রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার হাঁটুভাঙা গ্রামের কৃষক শহীদ উল্লাহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় চাষ করেছেন ব্ল্যাক রাইস। চলতি মৌসুমে প্রথমবারের মতো তিনি ৫০ শতাংশ জমিতে ব্ল্যাক রাইসের চাষ করেন। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। শহীদ আশা করছেন প্রথমবারই ভালো লাভ করতে পারবেন। কৃষি অফিস বলছে, পরীক্ষামূলকভাবে একজন কৃষকের মাধ্যমে ব্ল্যাক রাইসের চাষ শুরু হয়েছে। এর পরিধি আরও বাড়ানো হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ব্ল্যাক রাইস বা কালো চাল দুই রঙের ধান থেকে হয়। একটি সাধারণ ধানের মতো সোনালি রঙের ধান, অন্যটি কালো রঙের। সাধারণত অন্য ধান বিঘাপ্রতি ১৫-১৮ মণ ফলন হয়। কিন্তু ব্ল্যাক রাইস হয় ১৩-১৪ মণ। কিন্তু এই ধান থেকে পাওয়া চালের দাম বেশি। তাই ফলন অন্য ধানের চেয়ে কিছুটা কম হলেও, চাল বেশি দামে বিক্রি করে কৃষকদের বেশি লাভ করা সম্ভব। এই চালে প্রতি ১০০ গ্রামে প্রোটিন ৮ দশমিক ৮৯ গ্রাম, চর্বি ৩ দশমিক ৩৩, ফাইবার ২ দশমিক ২, কার্বোহাইড্রেট ৭৫ দশমিক ৫৬, আয়রন ২ দশমিক ৪ গ্রাম পুষ্টিগুণ রয়েছে।
মো. শহীদ উল্লাহ বলেন, ‘চলতি মৌসুমে কালো রঙের ১৫ ও সোনালি রঙের ধান ৩৫ শতক জমিতে চাষ করেছি। চাষাবাদে কৃষি কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেছেন। সাধারণ মানুষ নতুন জাতের ধানের জমি দেখতে প্রতিদিন খেতে ভিড় করে। খোঁজ নিয়ে জেনেছি ঢাকায় এ চাল ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়। আশা করি, স্থানীয় বাজারে কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করতে পারব। এতে আমার ভালোই লাভ হবে। ধান কাটার আগেই অনেকে কেনার আগ্রহও দেখিয়েছেন।’
ওই গ্রামের আরেক কৃষক আল আমিন বলেন, ‘শহীদ উল্লাহর কালো চালের ধান চাষ দেখে অনেকেই আগ্রহী হয়েছেন। শুনেছি সাধারণ চালের চেয়ে এ চালের পুষ্টিগুণ বেশি। বাজারে দামও ভালো। ভবিষ্যতে আমিও এই ধানের চাষ করব।’
উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মাদ ফারুক বলেন, কালো চাল খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই চালে ফাইবার বেশি এবং তুলনামূলকভাবে বেশি সময় নিয়ে হজম হয়; যা ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, উপজেলায় এই জাতের ধান ছড়িয়ে দেওয়ার জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। ভবিষ্যতে এই কাজের পরিধি আরও বাড়ানো হবে। এ ধানের ফলন ভালো হলে রপ্তানিও করা যেতে পারে।
নরসিংদীর রায়পুরার হাঁটুভাঙা গ্রামের কৃষক শহীদ উল্লাহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় চাষ করেছেন ব্ল্যাক রাইস। চলতি মৌসুমে প্রথমবারের মতো তিনি ৫০ শতাংশ জমিতে ব্ল্যাক রাইসের চাষ করেন। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। শহীদ আশা করছেন প্রথমবারই ভালো লাভ করতে পারবেন। কৃষি অফিস বলছে, পরীক্ষামূলকভাবে একজন কৃষকের মাধ্যমে ব্ল্যাক রাইসের চাষ শুরু হয়েছে। এর পরিধি আরও বাড়ানো হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ব্ল্যাক রাইস বা কালো চাল দুই রঙের ধান থেকে হয়। একটি সাধারণ ধানের মতো সোনালি রঙের ধান, অন্যটি কালো রঙের। সাধারণত অন্য ধান বিঘাপ্রতি ১৫-১৮ মণ ফলন হয়। কিন্তু ব্ল্যাক রাইস হয় ১৩-১৪ মণ। কিন্তু এই ধান থেকে পাওয়া চালের দাম বেশি। তাই ফলন অন্য ধানের চেয়ে কিছুটা কম হলেও, চাল বেশি দামে বিক্রি করে কৃষকদের বেশি লাভ করা সম্ভব। এই চালে প্রতি ১০০ গ্রামে প্রোটিন ৮ দশমিক ৮৯ গ্রাম, চর্বি ৩ দশমিক ৩৩, ফাইবার ২ দশমিক ২, কার্বোহাইড্রেট ৭৫ দশমিক ৫৬, আয়রন ২ দশমিক ৪ গ্রাম পুষ্টিগুণ রয়েছে।
মো. শহীদ উল্লাহ বলেন, ‘চলতি মৌসুমে কালো রঙের ১৫ ও সোনালি রঙের ধান ৩৫ শতক জমিতে চাষ করেছি। চাষাবাদে কৃষি কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেছেন। সাধারণ মানুষ নতুন জাতের ধানের জমি দেখতে প্রতিদিন খেতে ভিড় করে। খোঁজ নিয়ে জেনেছি ঢাকায় এ চাল ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়। আশা করি, স্থানীয় বাজারে কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করতে পারব। এতে আমার ভালোই লাভ হবে। ধান কাটার আগেই অনেকে কেনার আগ্রহও দেখিয়েছেন।’
ওই গ্রামের আরেক কৃষক আল আমিন বলেন, ‘শহীদ উল্লাহর কালো চালের ধান চাষ দেখে অনেকেই আগ্রহী হয়েছেন। শুনেছি সাধারণ চালের চেয়ে এ চালের পুষ্টিগুণ বেশি। বাজারে দামও ভালো। ভবিষ্যতে আমিও এই ধানের চাষ করব।’
উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মাদ ফারুক বলেন, কালো চাল খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই চালে ফাইবার বেশি এবং তুলনামূলকভাবে বেশি সময় নিয়ে হজম হয়; যা ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, উপজেলায় এই জাতের ধান ছড়িয়ে দেওয়ার জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। ভবিষ্যতে এই কাজের পরিধি আরও বাড়ানো হবে। এ ধানের ফলন ভালো হলে রপ্তানিও করা যেতে পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে