যশোর প্রতিনিধি
যশোরে আড়াই লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে আগামীকাল শনিবার। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুধুমাত্র নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মাধ্যমে টিকা দেওয়া হবে আগ্রহীদের।
গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন শতাধিক মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। লাইন দীর্ঘ হতে হতে একসময় তা হাসপাতালের সামনের সড়কে এসে ঠেকে। বেলা আড়াইটায় টিকাদান শেষ হলেও মানুষের ভিড় ছিল।
টিকা গ্রহীতা সজীব হোসেন বলেন, ‘এর আগে বিভিন্ন সমস্যার কারণে টিকা নেওয়া হয়নি। কিছুদিন আগে শুনেছিলাম চলতি মাসের ২৬ তারিখের পরে প্রথম ডোজের টিকা আর দেওয়া হবে না। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা নিতে এসেছি।’
একই লাইনে দাঁড়িয়ে থাকা মিনারুল ইসলাম বলেন, ‘আমার টিকা নেওয়ার ইচ্ছা ছিল না। তবে এখন শুনছি, টিকা না নিলে কোনো জায়গায় যেতে পারব না। কোনো কাজে বাইরে গেলে টিকা কার্ড লাগবে। আর মূলত বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে টিকা কার্ড দেখানোর জন্য বলা হয়েছে। তাই সময় থাকতেই টিকা নিতে এসেছি।’
যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী হোসাইন বলেন, ‘এর আগে টিকা কেন্দ্রে এত ভিড় হতো না। মাঝেমধ্যে এক-দুদিন একটু চাপ বেশি থাকত। তবে বিগত কয়েক দিন ধরে টিকাকেন্দ্রে মানুষের ভিড় বেড়েছে। তাঁদেরকে সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, বুধবার পর্যন্ত জেলায় ২১ লাখ ৮৭ হাজার ২৭৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৭১৬ জনকে, আর তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৮৩ হাজার ৪৪১ জনকে। জেলার ১১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন মানুষ এখনো প্রথম ডোজের টিকা নেননি।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস আরও বলেন, ‘জেলায় ৮টি উপজেলার ৯৩ ইউনিয়নের ৮৩৭টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে আগামীকাল কমপক্ষে ৩০০ জন করে মোট ২ লাখ ৫১ হাজার ১০০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে ৩০০ জনের বেশি লোক আসলে তাদেরও টিকা দেওয়া হবে। আমাদের লক্ষ্য, জেলার সব মানুষকে প্রথম ডোজের টিকার আওতায় আনা।
যশোরে আড়াই লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে আগামীকাল শনিবার। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুধুমাত্র নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মাধ্যমে টিকা দেওয়া হবে আগ্রহীদের।
গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন শতাধিক মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। লাইন দীর্ঘ হতে হতে একসময় তা হাসপাতালের সামনের সড়কে এসে ঠেকে। বেলা আড়াইটায় টিকাদান শেষ হলেও মানুষের ভিড় ছিল।
টিকা গ্রহীতা সজীব হোসেন বলেন, ‘এর আগে বিভিন্ন সমস্যার কারণে টিকা নেওয়া হয়নি। কিছুদিন আগে শুনেছিলাম চলতি মাসের ২৬ তারিখের পরে প্রথম ডোজের টিকা আর দেওয়া হবে না। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা নিতে এসেছি।’
একই লাইনে দাঁড়িয়ে থাকা মিনারুল ইসলাম বলেন, ‘আমার টিকা নেওয়ার ইচ্ছা ছিল না। তবে এখন শুনছি, টিকা না নিলে কোনো জায়গায় যেতে পারব না। কোনো কাজে বাইরে গেলে টিকা কার্ড লাগবে। আর মূলত বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে টিকা কার্ড দেখানোর জন্য বলা হয়েছে। তাই সময় থাকতেই টিকা নিতে এসেছি।’
যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী হোসাইন বলেন, ‘এর আগে টিকা কেন্দ্রে এত ভিড় হতো না। মাঝেমধ্যে এক-দুদিন একটু চাপ বেশি থাকত। তবে বিগত কয়েক দিন ধরে টিকাকেন্দ্রে মানুষের ভিড় বেড়েছে। তাঁদেরকে সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, বুধবার পর্যন্ত জেলায় ২১ লাখ ৮৭ হাজার ২৭৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৭১৬ জনকে, আর তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৮৩ হাজার ৪৪১ জনকে। জেলার ১১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন মানুষ এখনো প্রথম ডোজের টিকা নেননি।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস আরও বলেন, ‘জেলায় ৮টি উপজেলার ৯৩ ইউনিয়নের ৮৩৭টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে আগামীকাল কমপক্ষে ৩০০ জন করে মোট ২ লাখ ৫১ হাজার ১০০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে ৩০০ জনের বেশি লোক আসলে তাদেরও টিকা দেওয়া হবে। আমাদের লক্ষ্য, জেলার সব মানুষকে প্রথম ডোজের টিকার আওতায় আনা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে