বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঘোষণাটা আসে কয়েক দিন আগে। নেভি ব্লু রঙের একটি কেকের ছবি ফেসবুকে পোস্ট করেন অপূর্ব। কেকের ওপর লেখা, ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। ক্যাপশনে খোলাসা করলেন আরও খানিকটা, ‘একটি নতুন শুরু। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’ বোঝা গেল, নতুন উদ্যোগ নিয়েছেন অপূর্ব। শুরু করেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান।
অপূর্বর প্রতিষ্ঠানের নাম ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হলো প্রথম নাটক। নাম ‘শুধু তুমিময়’। বানিয়েছেন মাহমুদুর রহমান হিমি, লিখেছেন যোবায়েদ আহসান। গত শুক্র ও শনিবার উত্তরায় হলো শুটিং। অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর।
অভিনয়ের বাইরেও অন্যান্য দিক, যেমন পরিচালনা, গল্প লেখা—এসবের প্রতি আগে থেকেই আগ্রহী অপূর্ব। এর আগে ২০১২ সালে ‘ব্যাকডেটেড’ নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন। এ ছাড়া গত কয়েক বছরে অপূর্বর গল্পভাবনায় অসংখ্য নাটক নির্মিত হয়েছে। কেন তিনি আগ্রহী হলেন প্রযোজনায়?
অপূর্ব বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম। সারা বছর অভিনয় নিয়ে এতই ব্যস্ত থাকি যে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা হয়ে ওঠে না। নাটকে এখন সময় নিয়ে কাজ করা যায়, ভালো অ্যারেঞ্জমেন্টও থাকে। তারপরও নিজের কিছু গল্প থাকে, যেগুলো মনে হয় নিজের মতো তৈরি করতে পারলে আরও ভালো হয়। তাই এ উদ্যোগ।’
ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের ব্যানারে বিজ্ঞাপন, নাটক, সিনেমা, ইভেন্টসহ সব মাধ্যমেই কাজ করবেন অপূর্ব। তবে নিজের প্রতিষ্ঠান হয়েছে বলে অন্য প্রযোজকদের কাজ করবেন না, তা নয়। অপূর্ব বলেন, ‘আগে যেভাবে সবার সঙ্গে কাজ করতাম, সেভাবেই করব। কিছু কিছু কাজ ড্রিমবক্সের ব্যানারে হবে। মাত্র তো শুরু করলাম। দেখা যাক কত দূর কী করতে পারি!’
নিজের প্রতিষ্ঠানে নতুন নির্মাতাদেরও সুযোগ দিতে চান অপূর্ব। বিশেষ করে যারা সহকারী পরিচালক, অন্য নির্মাতাদের সঙ্গে কাজ করেন আর সুযোগ খোঁজেন নির্মাণের; তাঁদের সুযোগ দিতে চান অপূর্ব। অপূর্ব বলেন, ‘নতুনরা তো সব সময় ব্যতিক্রমী কাজ করেন। ড্রিমবক্সে তাঁরা সুযোগ পাবেন। তবে ভালো জানাশোনা থাকতে হবে। ভালো গল্প নিয়ে এলে আমার দুয়ার তাঁদের জন্য উন্মুক্ত।’
ঘোষণাটা আসে কয়েক দিন আগে। নেভি ব্লু রঙের একটি কেকের ছবি ফেসবুকে পোস্ট করেন অপূর্ব। কেকের ওপর লেখা, ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। ক্যাপশনে খোলাসা করলেন আরও খানিকটা, ‘একটি নতুন শুরু। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’ বোঝা গেল, নতুন উদ্যোগ নিয়েছেন অপূর্ব। শুরু করেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান।
অপূর্বর প্রতিষ্ঠানের নাম ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হলো প্রথম নাটক। নাম ‘শুধু তুমিময়’। বানিয়েছেন মাহমুদুর রহমান হিমি, লিখেছেন যোবায়েদ আহসান। গত শুক্র ও শনিবার উত্তরায় হলো শুটিং। অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর।
অভিনয়ের বাইরেও অন্যান্য দিক, যেমন পরিচালনা, গল্প লেখা—এসবের প্রতি আগে থেকেই আগ্রহী অপূর্ব। এর আগে ২০১২ সালে ‘ব্যাকডেটেড’ নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন। এ ছাড়া গত কয়েক বছরে অপূর্বর গল্পভাবনায় অসংখ্য নাটক নির্মিত হয়েছে। কেন তিনি আগ্রহী হলেন প্রযোজনায়?
অপূর্ব বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম। সারা বছর অভিনয় নিয়ে এতই ব্যস্ত থাকি যে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা হয়ে ওঠে না। নাটকে এখন সময় নিয়ে কাজ করা যায়, ভালো অ্যারেঞ্জমেন্টও থাকে। তারপরও নিজের কিছু গল্প থাকে, যেগুলো মনে হয় নিজের মতো তৈরি করতে পারলে আরও ভালো হয়। তাই এ উদ্যোগ।’
ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের ব্যানারে বিজ্ঞাপন, নাটক, সিনেমা, ইভেন্টসহ সব মাধ্যমেই কাজ করবেন অপূর্ব। তবে নিজের প্রতিষ্ঠান হয়েছে বলে অন্য প্রযোজকদের কাজ করবেন না, তা নয়। অপূর্ব বলেন, ‘আগে যেভাবে সবার সঙ্গে কাজ করতাম, সেভাবেই করব। কিছু কিছু কাজ ড্রিমবক্সের ব্যানারে হবে। মাত্র তো শুরু করলাম। দেখা যাক কত দূর কী করতে পারি!’
নিজের প্রতিষ্ঠানে নতুন নির্মাতাদেরও সুযোগ দিতে চান অপূর্ব। বিশেষ করে যারা সহকারী পরিচালক, অন্য নির্মাতাদের সঙ্গে কাজ করেন আর সুযোগ খোঁজেন নির্মাণের; তাঁদের সুযোগ দিতে চান অপূর্ব। অপূর্ব বলেন, ‘নতুনরা তো সব সময় ব্যতিক্রমী কাজ করেন। ড্রিমবক্সে তাঁরা সুযোগ পাবেন। তবে ভালো জানাশোনা থাকতে হবে। ভালো গল্প নিয়ে এলে আমার দুয়ার তাঁদের জন্য উন্মুক্ত।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১২ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৫ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে