জামিন পেলেন কাউন্সিলর চিত্তরঞ্জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ৩৫

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস।

গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চিত্তরঞ্জন দাস। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

তাঁর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন প্রমুখ জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

গত শনিবার এক নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে গত শুক্রবার রাতে ওই নারীর সঙ্গে চিত্তরঞ্জনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেটিকে নাটকের মহড়া বলে দাবি করেছেন কাউন্সিলর।

কিন্তু মামলার এজাহের ওই নারী অভিযোগ করেন, একটি কাজে চিত্তরঞ্জন দাস তাকে নিজ কার্যালয়ে ডেকে নেন। তারপর ওই নারীকে কার্যালয়ের একটি কক্ষে বসতে বলেন। পরে চিত্তরঞ্জন ওই কক্ষের দরজা বন্ধ করে শ্লীলতাহানির চেষ্টা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত