আনোয়ার হোসেন, মনিরামপুর
যশোরের মনিরামপুরের কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য নিখিল চন্দ্র দাস। এবারও নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছেন তিনি। এ ইউপি সদস্যের বাবা নিবারন চন্দ্র দাস ইউনিয়নের শিরালী মৌজায় ভূমিহীনদের জন্য নির্মিত একটি ঘর পেয়েছেন। ৮ মাস আগে ঘর বুঝে পেলেও এখন পর্যন্ত সেই ঘরে ওঠেননি নিবারণ। ইত্যা ঋষিপল্লিতে নিজ ভিটায় থাকছেন তিনি। ভূমিহীন দেখিয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্পের নেওয়া তাঁর ঘরটি খালি পড়ে আছে।
শুধু নিবারনের ঘর নয় শিরালী আশ্রয়ণ প্রকল্পের ৩৭টি ঘরের মধ্যে এমন ১০টি ঘর খালি পড়ে আছে।
এসব ঘরের মালিককে ‘ভূমিহীন, থাকার ঘর নেই’–সরকারকে এমন ব্যক্তি হিসেবে দেখিয়ে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা বাস করছেন নিজের অথবা পৈতৃক ভিটায়।
যারা এখনো ঘরে ওঠেনি তাঁরা হলেন ইত্যা গ্রামের শাহীন হোসেন, আলমগীর হোসেন, আব্দুল হাই, নিবারণ দাস, তিলক দাস ও উজ্জ্বল দাস, কাশিমনগর গ্রামের জবেদা বেগম, সুন্দ্রা গ্রামের আমিনুর রহমান, নাঁদড়া গ্রামের আলমগীর হোসেন এবং শিরালী গ্রামের শামীম হোসেন।
গত বুধবার সরেজমিন আশ্রয়ণ প্রতিটিতে গিয়ে ১০টি ঘর খালি পড়ে থাকতে দেখা গেছে। ঘরগুলোতে কেউ বসবাস না করায় ওই পল্লির বাসিন্দারা দরজার পাশে ক্রস চিহ্ন দিয়ে রেখেছেন।
শিরালী প্রকল্পের বাসিন্দা সাগর হোসেন বলেন, ‘ঘর বিতরণের সময় প্রকৃত ভূমিহীন দেখে দেওয়া হয়নি। ঋষিপল্লির নিখিল মেম্বারের বাবা ঘর পেয়েছেন। তিনি এখানে এক দিনও আসেননি। এ প্রকল্পের ১০-১১টি ঘর খালি পড়ে আছে। ঘরগুলো দখলে রাখার জন্য কোনো কোনো মালিক সপ্তাহে বা মাসে একদিন করে এসে দেখে যান।’
জানতে চাইলে ইউপি সদস্য নিখিলচন্দ্র বলেন, ‘আমাদের ভিটা বাড়িতে বাবা থাকেন। উনি সরকারি ঘরে যাবেন না।’
মনিরামপুরে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় ভূমিহীনদের জন্য তিন শতাধিক ঘর নির্মিত হয়েছে। যার মধ্যে কাশিমনগর ইউনিয়নের শিরালীতে রয়েছে ৩৭টি ঘর। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদন্ত করে ঘরগুলো বিতরণ করা হয়নি। ফলে ভূমিহীন নয় এমন অনেক সচ্ছল ব্যক্তি আশ্রয়ণের ঘর পেয়েছেন। নিজ ভিটা ছেড়ে না আসায় এ সব ব্যক্তি দখলে থাকা ঘরগুলো খালি পড়ে আছে।
শিরালী আশ্রয়ণ পল্লির বাসিন্দারা বলছেন, যারা ঘরে উঠছেন না তাঁদের তালিকা করে ইউএনও অফিসে জমা দিয়েছি। ঘরগুলো বাতিল করে প্রকৃত পাওয়ার যোগ্যদের দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছে।
এসব বিষয়ে জানতে চাইলে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি।
এ দিকে শিরালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নিরাপদ পানির সংকটে রয়েছেন বলে জানিয়েছেন। দুই মাস আগে ওই পল্লিতে চারটি আর্সেনিকমুক্ত টিউবওয়েলের পাইপ স্থাপন করা হয়েছে। কিন্তু এখনো মাথা লাগানো হয়নি। ফলে দূর-দুরন্ত থেকে পানি এনে তাঁদের পান করতে হচ্ছে।
এ পল্লিতে ঘর নির্মাণের সময় দুটি অগভীর টিউবওয়েল বসানো হয়েছিল। যা ২৫-২৭টি পরিবারের ব্যবহারের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা।
মনিরামপুর জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত বলেন, ‘নলকূপ স্থাপন না হওয়ার বিষয়টি আমি জানি। বাইরের ঠিকাদার হওয়ায় তাঁকে ধরা যাচ্ছে না। আগামী ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ঠিকাদারকে সব নলকূপ স্থাপন করে দেওয়ার জন্য বলা হয়েছে। তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের মনিরামপুরের কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য নিখিল চন্দ্র দাস। এবারও নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছেন তিনি। এ ইউপি সদস্যের বাবা নিবারন চন্দ্র দাস ইউনিয়নের শিরালী মৌজায় ভূমিহীনদের জন্য নির্মিত একটি ঘর পেয়েছেন। ৮ মাস আগে ঘর বুঝে পেলেও এখন পর্যন্ত সেই ঘরে ওঠেননি নিবারণ। ইত্যা ঋষিপল্লিতে নিজ ভিটায় থাকছেন তিনি। ভূমিহীন দেখিয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্পের নেওয়া তাঁর ঘরটি খালি পড়ে আছে।
শুধু নিবারনের ঘর নয় শিরালী আশ্রয়ণ প্রকল্পের ৩৭টি ঘরের মধ্যে এমন ১০টি ঘর খালি পড়ে আছে।
এসব ঘরের মালিককে ‘ভূমিহীন, থাকার ঘর নেই’–সরকারকে এমন ব্যক্তি হিসেবে দেখিয়ে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা বাস করছেন নিজের অথবা পৈতৃক ভিটায়।
যারা এখনো ঘরে ওঠেনি তাঁরা হলেন ইত্যা গ্রামের শাহীন হোসেন, আলমগীর হোসেন, আব্দুল হাই, নিবারণ দাস, তিলক দাস ও উজ্জ্বল দাস, কাশিমনগর গ্রামের জবেদা বেগম, সুন্দ্রা গ্রামের আমিনুর রহমান, নাঁদড়া গ্রামের আলমগীর হোসেন এবং শিরালী গ্রামের শামীম হোসেন।
গত বুধবার সরেজমিন আশ্রয়ণ প্রতিটিতে গিয়ে ১০টি ঘর খালি পড়ে থাকতে দেখা গেছে। ঘরগুলোতে কেউ বসবাস না করায় ওই পল্লির বাসিন্দারা দরজার পাশে ক্রস চিহ্ন দিয়ে রেখেছেন।
শিরালী প্রকল্পের বাসিন্দা সাগর হোসেন বলেন, ‘ঘর বিতরণের সময় প্রকৃত ভূমিহীন দেখে দেওয়া হয়নি। ঋষিপল্লির নিখিল মেম্বারের বাবা ঘর পেয়েছেন। তিনি এখানে এক দিনও আসেননি। এ প্রকল্পের ১০-১১টি ঘর খালি পড়ে আছে। ঘরগুলো দখলে রাখার জন্য কোনো কোনো মালিক সপ্তাহে বা মাসে একদিন করে এসে দেখে যান।’
জানতে চাইলে ইউপি সদস্য নিখিলচন্দ্র বলেন, ‘আমাদের ভিটা বাড়িতে বাবা থাকেন। উনি সরকারি ঘরে যাবেন না।’
মনিরামপুরে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় ভূমিহীনদের জন্য তিন শতাধিক ঘর নির্মিত হয়েছে। যার মধ্যে কাশিমনগর ইউনিয়নের শিরালীতে রয়েছে ৩৭টি ঘর। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদন্ত করে ঘরগুলো বিতরণ করা হয়নি। ফলে ভূমিহীন নয় এমন অনেক সচ্ছল ব্যক্তি আশ্রয়ণের ঘর পেয়েছেন। নিজ ভিটা ছেড়ে না আসায় এ সব ব্যক্তি দখলে থাকা ঘরগুলো খালি পড়ে আছে।
শিরালী আশ্রয়ণ পল্লির বাসিন্দারা বলছেন, যারা ঘরে উঠছেন না তাঁদের তালিকা করে ইউএনও অফিসে জমা দিয়েছি। ঘরগুলো বাতিল করে প্রকৃত পাওয়ার যোগ্যদের দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছে।
এসব বিষয়ে জানতে চাইলে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি।
এ দিকে শিরালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নিরাপদ পানির সংকটে রয়েছেন বলে জানিয়েছেন। দুই মাস আগে ওই পল্লিতে চারটি আর্সেনিকমুক্ত টিউবওয়েলের পাইপ স্থাপন করা হয়েছে। কিন্তু এখনো মাথা লাগানো হয়নি। ফলে দূর-দুরন্ত থেকে পানি এনে তাঁদের পান করতে হচ্ছে।
এ পল্লিতে ঘর নির্মাণের সময় দুটি অগভীর টিউবওয়েল বসানো হয়েছিল। যা ২৫-২৭টি পরিবারের ব্যবহারের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা।
মনিরামপুর জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত বলেন, ‘নলকূপ স্থাপন না হওয়ার বিষয়টি আমি জানি। বাইরের ঠিকাদার হওয়ায় তাঁকে ধরা যাচ্ছে না। আগামী ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ঠিকাদারকে সব নলকূপ স্থাপন করে দেওয়ার জন্য বলা হয়েছে। তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে