বাসাইল প্রতিনিধি
নির্বাচন-পরবর্তী সহিংসতা ও একজনের মৃত্যুর ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বাসাইলের ফুলকী ইউনিয়নের বালিয়া উত্তরপাড়া। প্রতিপক্ষের হামলা ও মামলা আতঙ্কে পুরুষেরা আত্মগোপন করেছন।
জানা গেছে, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলার ৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে ওই দিন সন্ধ্যায় উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী জামাল উদ্দিনের সমর্থকেরা অপর পরাজিত সদস্যপ্রার্থী একই গ্রামের আব্দুল আজিজের সমর্থকদের প্রায় ১৫-২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
এ সময় হামলাকারীদের দায়ের কোপে হেলাল মিয়া আহত হন। পরে ওই অবস্থায় তাঁকে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার তিন দিন পর ৮ জানুয়ারি হেলাল মিয়া (৬৫) মারা যান। তবে হেলাল মিয়ার মৃত্যু নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ বলছেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন, সহিংসতার শিকার হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তিনি মারা গেছেন। মৃত হেলাল মিয়ার ছেলে মেহেদি হাসান মামুন বলেন, ‘নির্বাচনে হেরে জামাল উদ্দিনের লোকজন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় আমার মা ও বাবাকে মারধর করে। এর দুদিন পর বাবা মারা যান।
মামলা তুলে নিতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার বাবার খুনিদের বিচার চাই।’
এদিকে প্রতিপক্ষ পরাজিত প্রার্থী জামাল উদ্দিনের দাবি, ওই দিন রাতে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। কিন্তু হেলাল মিয়াকে মারধর করা হয়নি। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন।
এ ঘটনার পরেই আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। গ্রামটিতে সুনসান নীরবতা বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে এলাকা এখন পুরুষশূন্য। দিনে কিছু বয়স্ক মানুষের দেখা মিললেও রাতে বাড়িতে থাকছেন না কেউ। এলাকার নারী ও শিশুরাও আতঙ্কে জীবনযাপন করছেন। বন্ধ রয়েছে আয়-রোজগার, দৈনন্দিন কাজকর্ম। ইরি-বোরো মৌসুমের কৃষি আবাদেও পড়ছে এর প্রভাব। ভয় ও আতঙ্কে এ গ্রামে শ্রমিকেরাও আসতে চান না কাজ করতে। ফলে বন্ধ প্রায় কৃষি কার্যক্রম।
ওই গ্রামের অবসরপ্রাপ্ত দারোগা হাজি বাদশা মিয়াসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী সহিংস ঘটনায় আমরা এলাকার সাধারণ মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে মানবেতর জীবনযাপন করছি। বাড়িঘরে হামলা-ভাঙচুরের মামলা, তার ওপর একজনের মৃত্যুতে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। পুরুষশূন্য হয়ে পড়ছে গ্রাম। বিষয়টির দ্রুত সুরাহা চাই।’
মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মোমেন আজকের পত্রিকাকে জানান, মামলার পর এ ঘটনার সঙ্গে জড়িত প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। ইতিমধ্যে একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বাড়িঘরে হামলার ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে না।
নির্বাচন-পরবর্তী সহিংসতা ও একজনের মৃত্যুর ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বাসাইলের ফুলকী ইউনিয়নের বালিয়া উত্তরপাড়া। প্রতিপক্ষের হামলা ও মামলা আতঙ্কে পুরুষেরা আত্মগোপন করেছন।
জানা গেছে, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলার ৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে ওই দিন সন্ধ্যায় উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী জামাল উদ্দিনের সমর্থকেরা অপর পরাজিত সদস্যপ্রার্থী একই গ্রামের আব্দুল আজিজের সমর্থকদের প্রায় ১৫-২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
এ সময় হামলাকারীদের দায়ের কোপে হেলাল মিয়া আহত হন। পরে ওই অবস্থায় তাঁকে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার তিন দিন পর ৮ জানুয়ারি হেলাল মিয়া (৬৫) মারা যান। তবে হেলাল মিয়ার মৃত্যু নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ বলছেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন, সহিংসতার শিকার হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তিনি মারা গেছেন। মৃত হেলাল মিয়ার ছেলে মেহেদি হাসান মামুন বলেন, ‘নির্বাচনে হেরে জামাল উদ্দিনের লোকজন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় আমার মা ও বাবাকে মারধর করে। এর দুদিন পর বাবা মারা যান।
মামলা তুলে নিতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার বাবার খুনিদের বিচার চাই।’
এদিকে প্রতিপক্ষ পরাজিত প্রার্থী জামাল উদ্দিনের দাবি, ওই দিন রাতে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। কিন্তু হেলাল মিয়াকে মারধর করা হয়নি। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন।
এ ঘটনার পরেই আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। গ্রামটিতে সুনসান নীরবতা বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে এলাকা এখন পুরুষশূন্য। দিনে কিছু বয়স্ক মানুষের দেখা মিললেও রাতে বাড়িতে থাকছেন না কেউ। এলাকার নারী ও শিশুরাও আতঙ্কে জীবনযাপন করছেন। বন্ধ রয়েছে আয়-রোজগার, দৈনন্দিন কাজকর্ম। ইরি-বোরো মৌসুমের কৃষি আবাদেও পড়ছে এর প্রভাব। ভয় ও আতঙ্কে এ গ্রামে শ্রমিকেরাও আসতে চান না কাজ করতে। ফলে বন্ধ প্রায় কৃষি কার্যক্রম।
ওই গ্রামের অবসরপ্রাপ্ত দারোগা হাজি বাদশা মিয়াসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী সহিংস ঘটনায় আমরা এলাকার সাধারণ মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে মানবেতর জীবনযাপন করছি। বাড়িঘরে হামলা-ভাঙচুরের মামলা, তার ওপর একজনের মৃত্যুতে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। পুরুষশূন্য হয়ে পড়ছে গ্রাম। বিষয়টির দ্রুত সুরাহা চাই।’
মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মোমেন আজকের পত্রিকাকে জানান, মামলার পর এ ঘটনার সঙ্গে জড়িত প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। ইতিমধ্যে একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বাড়িঘরে হামলার ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে