নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গার কুমুদবাটিতে ৫৯ লাখ টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। তিনি অভিযোগ পেয়ে গতকাল বুধবার বেলা ১০টার দিকে কাজ পরিদর্শনে যান। এ সময় নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করা হয়। উপজেলার কুমুদবাটির ইকবালের বাড়ি থেকে আকবরের বাড়ির নদী অভিমুখ পর্যন্ত ৫৯ লাখ টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার এইচবিবি করণ গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসেন হোসেন এন্টারপ্রাইজের আসলাম উদ্দিন।
জানা গেছে, ওই সড়কে সিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের ২ ও ৩ নম্বর ইটের ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ পান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। পরে গতকাল বুধবার বেলা ১০টার দিকে সরেজমিন পরিদর্শনে গিয়ে এই অভিযোগের সত্যতা পান এবং কাজ বন্ধ করে দেন। এ সময় পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিমউদ্দিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঠিকাদার আসলাম উদ্দিন বলেন, সিডিউল মোতাবেক ১ নম্বর ইটের ব্যবহার করার কথা বলে তিনি চুক্তিবদ্ধ হন। কিন্তু বাজারে বর্তমান ১ নম্বর ইটের দাম বেড়ে যাওয়ায় ২ নম্বর ইটের ব্যবহার করা হয়। উপজেলা চেয়ারম্যান গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁরা এখন ১ নম্বর ইট এনে কাজ শুরু করবেন।
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বসবাস করা মানুষের চলাচলে এইচবিবি করণের জন্য ১ কিলোমিটার সড়কে ৫৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। শিডিউল মোতাবেক এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট ও বালুর ব্যবহার হচ্ছে। এমন অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়ে এর সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প কর্মকর্তা (অতিরিক্ত) ওমর খৈয়ামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
নাটোরের নলডাঙ্গার কুমুদবাটিতে ৫৯ লাখ টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। তিনি অভিযোগ পেয়ে গতকাল বুধবার বেলা ১০টার দিকে কাজ পরিদর্শনে যান। এ সময় নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করা হয়। উপজেলার কুমুদবাটির ইকবালের বাড়ি থেকে আকবরের বাড়ির নদী অভিমুখ পর্যন্ত ৫৯ লাখ টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার এইচবিবি করণ গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসেন হোসেন এন্টারপ্রাইজের আসলাম উদ্দিন।
জানা গেছে, ওই সড়কে সিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের ২ ও ৩ নম্বর ইটের ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ পান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। পরে গতকাল বুধবার বেলা ১০টার দিকে সরেজমিন পরিদর্শনে গিয়ে এই অভিযোগের সত্যতা পান এবং কাজ বন্ধ করে দেন। এ সময় পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিমউদ্দিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঠিকাদার আসলাম উদ্দিন বলেন, সিডিউল মোতাবেক ১ নম্বর ইটের ব্যবহার করার কথা বলে তিনি চুক্তিবদ্ধ হন। কিন্তু বাজারে বর্তমান ১ নম্বর ইটের দাম বেড়ে যাওয়ায় ২ নম্বর ইটের ব্যবহার করা হয়। উপজেলা চেয়ারম্যান গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁরা এখন ১ নম্বর ইট এনে কাজ শুরু করবেন।
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বসবাস করা মানুষের চলাচলে এইচবিবি করণের জন্য ১ কিলোমিটার সড়কে ৫৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। শিডিউল মোতাবেক এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট ও বালুর ব্যবহার হচ্ছে। এমন অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়ে এর সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প কর্মকর্তা (অতিরিক্ত) ওমর খৈয়ামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে