সুনামগঞ্জ প্রতিনিধি
‘১৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই পাহাড়ি ঢল আসতে শুরু করে। তখনো ভাবিনি ঘরে পানি উঠবে। কারণটাও ছিল সহজ—বন্যা প্রতিবছরই হয়। তবে বাড়িতে এমনকি বাড়ির উঠানেও পানি আসে না। সেই ভাবনা থেকেই পরিবার নিয়ে বসেছিলাম বাড়িতেই। তবে এতটা যে পানি হবে, সেটা ভাবিনি। পানি বাড়ছিল হু হু করে। ক্ষণিকের মধ্যে ঘরের ভেতর কোমর পর্যন্ত পানি। কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না।’
সুনামগঞ্জ সদর উপজেলার গুদারগাঁও গ্রামের নুরুল হক এভাবেই বর্ণনা দেন পাহাড়ি ঢলে সৃষ্ট চলমান বন্যার। নুরুল হক বলেন, ‘আমার বাড়ির পাশাপাশি দেখলাম সবার বাড়িতেই পানি। তখন গেলাম একজনের বাড়িতে। সেখানেও গিয়ে দেখি তিল ঠাঁই নাই। সবাই আশ্রয় নিয়েছেন সেখানে। তারপর বাধ্য হয়ে খড়ের টিলার ওপর তুললাম বাচ্চাদের। খড়ের টিলায় তিন দিন থাকলাম কোনো রকম খাবার না খেয়েই। তিন দিন পর ঘরের ভেতর হাঁটু পর্যন্ত পানি ছিল। তারপর আমরা ঘরে উঠলাম।’
তিনি বলেন, ‘ঘরের ভেতর ঢুকেই দেখি আমার প্রায় ১০০ মণ ধান আর ঘরের মূল্যবান জিনিসপত্র সব ভাসিয়ে নিয়ে গেছে বন্যায়।’
পৌর শহরের তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা ইয়াকুব উল্লাহ জানান, আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে শহরের জয়নাল আবেদীন মার্কেটের দোতলার ছাদে আশ্রয় নিয়েছিলেন কোনো রকমে। স্ত্রী, দুই সন্তান, মা-বাবা ও বড় ভাইয়ের পরিবার নিয়ে চরম দুর্ভোগের সেই বর্ণনা দিয়ে ইয়াকুব বলেন, ‘১৭ জুন রাত ৩টার দিকে বাসার ভেতর পানি ঢুকতে শুরু করে। পানি যখন কোমর পর্যন্ত তখন আর ঘরে থাকার মতো অবস্থা ছিল না। সবাইকে নিয়ে অসহায়ের মতো বের হয়ে গেলাম। এখানে-ওখানে কোনো জায়গাতেই ঠাঁই ছিল না। কোনো নৌকা বা কোনো ধরনের বাহন পেলাম না। তিনটি আশ্রয়কেন্দ্রে গিয়েও কোনো জায়গা পেলাম না। শেষ পর্যন্ত আমার দোকানের ছাদের ওপর কোনো রকম একটু জায়গায় আশ্রয় নেই।’ তিনি বলেন, ‘সেই কথা মনে হলে নিজেকে বড় অসহায় লাগে।’
শুধু ইয়াকুব আর নুরুল হকই নয়। তাঁদের মতো হাজারো মানুষ। উচ্চবিত্ত-নিম্নবিত্ত সব শ্রেণির মানুষই অসহায় হয়ে পড়ে বানের পানির কাছে। সুনামগঞ্জ পৌর শহরের শুকনো একটু জায়গা ছিল। পুরো শহরই পানিতে তলিয়ে গেছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবনসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনের নিচতলাও ডুবে যায় পানিতে। ১৬ থেকে ১৯ জুন ছিল এখানকার মানুষের জন্য অসহায়ত্বের একেকটি দিন।
এদিকে বন্যায় নাকাল হয়ে পড়ে সুনামগঞ্জবাসী। পুরো শহরের কোথাও নেই বিদ্যুৎ, মোবাইল ফোনের সংযোগ, নেই কোনো ধরনের যানবাহন। শহরের মধ্যে যে কয়টা নৌকা চলছিল, তার ভাড়াও ছিল অনেকের সাধ্যের বাইরে। অনেকের পকেটে টাকা থাকলেও ছিল না খাবার। রান্নাঘর ডুবে যাওয়ায় অনেকেরই রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। সব মিলিয়ে বলা যায় সুনামগঞ্জ শহর ছিল নীরব-নিস্তব্ধ।
সুনামগঞ্জ শহরের চলমান বন্যায় সেই বিভীষিকাময় চার দিনের কথা মনে করেই অনেকে এখনো শিউরে ওঠেন।
বন্যার দুর্বিষহ মুহূর্তকে স্মরণ করে শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার ফাহমিনা আক্তার বলেন, ‘আমি ১৬ জুন সন্ধ্যায় ঘরে বসে টিভি দেখছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল মুষলধারে। পানি আসবে এমনটা কল্পনাও করতে পারিনি। হঠাৎ করেই শোঁ শোঁ শব্দ করে ঢেউ আসতে শুরু করে। মুহূর্তেই ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। আমি আমার শাশুড়িকে নিয়ে যা পারলাম ঘরের জিনিস ওপরে তোলার চেষ্টা করছিলাম। ১৫ মিনিটের মধ্যেই দেখি ঘরে কোমর পানি। তখন সবাইকে নিয়ে বের হয়ে গেলাম পার্শ্ববর্তী একটি দ্বিতল ভবনে। সেখানেই আশ্রয় নেই আমরা। এখন পর্যন্ত আমার মাথায় সেদিনের ভয়াবহতা চোখের সামনে ভাসছে।’
‘১৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই পাহাড়ি ঢল আসতে শুরু করে। তখনো ভাবিনি ঘরে পানি উঠবে। কারণটাও ছিল সহজ—বন্যা প্রতিবছরই হয়। তবে বাড়িতে এমনকি বাড়ির উঠানেও পানি আসে না। সেই ভাবনা থেকেই পরিবার নিয়ে বসেছিলাম বাড়িতেই। তবে এতটা যে পানি হবে, সেটা ভাবিনি। পানি বাড়ছিল হু হু করে। ক্ষণিকের মধ্যে ঘরের ভেতর কোমর পর্যন্ত পানি। কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না।’
সুনামগঞ্জ সদর উপজেলার গুদারগাঁও গ্রামের নুরুল হক এভাবেই বর্ণনা দেন পাহাড়ি ঢলে সৃষ্ট চলমান বন্যার। নুরুল হক বলেন, ‘আমার বাড়ির পাশাপাশি দেখলাম সবার বাড়িতেই পানি। তখন গেলাম একজনের বাড়িতে। সেখানেও গিয়ে দেখি তিল ঠাঁই নাই। সবাই আশ্রয় নিয়েছেন সেখানে। তারপর বাধ্য হয়ে খড়ের টিলার ওপর তুললাম বাচ্চাদের। খড়ের টিলায় তিন দিন থাকলাম কোনো রকম খাবার না খেয়েই। তিন দিন পর ঘরের ভেতর হাঁটু পর্যন্ত পানি ছিল। তারপর আমরা ঘরে উঠলাম।’
তিনি বলেন, ‘ঘরের ভেতর ঢুকেই দেখি আমার প্রায় ১০০ মণ ধান আর ঘরের মূল্যবান জিনিসপত্র সব ভাসিয়ে নিয়ে গেছে বন্যায়।’
পৌর শহরের তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা ইয়াকুব উল্লাহ জানান, আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে শহরের জয়নাল আবেদীন মার্কেটের দোতলার ছাদে আশ্রয় নিয়েছিলেন কোনো রকমে। স্ত্রী, দুই সন্তান, মা-বাবা ও বড় ভাইয়ের পরিবার নিয়ে চরম দুর্ভোগের সেই বর্ণনা দিয়ে ইয়াকুব বলেন, ‘১৭ জুন রাত ৩টার দিকে বাসার ভেতর পানি ঢুকতে শুরু করে। পানি যখন কোমর পর্যন্ত তখন আর ঘরে থাকার মতো অবস্থা ছিল না। সবাইকে নিয়ে অসহায়ের মতো বের হয়ে গেলাম। এখানে-ওখানে কোনো জায়গাতেই ঠাঁই ছিল না। কোনো নৌকা বা কোনো ধরনের বাহন পেলাম না। তিনটি আশ্রয়কেন্দ্রে গিয়েও কোনো জায়গা পেলাম না। শেষ পর্যন্ত আমার দোকানের ছাদের ওপর কোনো রকম একটু জায়গায় আশ্রয় নেই।’ তিনি বলেন, ‘সেই কথা মনে হলে নিজেকে বড় অসহায় লাগে।’
শুধু ইয়াকুব আর নুরুল হকই নয়। তাঁদের মতো হাজারো মানুষ। উচ্চবিত্ত-নিম্নবিত্ত সব শ্রেণির মানুষই অসহায় হয়ে পড়ে বানের পানির কাছে। সুনামগঞ্জ পৌর শহরের শুকনো একটু জায়গা ছিল। পুরো শহরই পানিতে তলিয়ে গেছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবনসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনের নিচতলাও ডুবে যায় পানিতে। ১৬ থেকে ১৯ জুন ছিল এখানকার মানুষের জন্য অসহায়ত্বের একেকটি দিন।
এদিকে বন্যায় নাকাল হয়ে পড়ে সুনামগঞ্জবাসী। পুরো শহরের কোথাও নেই বিদ্যুৎ, মোবাইল ফোনের সংযোগ, নেই কোনো ধরনের যানবাহন। শহরের মধ্যে যে কয়টা নৌকা চলছিল, তার ভাড়াও ছিল অনেকের সাধ্যের বাইরে। অনেকের পকেটে টাকা থাকলেও ছিল না খাবার। রান্নাঘর ডুবে যাওয়ায় অনেকেরই রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। সব মিলিয়ে বলা যায় সুনামগঞ্জ শহর ছিল নীরব-নিস্তব্ধ।
সুনামগঞ্জ শহরের চলমান বন্যায় সেই বিভীষিকাময় চার দিনের কথা মনে করেই অনেকে এখনো শিউরে ওঠেন।
বন্যার দুর্বিষহ মুহূর্তকে স্মরণ করে শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার ফাহমিনা আক্তার বলেন, ‘আমি ১৬ জুন সন্ধ্যায় ঘরে বসে টিভি দেখছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল মুষলধারে। পানি আসবে এমনটা কল্পনাও করতে পারিনি। হঠাৎ করেই শোঁ শোঁ শব্দ করে ঢেউ আসতে শুরু করে। মুহূর্তেই ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। আমি আমার শাশুড়িকে নিয়ে যা পারলাম ঘরের জিনিস ওপরে তোলার চেষ্টা করছিলাম। ১৫ মিনিটের মধ্যেই দেখি ঘরে কোমর পানি। তখন সবাইকে নিয়ে বের হয়ে গেলাম পার্শ্ববর্তী একটি দ্বিতল ভবনে। সেখানেই আশ্রয় নেই আমরা। এখন পর্যন্ত আমার মাথায় সেদিনের ভয়াবহতা চোখের সামনে ভাসছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে