খান রফিক, বরিশাল
প্রশ্ন: বরিশাল সিটি করপোরেশনে ভোটের পরিস্থিতি কী?
আবুল খায়ের: মানুষ পরিবর্তন চায়। কেন চায় তা সবাই জানেন।
প্রশ্ন: দলের মধ্যে দূরত্ব কীভাবে মোকাবিলা করছেন?
আবুল খায়ের: জনগণ আমাকে সমর্থন করছেন। ১ হাজার ২৪২টি কেন্দ্র কমিটি করতে সংকটে পড়িনি। তৃণমূলে আওয়ামী লীগের কর্মীরা পাশে দাঁড়িয়েছেন।
প্রশ্ন: আপনার প্রতিদ্বন্দ্বী হাতপাখা ও লাঙ্গলের প্রার্থী ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আপনি কী মনে করেন?
আবুল খায়ের: তাঁরা অভিযোগ করতেই পারেন। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।
প্রশ্ন: বিএনপি ভোটে না এলেও তাদের কাউন্সিলর প্রার্থীরা মাঠে। আবার দলটি ভোটকেন্দ্রে না যেতে কর্মীদের নির্দেশ দিয়েছে। নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কি না?
আবুল খায়ের: ভোট মানুষের মৌলিক অধিকার। আমি মনে করি, বিএনপির বর্জনের ডাকে ভোটাররা সাড়া দেবেন না। বরিশালের স্বার্থে বিএনপির নেতা-কর্মীসহ আপামর জনগণ আমাকে ভোট দেবেন বলে আশা করছি।
প্রশ্ন: আপনাদের অভিযোগ হাতপাখার মেয়র প্রার্থী ভোটে ধর্মীয় প্রভাব প্রয়োগ করছেন। কীভাবে?
আবুল খায়ের: ধর্ম হাতপাখার রাজনৈতিক হাতিয়ার। ধর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন তাঁরা। জনগণই তা মোকাবিলা করবে।
প্রশ্ন: জাতীয় পার্টির মেয়র প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করছেন। তাঁদের দাবি, রিটার্নিং কর্মকর্তা আপনার আত্মীয়।
আবুল খায়ের: প্রতিমন্ত্রী কি নগরে ঢুকে আমার নির্বাচন পরিচালনায় অংশ নিচ্ছেন? রিটার্নিং কর্মকর্তা আমার আত্মীয়–এ ধরনের অভিযোগ হচ্ছে রাজনৈতিক কৌশল। জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা।
প্রশ্ন: উন্নয়নের যে প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে তা কি করবেন? সিটি করপোরেশনে কি এত বরাদ্দ আছে?
আবুল খায়ের: দাতা সংস্থা কাজ করতে আগ্রহী হলেও বিগত ১০ বছরে কিছু করতে পারেনি। গার্মেন্টস ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার প্রজেক্ট এসেছিল। কিন্তু ধরে রাখা যায়নি। ইউএনডিপি, এনজিওর কাজ ছিল, কিন্তু সেগুলো করতে পারেনি। আসলে প্রতিবন্ধকতা কোথায়? এই কাজগুলো থামানো হয়েছে।
আজকের পত্রিকা: বর্তমান সিটি করপোরেশন সরকারি বরাদ্দ এক টাকাও আনতে পারেনি। নির্বাচিত হলে আপনার পক্ষে কি সম্ভব হবে?
আবুল খায়ের: করপোরেশনে অর্থ বরাদ্দ পেতে হলে পরিকল্পনা দেখাতে হবে। সেটা কি হয়েছে?
আজকের পত্রিকা: নগর ভবনে শৃঙ্খলা কী করে আনবেন? নির্বাচিত হলে নগরবাসীর করের বোঝা কমবে কি না? বর্ধিত এলাকার উন্নয়নে কী করবেন?
আবুল খায়ের: অবশ্যই নিয়মের মাধ্যমে শৃঙ্খলা আনব। যেসব অনিয়ম হয়েছে তার অডিট হবে। নগরবাসীর ওপর সহনীয় পর্যায়ে কর ধার্য হবে। এটি হবে যৌক্তিক। কারও প্রতি অবিচার করা হবে না। মানুষকে হয়রানি করে ভবনের প্ল্যান আটকে দেওয়া হবে না। বর্ধিত এলাকায় কোনো উন্নয়ন হয়নি। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা, পানি নেই। এগুলো দেখা হবে।
আজকের পত্রিকা: নির্বাচিত হলে ১০০ দিনের মধ্যে বরিশালের মানুষকে প্রথম কী উপহার দেবেন?
আবুল খায়ের: আমার প্রথম কাজ হবে মানুষকে আশ্বস্ত করা। আমার প্রতি যেন নগরবাসীর বিশ্বাস থাকে।
আজকের পত্রিকা: বিগত মেয়রকে নগর ভবনে পাওয়া যায়নি। নির্বাচিত হলে নগরবাসী নগর ভবনে গিয়ে সেবা পাবেন কি না?
আবুল খায়ের: আমি প্রতিশ্রুতি দিয়েছি, মানুষের কাছে নেগেটিভ হতে চাই না। মানুষ আমাকে নগর ভবনে পাবে। জনগণের সমস্যা জেনে বরিশাল নগরের উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হবে।
আজকের পত্রিকা: আপনার ভাই আবুল হাসানাত ও ভাতিজা সাদিক ভোটের দায়িত্ব থাকছেন কি না।
আবুল খায়ের: এটা তো তাঁদের দায়িত্ব। তাঁরা কী করবেন জানা নেই।
আজকের পত্রিকা: এরই মধ্যে আপনার কর্মী পরিচয় দিয়ে কয়েক জায়গায় দখল-অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কী বলবেন?
আবুল খায়ের: আমি দখলের রাজনীতি বরদাশত করি না। সতর্ক হতে নির্দেশ দিয়েছি। বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না।
আজকের পত্রিকা: প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করেছেন, আপনি প্রধানমন্ত্রীর আত্মীয়। ভোটে এই বিষয়টির প্রভাব পড়তে পারে।
আবুল খায়ের: না, না। এগুলো কোনো কথা নয়। আমি তাহলে নির্বাচনে এত কষ্ট করে প্রচার করছি কেন? অবশ্যই মানুষের সমর্থন আদায়ে। আমার গণসংযোগও তো অব্যাহত আছে। অভিযোগ তো থাকবেই। প্রধানমন্ত্রী আমার আত্মীয় হলেও ভোটে প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই।
আজকের পত্রিকা: ১২ জুন মানুষ ভোট দিতে পারবে কি না জানতে চান আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
আবুল খায়ের: যারা বলে তাদের নগরে ভোট আছে কত পার্সেন্ট? আমার মনে হয়, দলমত-নির্বিশেষে ভোট পাব।
প্রশ্ন: বরিশাল সিটি করপোরেশনে ভোটের পরিস্থিতি কী?
আবুল খায়ের: মানুষ পরিবর্তন চায়। কেন চায় তা সবাই জানেন।
প্রশ্ন: দলের মধ্যে দূরত্ব কীভাবে মোকাবিলা করছেন?
আবুল খায়ের: জনগণ আমাকে সমর্থন করছেন। ১ হাজার ২৪২টি কেন্দ্র কমিটি করতে সংকটে পড়িনি। তৃণমূলে আওয়ামী লীগের কর্মীরা পাশে দাঁড়িয়েছেন।
প্রশ্ন: আপনার প্রতিদ্বন্দ্বী হাতপাখা ও লাঙ্গলের প্রার্থী ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আপনি কী মনে করেন?
আবুল খায়ের: তাঁরা অভিযোগ করতেই পারেন। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।
প্রশ্ন: বিএনপি ভোটে না এলেও তাদের কাউন্সিলর প্রার্থীরা মাঠে। আবার দলটি ভোটকেন্দ্রে না যেতে কর্মীদের নির্দেশ দিয়েছে। নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কি না?
আবুল খায়ের: ভোট মানুষের মৌলিক অধিকার। আমি মনে করি, বিএনপির বর্জনের ডাকে ভোটাররা সাড়া দেবেন না। বরিশালের স্বার্থে বিএনপির নেতা-কর্মীসহ আপামর জনগণ আমাকে ভোট দেবেন বলে আশা করছি।
প্রশ্ন: আপনাদের অভিযোগ হাতপাখার মেয়র প্রার্থী ভোটে ধর্মীয় প্রভাব প্রয়োগ করছেন। কীভাবে?
আবুল খায়ের: ধর্ম হাতপাখার রাজনৈতিক হাতিয়ার। ধর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন তাঁরা। জনগণই তা মোকাবিলা করবে।
প্রশ্ন: জাতীয় পার্টির মেয়র প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করছেন। তাঁদের দাবি, রিটার্নিং কর্মকর্তা আপনার আত্মীয়।
আবুল খায়ের: প্রতিমন্ত্রী কি নগরে ঢুকে আমার নির্বাচন পরিচালনায় অংশ নিচ্ছেন? রিটার্নিং কর্মকর্তা আমার আত্মীয়–এ ধরনের অভিযোগ হচ্ছে রাজনৈতিক কৌশল। জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা।
প্রশ্ন: উন্নয়নের যে প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে তা কি করবেন? সিটি করপোরেশনে কি এত বরাদ্দ আছে?
আবুল খায়ের: দাতা সংস্থা কাজ করতে আগ্রহী হলেও বিগত ১০ বছরে কিছু করতে পারেনি। গার্মেন্টস ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার প্রজেক্ট এসেছিল। কিন্তু ধরে রাখা যায়নি। ইউএনডিপি, এনজিওর কাজ ছিল, কিন্তু সেগুলো করতে পারেনি। আসলে প্রতিবন্ধকতা কোথায়? এই কাজগুলো থামানো হয়েছে।
আজকের পত্রিকা: বর্তমান সিটি করপোরেশন সরকারি বরাদ্দ এক টাকাও আনতে পারেনি। নির্বাচিত হলে আপনার পক্ষে কি সম্ভব হবে?
আবুল খায়ের: করপোরেশনে অর্থ বরাদ্দ পেতে হলে পরিকল্পনা দেখাতে হবে। সেটা কি হয়েছে?
আজকের পত্রিকা: নগর ভবনে শৃঙ্খলা কী করে আনবেন? নির্বাচিত হলে নগরবাসীর করের বোঝা কমবে কি না? বর্ধিত এলাকার উন্নয়নে কী করবেন?
আবুল খায়ের: অবশ্যই নিয়মের মাধ্যমে শৃঙ্খলা আনব। যেসব অনিয়ম হয়েছে তার অডিট হবে। নগরবাসীর ওপর সহনীয় পর্যায়ে কর ধার্য হবে। এটি হবে যৌক্তিক। কারও প্রতি অবিচার করা হবে না। মানুষকে হয়রানি করে ভবনের প্ল্যান আটকে দেওয়া হবে না। বর্ধিত এলাকায় কোনো উন্নয়ন হয়নি। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা, পানি নেই। এগুলো দেখা হবে।
আজকের পত্রিকা: নির্বাচিত হলে ১০০ দিনের মধ্যে বরিশালের মানুষকে প্রথম কী উপহার দেবেন?
আবুল খায়ের: আমার প্রথম কাজ হবে মানুষকে আশ্বস্ত করা। আমার প্রতি যেন নগরবাসীর বিশ্বাস থাকে।
আজকের পত্রিকা: বিগত মেয়রকে নগর ভবনে পাওয়া যায়নি। নির্বাচিত হলে নগরবাসী নগর ভবনে গিয়ে সেবা পাবেন কি না?
আবুল খায়ের: আমি প্রতিশ্রুতি দিয়েছি, মানুষের কাছে নেগেটিভ হতে চাই না। মানুষ আমাকে নগর ভবনে পাবে। জনগণের সমস্যা জেনে বরিশাল নগরের উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হবে।
আজকের পত্রিকা: আপনার ভাই আবুল হাসানাত ও ভাতিজা সাদিক ভোটের দায়িত্ব থাকছেন কি না।
আবুল খায়ের: এটা তো তাঁদের দায়িত্ব। তাঁরা কী করবেন জানা নেই।
আজকের পত্রিকা: এরই মধ্যে আপনার কর্মী পরিচয় দিয়ে কয়েক জায়গায় দখল-অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কী বলবেন?
আবুল খায়ের: আমি দখলের রাজনীতি বরদাশত করি না। সতর্ক হতে নির্দেশ দিয়েছি। বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না।
আজকের পত্রিকা: প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করেছেন, আপনি প্রধানমন্ত্রীর আত্মীয়। ভোটে এই বিষয়টির প্রভাব পড়তে পারে।
আবুল খায়ের: না, না। এগুলো কোনো কথা নয়। আমি তাহলে নির্বাচনে এত কষ্ট করে প্রচার করছি কেন? অবশ্যই মানুষের সমর্থন আদায়ে। আমার গণসংযোগও তো অব্যাহত আছে। অভিযোগ তো থাকবেই। প্রধানমন্ত্রী আমার আত্মীয় হলেও ভোটে প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই।
আজকের পত্রিকা: ১২ জুন মানুষ ভোট দিতে পারবে কি না জানতে চান আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
আবুল খায়ের: যারা বলে তাদের নগরে ভোট আছে কত পার্সেন্ট? আমার মনে হয়, দলমত-নির্বিশেষে ভোট পাব।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে