হাসির গল্পে নতুন দুই ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০৭: ১৭

বিটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন দুই ধারাবাহিক নাটক। হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটক দুটিতে দেখা মিলবে একঝাঁক তারকার। ‘সিনেমায় যেমন হয়’ ও ‘বিদেশি ছেলে’ নামের নাটক দুটির প্রচার শুরু হবে আগামীকাল থেকে। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা এবং ৯টা ৩০ মিনিটে।

‘সিনেমায় যেমন হয়’ নাটকের গল্পে দেখা যাবে, ঢাকা শহরের মধ্যবিত্ত এক পরিবারের প্রধান আরিফ সাহেব। স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে আর শ্যালককে নিয়ে তার সংসার। শ্যালক মিজান বেকার। তার ধারণা, পৃথিবীতে যা কিছু ঘটে এর পেছনে সিনেমার ভূমিকা রয়েছে। কারণ, সিনেমা তৈরি হয় জীবন থেকে নেওয়া নানান ঘটনা-দুর্ঘটনা নিয়ে। মিজানের বিশ্বাস, সিনেমাতেই জীবনের নানা সংকটের সমাধান আছে। এ নিরিখে মামা-ভাগ্নে জীবন যাচাইয়ের কাজে নেমে যায়। জনপ্রিয় সিনেমার গল্পের মতো করে সমস্যা সমাধানের চেষ্টা করে।

‘সিনেমায় যেমন হয়’ নাটকটি লিখেছেন আহমেদ রেজাউর রহমান, প্রযোজনা করেছেন আবু তৌহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, প্রাণ রায়, সুব্রত চক্রবর্তী, গোলাম ফরিদা ছন্দা, ইমতু রাতিশ, শাকিলা আক্তার, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।

আর ‘বিদেশি ছেলে’ নাটকের গল্পে দেখা যাবে, ১৫ বছর বিদেশে থাকার পর ফয়েজ দেশে ফিরেছে। সবাই ভীষণ খুশি। মায়ের ইচ্ছে, ছেলের বিয়ে দিয়ে বউ আনবে ঘরে। আত্মীয়স্বজনের মাধ্যমে ফয়েজের বিয়ের জন্য চেষ্টা-তদবির করতে থাকে মা। বিদেশ থেকে ফিরে আসার পর দেশে ফয়েজ কী করবে, তা নিয়ে সবাই উৎসাহী। নানা পরিস্থিতির চক্করে পড়ে তার দিন কাটতে থাকে।

‘বিদেশি ছেলে’ নাটকটি লিখেছেন মীর সাব্বির। প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, দীপা খন্দকার, শাহেদ আলী, তাহমিনা সুলতানা মৌ, সাঈদ বাবু, তানিন তানহা প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত