৩৯ সপ্তাহতালিকায় শীর্ষে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০৬: ৩৮

কলকাতার বাংলা সিরিয়ালে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মিঠাই’। ২০২১ সালের ৪ জানুয়ারি শুরু হয়েছিল সিরিয়ালটির প্রচার। এ বছর পথচলার এক বছর পূর্ণ করল ‘মিঠাই’। রাত আটটা বাজলেই এখন বাঙালির ড্রয়িংরুমে এ নামটিই বেশি শোনা যায়। টিআরপি তালিকায় ‘মিঠাই’-এর আসন টপকাবে—এমন সাধ্য কার! টানা ৩৯ সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষে আছে সিরিয়ালটি। সেই রেকর্ড যে খুব শিগগির ভাঙবে না, তা নিশ্চিত বলা যায়।

এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সেটে ছিল সেলিব্রেশনের আমেজ। শুটিংয়ের ফাঁকে কেক কেটে, স্মৃতিচারণা করে জমিয়ে আনন্দ করলেন প্রধান দুই চরিত্রের অভিনয়শিল্পী সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায়সহ মিঠাই পরিবারের সদস্যরা।

নতুন বছরে ‘মিঠাই’-এর গল্পেও নতুন মোড় আসবে বলে ওই দিন ইঙ্গিত দিলেন সিরিয়াল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। মনে মনে পরস্পরকে ভালোবাসলেও এখনো ভালোবাসা জমে ওঠেনি মিঠাই ও উচ্ছেবাবুর মধ্যে। তাই ধারণা করা হচ্ছে, এবার তাদের জমাট প্রেমই হবে গল্পের সবচেয়ে বড় টুইস্ট।

বর্ষপূর্তি উদ্‌যাপনের সময় মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা বলেন, ‘দর্শকের ভালোবাসা না থাকলে এত সাফল্য পাওয়া হতো না। আশা করছি, যত দিন ‘মিঠাই’ চলবে, এমনই আনন্দ-ফুর্তি করে দেখবেন। আপনারা যেভাবে এক বছর ধরে মিঠাই দেখছেন, তেমনভাবে দেখলে সিরিয়ালটি আরও অনেক দিন চলবে।’

‘মিঠাই’ এমন এক মেয়ের গল্প, যার পরিবার ঐতিহ্য মেনে অনেক বছর ধরে মিষ্টি তৈরি করে। মিষ্টি তৈরিতে সিদ্ধহস্ত মিঠাই নিজেও। সারাক্ষণ দুষ্টুমিতে মাতিয়ে রাখে চারপাশ। মধ্যবিত্ত ঘরের মিঠাইয়ের বিয়ে হয় বড়লোক ঘরের ছেলে উচ্ছেবাবুর সঙ্গে। এরপর নানা সংকট নিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়ালটির গল্প।

জি বাংলায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ‘মিঠাই’।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত