সম্পাদকীয়
নবনীতা দেব সেন যুক্তরাষ্ট্রের বোস্টনে গিয়েছিলেন বিশ্ববঙ্গ সম্মেলনে। সেখান থেকে আটলান্টায় যাবেন। আটলান্টায় যাওয়ার অনেকগুলো মানে আছে, তবে সবচেয়ে বড় মানে হলো, রাজ্যটি মার্টিন লুথার কিংয়ের জন্মস্থান। ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তৃতা দিয়ে যিনি মুক্তিকামী মানুষের মনে অমর হয়ে আছেন।
পরিচিতজনেরা ছিলেন আটলান্টায়। তাঁরাই পাঠিয়ে দিলেন টিকিট। কিন্তু যে ভদ্রমহিলার হাতে পাঠানো হলো, তিনি নিজের টিকিটটা ভুলে পাঠিয়ে দিলেন নবনীতাকে। ফলে প্লেনে উঠবেন কী করে, সেটাই হলো মূল ভাবনা। পরে ফোনে কথা বলে এয়ারপোর্টে গিয়ে টিকিট বদল করা হলো। তারপর বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্টে গিয়ে নামা।
মার্টিন লুথার কিংয়ের বাড়ি যাওয়ার জন্য নবনীতা দেব সেনের যে উৎসাহ, তার ছিটেফোটাও নেই এখানকার অধিবাসীদের।কলকাতাবাসীও তো রবীন্দ্রনাথের জন্ম-মৃত্যুর সাক্ষী জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দর্শনে খুব একটা যায় না। যায় শান্তিনিকেতনে। লুথার কিং তার ব্যতিক্রম হবেন কেন?
মার্টিন লুথার কিং জাদুঘরে পৌঁছে নবনীতার মনে পড়ল, এই আটলান্টায়ই জন্ম-কর্ম ছিল এই মহান ব্যক্তির, কিন্তু তিনি নিহত হয়েছিলেন মেমফিসে। ১৯৬৮ সালের ৪ এপ্রিল তাঁকে হত্যা করা হয়েছিল, ১৯৬৯ সালের এপ্রিলে এই আটলান্টায় এনে তাঁকে কবর দেওয়া হয়েছিল।
জাদুঘরে মূলত রয়েছে লুথার কিংয়ের জীবনের ইতিহাস আর দক্ষিণাঞ্চলের কালো মানুষদের অত্যাচার ও মুক্তির কাহিনি। জাদুঘরের বিভিন্ন ঘরে বাজছে প্রতিবাদী গান। কালো মানুষদের জরুরি ভাষাই হলো গানের ভাষা। কয়েকটি বড় বড় মূর্তি বানিয়ে যে জায়গাটায় পদযাত্রার দৃশ্য তৈরি করা হয়েছে, সেখানেই বাজছিল সেই অমর সংগীত, ‘উই শ্যাল ওভারকাম...’। নিজের স্বভাব অনুযায়ী নবনীতা দাঁড়িয়ে পড়লেন সেই পদযাত্রার সামনে। তারপর হাততালি দিয়ে গেয়ে উঠলেন ‘উই শ্যাল ওভারকাম...’। মনে হচ্ছিল, সেই ওয়াশিংটন শোভাযাত্রায় যেন সত্যিই শামিল হতে পারলেন তিনি। শরীরে শিহরণ এল নবনীতার।
সূত্র: নবনীতা দেব সেন, ভ্রমণের নবনীতা, আই হ্যাভ আ ড্রিম
নবনীতা দেব সেন যুক্তরাষ্ট্রের বোস্টনে গিয়েছিলেন বিশ্ববঙ্গ সম্মেলনে। সেখান থেকে আটলান্টায় যাবেন। আটলান্টায় যাওয়ার অনেকগুলো মানে আছে, তবে সবচেয়ে বড় মানে হলো, রাজ্যটি মার্টিন লুথার কিংয়ের জন্মস্থান। ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তৃতা দিয়ে যিনি মুক্তিকামী মানুষের মনে অমর হয়ে আছেন।
পরিচিতজনেরা ছিলেন আটলান্টায়। তাঁরাই পাঠিয়ে দিলেন টিকিট। কিন্তু যে ভদ্রমহিলার হাতে পাঠানো হলো, তিনি নিজের টিকিটটা ভুলে পাঠিয়ে দিলেন নবনীতাকে। ফলে প্লেনে উঠবেন কী করে, সেটাই হলো মূল ভাবনা। পরে ফোনে কথা বলে এয়ারপোর্টে গিয়ে টিকিট বদল করা হলো। তারপর বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্টে গিয়ে নামা।
মার্টিন লুথার কিংয়ের বাড়ি যাওয়ার জন্য নবনীতা দেব সেনের যে উৎসাহ, তার ছিটেফোটাও নেই এখানকার অধিবাসীদের।কলকাতাবাসীও তো রবীন্দ্রনাথের জন্ম-মৃত্যুর সাক্ষী জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দর্শনে খুব একটা যায় না। যায় শান্তিনিকেতনে। লুথার কিং তার ব্যতিক্রম হবেন কেন?
মার্টিন লুথার কিং জাদুঘরে পৌঁছে নবনীতার মনে পড়ল, এই আটলান্টায়ই জন্ম-কর্ম ছিল এই মহান ব্যক্তির, কিন্তু তিনি নিহত হয়েছিলেন মেমফিসে। ১৯৬৮ সালের ৪ এপ্রিল তাঁকে হত্যা করা হয়েছিল, ১৯৬৯ সালের এপ্রিলে এই আটলান্টায় এনে তাঁকে কবর দেওয়া হয়েছিল।
জাদুঘরে মূলত রয়েছে লুথার কিংয়ের জীবনের ইতিহাস আর দক্ষিণাঞ্চলের কালো মানুষদের অত্যাচার ও মুক্তির কাহিনি। জাদুঘরের বিভিন্ন ঘরে বাজছে প্রতিবাদী গান। কালো মানুষদের জরুরি ভাষাই হলো গানের ভাষা। কয়েকটি বড় বড় মূর্তি বানিয়ে যে জায়গাটায় পদযাত্রার দৃশ্য তৈরি করা হয়েছে, সেখানেই বাজছিল সেই অমর সংগীত, ‘উই শ্যাল ওভারকাম...’। নিজের স্বভাব অনুযায়ী নবনীতা দাঁড়িয়ে পড়লেন সেই পদযাত্রার সামনে। তারপর হাততালি দিয়ে গেয়ে উঠলেন ‘উই শ্যাল ওভারকাম...’। মনে হচ্ছিল, সেই ওয়াশিংটন শোভাযাত্রায় যেন সত্যিই শামিল হতে পারলেন তিনি। শরীরে শিহরণ এল নবনীতার।
সূত্র: নবনীতা দেব সেন, ভ্রমণের নবনীতা, আই হ্যাভ আ ড্রিম
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে