট। অর্থাৎ লাঙ্গলের চেয়ে ২০৬ গুণের বেশি ভোট পড়েছে নৌকায়।
এই ভোটে লড়েছেন আরও এক প্রার্থী। তাঁর নাম হুমায়ূন কবির। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৩৪৩ ভোট। অর্থাৎ বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ৩২২ গুণ।
বিজয়ী প্রার্থী মেরিনা জাহান এই আসনের ভোটার নন। তাই নিজের ভোটটি নিজেকে না দিতে পেরে আক্ষেপ আছে তাঁর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকার গুলশানের ভোটার। এ জন্য শাহজাদপুরে ভোট দিতে পারলাম না। তবে ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছি।’ তিনি ভোট দিতে পারলে নিকটতমের সঙ্গে তাঁর ব্যবধানটা অবশ্যই বাড়ত।
আক্ষেপ আছে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেনেরও। আক্ষেপের সঙ্গে আছে অভিযোগও। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৯০০ জন এজেন্ট দিয়েছিলাম। এজেন্টদের ভোটই পাইনি, জনগণের ভোট কীভাবে পাব। ইভিএম মেশিনে আমার ভোটারদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগের এজেন্টরা নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। আমি নিজের গ্রামের কেন্দ্রে ভোট পেয়েছি মাত্র ৮টি।’ এটি তাঁর আক্ষেপ নাকি অভিযোগ, বোঝা কঠিন।
নৌকার প্রার্থীর সঙ্গে যাঁর ভোটের ব্যবধান ৩২২ গুণের বেশি, মোটরগাড়ির সওয়ার সেই হুমায়ুন কবির এ বিষয়ে আর কথা বলতে চাননি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে