বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২’। গ্রুপ থিয়েটারে অবদানের জন্য আটটি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছিলেন পুরস্কার বাস্তবায়ন কমিটির চেয়ারপারসন ফেরদৌসী মজুমদার, কো-চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ।
স্বাগত বক্তব্যে পুরস্কার কমিটির কো-চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘নিশাতের মা নাজমা আনোয়ার নাট্যচর্চায় যুক্ত ছিলেন। নিশাতও ছোট থেকেই থিয়েটারের সঙ্গেই বেড়ে উঠেছে। দেশের প্রগতিশীল বিভিন্ন আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে নিশাত। নিশাতের নামাঙ্কিত এ পুরস্কারের মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এই প্রজন্মের নাট্যকর্মীদের মাঝে।’
২০২২ সালের সেরা প্রযোজনা হয়েছে বাতিঘরের মাংকি ট্রায়াল। একই নাটকের জন্য শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার জিতেছেন মুক্তনীল। এ ছাড়া সেরা অভিনেতা হয়েছেন সুকর্ন হাসান আর সেরা অভিনেত্রী হয়েছেন মনামী ইসলাম কনক। পুরস্কারের প্রতিটি আর্থিক সম্মাননার পরিমাণ সর্বনিম্ন ২৫ হাজার টাকা। সেই সঙ্গে দেওয়া হয় একটি করে ক্রেস্ট ও সনদ। গত দুই বছর থিয়েটার চর্চা করছে—এমন দলের মঞ্চায়িত ১৭টি নাটক দেখে মূল্যায়ন করে সাত সদস্যের জুরিবোর্ড।
পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে চলে গান ও নৃত্য পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা আফজাল হোসেন ও হৃদি হক।
২০২০ সালের ২০ জানুয়ারি প্রয়াত হন ইশরাত নিশাত। আমৃত্যু তিনি কাজ করেছেন শুধু থিয়েটারের জন্য।
বিজয়ীদের তালিকা
সেরা প্রযোজনা: মাংকি ট্রায়াল (বাতিঘর)
সেরা নির্দেশক: মুক্তনীল, নাটক-মাংকি ট্রায়াল (বাতিঘর)
সেরা অভিনেতা (পুরুষ): সুকর্ন হাসান, নাটক-রাজদ্রোহী (এথিক)
সেরা অভিনেতা (নারী): মনামী ইসলাম কনক, নাটক-পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
সেরা নাট্যকার: বদরুজ্জামান আলমগীর, নাটক-পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
সেরা আলোক পরিকল্পক: অম্লান বিশ্বাস, নাটক-রায়মঙ্গল (অনুস্বর)
সেরা সংগীত পরিকল্পক: ইউসুফ হাসান অর্ক, নাটক-পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
সেরা মঞ্চ পরিকল্পক: ইউসুফ হাসান অর্ক, নাটক-পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২’। গ্রুপ থিয়েটারে অবদানের জন্য আটটি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছিলেন পুরস্কার বাস্তবায়ন কমিটির চেয়ারপারসন ফেরদৌসী মজুমদার, কো-চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ।
স্বাগত বক্তব্যে পুরস্কার কমিটির কো-চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘নিশাতের মা নাজমা আনোয়ার নাট্যচর্চায় যুক্ত ছিলেন। নিশাতও ছোট থেকেই থিয়েটারের সঙ্গেই বেড়ে উঠেছে। দেশের প্রগতিশীল বিভিন্ন আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে নিশাত। নিশাতের নামাঙ্কিত এ পুরস্কারের মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এই প্রজন্মের নাট্যকর্মীদের মাঝে।’
২০২২ সালের সেরা প্রযোজনা হয়েছে বাতিঘরের মাংকি ট্রায়াল। একই নাটকের জন্য শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার জিতেছেন মুক্তনীল। এ ছাড়া সেরা অভিনেতা হয়েছেন সুকর্ন হাসান আর সেরা অভিনেত্রী হয়েছেন মনামী ইসলাম কনক। পুরস্কারের প্রতিটি আর্থিক সম্মাননার পরিমাণ সর্বনিম্ন ২৫ হাজার টাকা। সেই সঙ্গে দেওয়া হয় একটি করে ক্রেস্ট ও সনদ। গত দুই বছর থিয়েটার চর্চা করছে—এমন দলের মঞ্চায়িত ১৭টি নাটক দেখে মূল্যায়ন করে সাত সদস্যের জুরিবোর্ড।
পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে চলে গান ও নৃত্য পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা আফজাল হোসেন ও হৃদি হক।
২০২০ সালের ২০ জানুয়ারি প্রয়াত হন ইশরাত নিশাত। আমৃত্যু তিনি কাজ করেছেন শুধু থিয়েটারের জন্য।
বিজয়ীদের তালিকা
সেরা প্রযোজনা: মাংকি ট্রায়াল (বাতিঘর)
সেরা নির্দেশক: মুক্তনীল, নাটক-মাংকি ট্রায়াল (বাতিঘর)
সেরা অভিনেতা (পুরুষ): সুকর্ন হাসান, নাটক-রাজদ্রোহী (এথিক)
সেরা অভিনেতা (নারী): মনামী ইসলাম কনক, নাটক-পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
সেরা নাট্যকার: বদরুজ্জামান আলমগীর, নাটক-পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
সেরা আলোক পরিকল্পক: অম্লান বিশ্বাস, নাটক-রায়মঙ্গল (অনুস্বর)
সেরা সংগীত পরিকল্পক: ইউসুফ হাসান অর্ক, নাটক-পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
সেরা মঞ্চ পরিকল্পক: ইউসুফ হাসান অর্ক, নাটক-পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে