বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন দুই ধারাবাহিক নাটক। হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটক দুটিতে দেখা মিলবে একঝাঁক তারকার। ‘সিনেমায় যেমন হয়’ ও ‘বিদেশি ছেলে’ নামের নাটক দুটির প্রচার শুরু হবে আগামীকাল থেকে। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা এবং ৯টা ৩০ মিনিটে।
‘সিনেমায় যেমন হয়’ নাটকের গল্পে দেখা যাবে, ঢাকা শহরের মধ্যবিত্ত এক পরিবারের প্রধান আরিফ সাহেব। স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে আর শ্যালককে নিয়ে তার সংসার। শ্যালক মিজান বেকার। তার ধারণা, পৃথিবীতে যা কিছু ঘটে এর পেছনে সিনেমার ভূমিকা রয়েছে। কারণ, সিনেমা তৈরি হয় জীবন থেকে নেওয়া নানান ঘটনা-দুর্ঘটনা নিয়ে। মিজানের বিশ্বাস, সিনেমাতেই জীবনের নানা সংকটের সমাধান আছে। এ নিরিখে মামা-ভাগ্নে জীবন যাচাইয়ের কাজে নেমে যায়। জনপ্রিয় সিনেমার গল্পের মতো করে সমস্যা সমাধানের চেষ্টা করে।
‘সিনেমায় যেমন হয়’ নাটকটি লিখেছেন আহমেদ রেজাউর রহমান, প্রযোজনা করেছেন আবু তৌহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, প্রাণ রায়, সুব্রত চক্রবর্তী, গোলাম ফরিদা ছন্দা, ইমতু রাতিশ, শাকিলা আক্তার, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।
আর ‘বিদেশি ছেলে’ নাটকের গল্পে দেখা যাবে, ১৫ বছর বিদেশে থাকার পর ফয়েজ দেশে ফিরেছে। সবাই ভীষণ খুশি। মায়ের ইচ্ছে, ছেলের বিয়ে দিয়ে বউ আনবে ঘরে। আত্মীয়স্বজনের মাধ্যমে ফয়েজের বিয়ের জন্য চেষ্টা-তদবির করতে থাকে মা। বিদেশ থেকে ফিরে আসার পর দেশে ফয়েজ কী করবে, তা নিয়ে সবাই উৎসাহী। নানা পরিস্থিতির চক্করে পড়ে তার দিন কাটতে থাকে।
‘বিদেশি ছেলে’ নাটকটি লিখেছেন মীর সাব্বির। প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, দীপা খন্দকার, শাহেদ আলী, তাহমিনা সুলতানা মৌ, সাঈদ বাবু, তানিন তানহা প্রমুখ।
বিটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন দুই ধারাবাহিক নাটক। হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটক দুটিতে দেখা মিলবে একঝাঁক তারকার। ‘সিনেমায় যেমন হয়’ ও ‘বিদেশি ছেলে’ নামের নাটক দুটির প্রচার শুরু হবে আগামীকাল থেকে। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা এবং ৯টা ৩০ মিনিটে।
‘সিনেমায় যেমন হয়’ নাটকের গল্পে দেখা যাবে, ঢাকা শহরের মধ্যবিত্ত এক পরিবারের প্রধান আরিফ সাহেব। স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে আর শ্যালককে নিয়ে তার সংসার। শ্যালক মিজান বেকার। তার ধারণা, পৃথিবীতে যা কিছু ঘটে এর পেছনে সিনেমার ভূমিকা রয়েছে। কারণ, সিনেমা তৈরি হয় জীবন থেকে নেওয়া নানান ঘটনা-দুর্ঘটনা নিয়ে। মিজানের বিশ্বাস, সিনেমাতেই জীবনের নানা সংকটের সমাধান আছে। এ নিরিখে মামা-ভাগ্নে জীবন যাচাইয়ের কাজে নেমে যায়। জনপ্রিয় সিনেমার গল্পের মতো করে সমস্যা সমাধানের চেষ্টা করে।
‘সিনেমায় যেমন হয়’ নাটকটি লিখেছেন আহমেদ রেজাউর রহমান, প্রযোজনা করেছেন আবু তৌহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, প্রাণ রায়, সুব্রত চক্রবর্তী, গোলাম ফরিদা ছন্দা, ইমতু রাতিশ, শাকিলা আক্তার, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।
আর ‘বিদেশি ছেলে’ নাটকের গল্পে দেখা যাবে, ১৫ বছর বিদেশে থাকার পর ফয়েজ দেশে ফিরেছে। সবাই ভীষণ খুশি। মায়ের ইচ্ছে, ছেলের বিয়ে দিয়ে বউ আনবে ঘরে। আত্মীয়স্বজনের মাধ্যমে ফয়েজের বিয়ের জন্য চেষ্টা-তদবির করতে থাকে মা। বিদেশ থেকে ফিরে আসার পর দেশে ফয়েজ কী করবে, তা নিয়ে সবাই উৎসাহী। নানা পরিস্থিতির চক্করে পড়ে তার দিন কাটতে থাকে।
‘বিদেশি ছেলে’ নাটকটি লিখেছেন মীর সাব্বির। প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, দীপা খন্দকার, শাহেদ আলী, তাহমিনা সুলতানা মৌ, সাঈদ বাবু, তানিন তানহা প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে