হোসেন রায়হান, পঞ্চগড়
পঞ্চগড় শহরে প্রায়ই যানজট লেগে থাকছে। দিনের বেলা শহরে ট্রাক ঢোকা, যত্রতত্র ভ্যান, রিকশা-অটোরিকশা চলাচলের কারণে যানজট বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে শহরবাসী।
পঞ্চগড় জেলা শহরে কমবেশি যানজট লেগে থাকে। প্রতি রবি ও বৃহস্পতিবার হাটবার। এই দুই দিন গ্রামের মানুষও কেনাকাটা করতে শহরে আসেন। এ ছাড়া হাটে ওই দুই দিন গবাদিপশু বেচাকেনা হয়। ব্যবসায়ীরা বিভিন্ন যানবাহনে করে গরু নিয়ে হাটে আসেন। এসব কারণে জেলা শহরে যানজট লেগেই থাকে।
শহরের শেরেবাংলা পার্ক থেকে বানিয়াপট্টি ও জজকোর্ট পর্যন্ত মহাসড়কের অবস্থা খুবই নাজুক। সড়কের দুই পাশে এমনভাবে রিকশা-অটোরিকশা রাখা হয়, যাতে করে একটি ট্রাক বা বাস সড়কে ঢুকলেই শুরু হয় জট। পাশ দিয়ে ছোট যানবাহন, মোটরসাইকেল এমনকি পথচারীরাও চলাচল করতে পারেন না। রাতের বেলা জেলা শহরে মালবোঝাই ট্রাক ঢোকার নির্দেশনা থাকলেও দিনেও হরহামেশা ঢুকছে ট্রাক। শহরের সড়কের ওপর দাঁড়ানো অবস্থায়ই এসব ট্রাক থেকে মালামাল নামানো হয়। টিনপট্টি থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কটিতে দিনে-রাতে একাধিক ট্রাক দাঁড়িয়ে থেকে মালামাল ওঠানামা করে। এ সময় পাশ দিয়ে একটি রিকশাও যেতে পারে না। এ কারণে ট্রাক সরে না যাওয়া পর্যন্ত দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় জটের।
পঞ্চগড় সদরের ইসলামবাগ গ্রামের হারুন অর রশীদ বলেন, ‘শহরে যে হারে অনুমোদনহীন গাড়ি চলছে, তাতে মনে হয় জেলায় কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই। বেপরোয়া চার্জার থ্রি হুইলার ও ট্রাক্টরের অত্যাচারে আমরা অতিষ্ঠ।’
শহরের রওশনাবাগ এলাকার নাগরিক মনোয়ার হোসেন দিপু বলেন, ‘প্রশাসন যেভাবে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে সুনাম কুড়িয়েছে, একইভাবে অবৈধ যানবাহন বন্ধে ভূমিকা রাখবে এটাই মানুষের প্রত্যাশা।’
পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, ‘শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এ ছাড়া বাইপাস সড়ক না থাকায় যানজট বাড়ছে। গাড়ির পার্কিং ব্যবস্থা তৈরি করে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) সদস্যসচিব ও স্থানীয় বেসরকারি সংস্থা পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী বলেন, ‘মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে পঞ্চগড়ে। কয়েক বছর ধরে জেলা শহরে থ্রি হুইলার ও অটোরিকশার এমন বৃদ্ধি ঘটেছে, যা যানজটের প্রধান কারণ। এসব যানের কোনো রেজিস্ট্রেশন ও চালকদের লাইসেন্স না থাকায় নিয়মের মধ্যেও আনা যাচ্ছে না।’
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, থ্রি হুইলার, অটোরিকশা ও ট্রাক্টর মহাসড়কে চলার কথা না। কিন্তু জীবন ও জীবিকার কথা চিন্তা করে আমরা এসব যান একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। এগুলোকে কীভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনা যায়, আমরা তা নিয়ে কাজ করছি।’
পঞ্চগড় শহরে প্রায়ই যানজট লেগে থাকছে। দিনের বেলা শহরে ট্রাক ঢোকা, যত্রতত্র ভ্যান, রিকশা-অটোরিকশা চলাচলের কারণে যানজট বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে শহরবাসী।
পঞ্চগড় জেলা শহরে কমবেশি যানজট লেগে থাকে। প্রতি রবি ও বৃহস্পতিবার হাটবার। এই দুই দিন গ্রামের মানুষও কেনাকাটা করতে শহরে আসেন। এ ছাড়া হাটে ওই দুই দিন গবাদিপশু বেচাকেনা হয়। ব্যবসায়ীরা বিভিন্ন যানবাহনে করে গরু নিয়ে হাটে আসেন। এসব কারণে জেলা শহরে যানজট লেগেই থাকে।
শহরের শেরেবাংলা পার্ক থেকে বানিয়াপট্টি ও জজকোর্ট পর্যন্ত মহাসড়কের অবস্থা খুবই নাজুক। সড়কের দুই পাশে এমনভাবে রিকশা-অটোরিকশা রাখা হয়, যাতে করে একটি ট্রাক বা বাস সড়কে ঢুকলেই শুরু হয় জট। পাশ দিয়ে ছোট যানবাহন, মোটরসাইকেল এমনকি পথচারীরাও চলাচল করতে পারেন না। রাতের বেলা জেলা শহরে মালবোঝাই ট্রাক ঢোকার নির্দেশনা থাকলেও দিনেও হরহামেশা ঢুকছে ট্রাক। শহরের সড়কের ওপর দাঁড়ানো অবস্থায়ই এসব ট্রাক থেকে মালামাল নামানো হয়। টিনপট্টি থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কটিতে দিনে-রাতে একাধিক ট্রাক দাঁড়িয়ে থেকে মালামাল ওঠানামা করে। এ সময় পাশ দিয়ে একটি রিকশাও যেতে পারে না। এ কারণে ট্রাক সরে না যাওয়া পর্যন্ত দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় জটের।
পঞ্চগড় সদরের ইসলামবাগ গ্রামের হারুন অর রশীদ বলেন, ‘শহরে যে হারে অনুমোদনহীন গাড়ি চলছে, তাতে মনে হয় জেলায় কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই। বেপরোয়া চার্জার থ্রি হুইলার ও ট্রাক্টরের অত্যাচারে আমরা অতিষ্ঠ।’
শহরের রওশনাবাগ এলাকার নাগরিক মনোয়ার হোসেন দিপু বলেন, ‘প্রশাসন যেভাবে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে সুনাম কুড়িয়েছে, একইভাবে অবৈধ যানবাহন বন্ধে ভূমিকা রাখবে এটাই মানুষের প্রত্যাশা।’
পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, ‘শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এ ছাড়া বাইপাস সড়ক না থাকায় যানজট বাড়ছে। গাড়ির পার্কিং ব্যবস্থা তৈরি করে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) সদস্যসচিব ও স্থানীয় বেসরকারি সংস্থা পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী বলেন, ‘মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে পঞ্চগড়ে। কয়েক বছর ধরে জেলা শহরে থ্রি হুইলার ও অটোরিকশার এমন বৃদ্ধি ঘটেছে, যা যানজটের প্রধান কারণ। এসব যানের কোনো রেজিস্ট্রেশন ও চালকদের লাইসেন্স না থাকায় নিয়মের মধ্যেও আনা যাচ্ছে না।’
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, থ্রি হুইলার, অটোরিকশা ও ট্রাক্টর মহাসড়কে চলার কথা না। কিন্তু জীবন ও জীবিকার কথা চিন্তা করে আমরা এসব যান একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। এগুলোকে কীভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনা যায়, আমরা তা নিয়ে কাজ করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে