চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে শর্ত ভেঙে প্রতিদিনই যাত্রীবাহী বাস, মিনিবাস থেকে চাঁদা আদায় করছে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। বাসে মালামাল ওঠানো, টার্মিনাল ফি, সার্ভিস চার্জসহ বিভিন্ন কৌশলে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে সংগঠনটির নামে। অথচ সংগঠনের বিধিমোতাবেক এমন গাড়ি থেকে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাস থেকে মাসে গড়ে সাড়ে ৫ লাখ টাকা চাঁদা তুলছে সংগঠনটি। বছরে সেই টাকার পরিমাণ ৫০ লাখেরও বেশি। এ টাকায় গোপনে পকেট ভারী হয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে প্রতিদিন ছেড়ে যায় ১১০ থেকে ১২০টি বাস। আন্তজেলা রুটে চলাচল করে শতাধিক যাত্রীবাহী বাস। প্রতিটি বাস থেকে চাঁদাবাজি করে শ্রমিক ইউনিয়ন। আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভায় এসব চাঁদা আদায় বন্ধে পুলিশ সুপারকে বলা হলেও কার্যকর ভূমিকা নেই পুলিশের। জানা গেছে, ২০২০ সালের ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নকে যাত্রীবাহী বাস, মিনিবাস ও ঢাকাগামী কোচ থেকে চাঁদা আদায় বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। এটি বাস্তবায়নের জন্য পুলিশ সুপার এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়। আঞ্চলিক পরিবহন কমিটির সভা থেকে দুই বছর আগে এই সিদ্ধান্ত দেওয়া হলেও এখনো চলছে প্রকাশ্যে চাঁদাবাজি।
অভিযোগ রয়েছে, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্যামল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আলী, চালক, সুপারভাইজার ও চালকের সহকারী (হেলপার) সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ঢাকা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। অবৈধভাবে বাস টার্মিনাল থেকে চাঁদাবাজির অভিযোগে সদর মডেল থানায় মামলাও হয়েছে। ওই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন মহানন্দা ঢাকা বাসস্ট্যান্ডে ঢাকার বাইরে যাওয়া বিভিন্ন রুটের বাসে মালামাল তোলার জন্য শ্রমিক ইউনিয়নের নির্ধারিত চাঁদা আদায়ের তালিকা টাঙিয়ে চাঁদা আদায় করছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত একটি তালিকার কপি পাওয়া গেছে।
ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে কথা হয় সেলিম রেজা নামে এক আদায়কারীর সঙ্গে। তিনি বলেন, টার্মিনাল ফি বাবদ প্রতি বাস থেকে ৭০ টাকা আদায় করা হয়। তবে গ্রামীণ, যমুনা, হানিফ, ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকায় টার্মিনাল ফি দেয় না। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের রসিদে ৩০ টাকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের রসিদে ৩০ টাকা আদায় করা হয়।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী বলেন, ১৯৮৪ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন নামে একটিই সংগঠন ছিল। তবে সরকারি নির্দেশনায় ২০১৬ সালে মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা নিবন্ধন করা হয়েছে। বর্তমানে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা আলাদা কমিটি আছে। একই অফিসে আলাদা আলাদা সাইনবোর্ডও আছে। তবে আমাদের কার্যক্রম একসঙ্গে। নির্ধারিত পরিবহন থেকে যৌক্তিক চাঁদা আদায়সহ সব পরিবহন শ্রমিকের স্বার্থরক্ষায় মুখ্য ভূমিকায় কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার আবদুর রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জে শর্ত ভেঙে প্রতিদিনই যাত্রীবাহী বাস, মিনিবাস থেকে চাঁদা আদায় করছে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। বাসে মালামাল ওঠানো, টার্মিনাল ফি, সার্ভিস চার্জসহ বিভিন্ন কৌশলে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে সংগঠনটির নামে। অথচ সংগঠনের বিধিমোতাবেক এমন গাড়ি থেকে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাস থেকে মাসে গড়ে সাড়ে ৫ লাখ টাকা চাঁদা তুলছে সংগঠনটি। বছরে সেই টাকার পরিমাণ ৫০ লাখেরও বেশি। এ টাকায় গোপনে পকেট ভারী হয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে প্রতিদিন ছেড়ে যায় ১১০ থেকে ১২০টি বাস। আন্তজেলা রুটে চলাচল করে শতাধিক যাত্রীবাহী বাস। প্রতিটি বাস থেকে চাঁদাবাজি করে শ্রমিক ইউনিয়ন। আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভায় এসব চাঁদা আদায় বন্ধে পুলিশ সুপারকে বলা হলেও কার্যকর ভূমিকা নেই পুলিশের। জানা গেছে, ২০২০ সালের ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নকে যাত্রীবাহী বাস, মিনিবাস ও ঢাকাগামী কোচ থেকে চাঁদা আদায় বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। এটি বাস্তবায়নের জন্য পুলিশ সুপার এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়। আঞ্চলিক পরিবহন কমিটির সভা থেকে দুই বছর আগে এই সিদ্ধান্ত দেওয়া হলেও এখনো চলছে প্রকাশ্যে চাঁদাবাজি।
অভিযোগ রয়েছে, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্যামল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আলী, চালক, সুপারভাইজার ও চালকের সহকারী (হেলপার) সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ঢাকা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। অবৈধভাবে বাস টার্মিনাল থেকে চাঁদাবাজির অভিযোগে সদর মডেল থানায় মামলাও হয়েছে। ওই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন মহানন্দা ঢাকা বাসস্ট্যান্ডে ঢাকার বাইরে যাওয়া বিভিন্ন রুটের বাসে মালামাল তোলার জন্য শ্রমিক ইউনিয়নের নির্ধারিত চাঁদা আদায়ের তালিকা টাঙিয়ে চাঁদা আদায় করছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত একটি তালিকার কপি পাওয়া গেছে।
ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে কথা হয় সেলিম রেজা নামে এক আদায়কারীর সঙ্গে। তিনি বলেন, টার্মিনাল ফি বাবদ প্রতি বাস থেকে ৭০ টাকা আদায় করা হয়। তবে গ্রামীণ, যমুনা, হানিফ, ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকায় টার্মিনাল ফি দেয় না। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের রসিদে ৩০ টাকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের রসিদে ৩০ টাকা আদায় করা হয়।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী বলেন, ১৯৮৪ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন নামে একটিই সংগঠন ছিল। তবে সরকারি নির্দেশনায় ২০১৬ সালে মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা নিবন্ধন করা হয়েছে। বর্তমানে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা আলাদা কমিটি আছে। একই অফিসে আলাদা আলাদা সাইনবোর্ডও আছে। তবে আমাদের কার্যক্রম একসঙ্গে। নির্ধারিত পরিবহন থেকে যৌক্তিক চাঁদা আদায়সহ সব পরিবহন শ্রমিকের স্বার্থরক্ষায় মুখ্য ভূমিকায় কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার আবদুর রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে