নান্দাইল প্রতিনিধি
পঞ্চম ধাপে নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয় গত বুধবার। এতে মোয়াজ্জেমপুর ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোছা. তাছলিমা আক্তার শিউলী। স্বাধীনতার পর নান্দাইল উপজেলায় এই প্রথম কোনো নারী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলেন।
তাছলিমা মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মূর্শেদ আলীর স্ত্রী।
পঞ্চম ধাপে নান্দাইলের ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্য তাছলিমা আক্তার ছিলেন একমাত্র নারী প্রার্থী।
নান্দাইল নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মোয়াজ্জেমপুর ইউপির ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রর ৭৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৬ হাজার ৬২৬ জন। তাঁদের মধ্যে ১৯ হাজার ৪২৬ জন ভোটার ভোট দেন। বাতিল হয় ৫৫০টি ভোট। প্রদত্ত বৈধ ভোটের মধ্যে তাছলিমা আক্তার ৭ হাজার ৩৫৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. আবুল খায়ের পান ৬ হাজার ৭২৮ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ৬৩০ ভোট বেশি পেয়ে তাছলিমা আক্তার শিউলী উপজেলায় প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হন।
এই ইউপিতে আওয়ামী লীগ নেতা শেখ খায়রুল ইসলাম, ছাত্রনেতা সাইদুল ইসলাম সোহাগ, ইসলামি আন্দোলনের আজহারুল ইসলামও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক সবুজ মিয়া জানান, তাছলামা আক্তার যোগ্য প্রার্থী ছিলেন। তাই জনগণ তাঁকেই ভোট দিয়ে জয়ী করেছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলী আজকের পত্রিকাকে বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছেন। গৃহিণী থেকে আমি এখন চেয়ারম্যান। আমি জনগণের সুখ-দুঃখে তাঁদের পাশে থাকতে সাধ্যমতো চেষ্টা করে যাব।’
পঞ্চম ধাপে নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয় গত বুধবার। এতে মোয়াজ্জেমপুর ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোছা. তাছলিমা আক্তার শিউলী। স্বাধীনতার পর নান্দাইল উপজেলায় এই প্রথম কোনো নারী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলেন।
তাছলিমা মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মূর্শেদ আলীর স্ত্রী।
পঞ্চম ধাপে নান্দাইলের ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্য তাছলিমা আক্তার ছিলেন একমাত্র নারী প্রার্থী।
নান্দাইল নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মোয়াজ্জেমপুর ইউপির ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রর ৭৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৬ হাজার ৬২৬ জন। তাঁদের মধ্যে ১৯ হাজার ৪২৬ জন ভোটার ভোট দেন। বাতিল হয় ৫৫০টি ভোট। প্রদত্ত বৈধ ভোটের মধ্যে তাছলিমা আক্তার ৭ হাজার ৩৫৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. আবুল খায়ের পান ৬ হাজার ৭২৮ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ৬৩০ ভোট বেশি পেয়ে তাছলিমা আক্তার শিউলী উপজেলায় প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হন।
এই ইউপিতে আওয়ামী লীগ নেতা শেখ খায়রুল ইসলাম, ছাত্রনেতা সাইদুল ইসলাম সোহাগ, ইসলামি আন্দোলনের আজহারুল ইসলামও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক সবুজ মিয়া জানান, তাছলামা আক্তার যোগ্য প্রার্থী ছিলেন। তাই জনগণ তাঁকেই ভোট দিয়ে জয়ী করেছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলী আজকের পত্রিকাকে বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছেন। গৃহিণী থেকে আমি এখন চেয়ারম্যান। আমি জনগণের সুখ-দুঃখে তাঁদের পাশে থাকতে সাধ্যমতো চেষ্টা করে যাব।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৯ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১২ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে