দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে রোগীদের কাছ থেকে টিকিটের বাইরে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রোগীদের অভিযোগ, সরকারনির্ধারিত পাঁচ টাকার টিকিট কাটলেও চিকিৎসককে অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা দিতে হচ্ছে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আর এই অভিযোগ হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম সরদারের বিরুদ্ধে।
উপজেলার পশ্চিম মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহিনুর বেগম অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ টাকা জমা দিয়ে ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটেছি। কিন্তু ডাক্তারের কক্ষে ঢোকার আগে ডাক্তার ৫০ টাকা চাইছে। পরে বাধ্য হয়ে ৫০ টাকা দিয়েই ডাক্তারকে দেখাতে হয়েছে।’
চড়কখোলা গ্রামের তাছলিমা বেগম বলেন, ‘কাউন্টার থেকে পাঁচ টাকার টিকিট নিয়ে ডাক্তারের কক্ষে যাই। সেখানে লাইনে দাঁড়ালে ডাক্তার আবুল কালাম সরদার খুচরা ৫০ টাকা বাইর করতে বলেন। ৫০ টাকার এক পয়সা কম হলেও তিনি রোগী দেখেন না।’
এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম সরদার বলেন, ‘আমি ৫০ টাকা কিংবা ১০০ টাকা করে রোগীদের থেকে নিই, বিষয়টি আমার উচ্চপদস্থ কর্মকর্তারা জানেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী আমি অতিরিক্ত টাকা নিচ্ছি।’
মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল আহমেদ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম হচ্ছে, সেটা আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। সরকারনির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা কেন নেওয়া হচ্ছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি নির্দেশনা দেওয়া আছে পাঁচ টাকা করে নেওয়ার। বেশি নেওয়ার অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে রোগীদের কাছ থেকে টিকিটের বাইরে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রোগীদের অভিযোগ, সরকারনির্ধারিত পাঁচ টাকার টিকিট কাটলেও চিকিৎসককে অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা দিতে হচ্ছে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আর এই অভিযোগ হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম সরদারের বিরুদ্ধে।
উপজেলার পশ্চিম মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহিনুর বেগম অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ টাকা জমা দিয়ে ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটেছি। কিন্তু ডাক্তারের কক্ষে ঢোকার আগে ডাক্তার ৫০ টাকা চাইছে। পরে বাধ্য হয়ে ৫০ টাকা দিয়েই ডাক্তারকে দেখাতে হয়েছে।’
চড়কখোলা গ্রামের তাছলিমা বেগম বলেন, ‘কাউন্টার থেকে পাঁচ টাকার টিকিট নিয়ে ডাক্তারের কক্ষে যাই। সেখানে লাইনে দাঁড়ালে ডাক্তার আবুল কালাম সরদার খুচরা ৫০ টাকা বাইর করতে বলেন। ৫০ টাকার এক পয়সা কম হলেও তিনি রোগী দেখেন না।’
এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম সরদার বলেন, ‘আমি ৫০ টাকা কিংবা ১০০ টাকা করে রোগীদের থেকে নিই, বিষয়টি আমার উচ্চপদস্থ কর্মকর্তারা জানেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী আমি অতিরিক্ত টাকা নিচ্ছি।’
মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল আহমেদ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম হচ্ছে, সেটা আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। সরকারনির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা কেন নেওয়া হচ্ছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি নির্দেশনা দেওয়া আছে পাঁচ টাকা করে নেওয়ার। বেশি নেওয়ার অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে