ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির তাঁতের গামছা বিলুপ্তির পথে। যন্ত্রে বোনা গামছার সঙ্গে তাঁতে বোনা গামছা প্রতিযোগিতায় টিকতে পারছে না। আর আয় কম হওয়ায় অধিকাংশ কারিগর ছেড়েছেন এই পেশার শিল্প। তাঁতে বোনা গামছা টিকিয়ে রাখতে স্বল্পসুদে ঋণ চান কারিগরেরা।
ঝালকাঠির বাসন্ডা নদীর পশ্চিম পাড়ের বাসন্ডায় প্রায় ২০০ তাঁতি পরিবার ছিল। তাঁরা হস্তচালিত তাঁতে শাড়ি, লুঙ্গি ও গামছা বুনতেন। মহাজনদের পদচারণ ও তাঁতের খটাস খটাস শব্দে মুখরিত থাকত কারিগরবাড়ি। তখন গোটা দেশে ঝালকাঠির তাঁতপণ্যের গৌরব ছিল। বর্তমানে বাসন্ডা কারিগর বাড়িতে দু-চারটি তাঁতি পরিবার এই পেশা ধরে রেখেছে। অন্যরা পেশা বদল করেছেন। মূলত আধুনিক যন্ত্রে তৈরি গামছার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে তাঁতে বোনা গামছা হারিয়ে যাচ্ছে।
ঐতিহ্যবাহী ঝালকাঠির গনি মিঞার গামছা একসময় ছিল দেশসেরা। সাত বছর আগে গনি মিঞা মারা যাওয়ার পর জৌলুশ হারিয়েছে ঝালকাঠির তাঁতে বোনা গামছা। লোকসান দিয়েও বর্তমানে বাবার তাঁত মেশিনে গামছা বোনেন ছেলে নাসির উদ্দিন মিঞা। তিনি বলেন, ‘মা আর আমি প্রতি সাড়ে ৩ ঘণ্টায় দুটি গামছা তৈরি করতাম। গামছাপ্রতি খরচ হয় ২৫০ টাকা। পাইকারি দর ৩০০ টাকা। আর খুচরা ৩৫০ টাকা। এত অল্প লাভে এখন টিকে থাকাই কষ্টকর।’
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মিঞা জানান, এখনো ১০-১৫টি পরিবার এ তাঁতশিল্প আঁকড়ে আছে।
কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার বনগাঁ এলাকার কাপড় ব্যবসায়ী উত্তম দেবনাথ বলেন, ‘কলকাতায় ঝালকাঠির তাঁতের গামছার কদর ছিল। বাংলাদেশ থেকে কেউ এলে ঝালকাঠির গামছা নিয়ে আসতে বলা হতো।’
ঝালকাঠির তাঁতকারিগরেরা জানান, একটি তাঁত চালিয়ে প্রতিদিন দুটির বেশি গামছা তৈরি করা যায়। আর এক বান্ডিল সুতা ২ হাজার টাকায় কিনতে হয়। ছয় বান্ডিল সুতা দিয়ে সর্বোচ্চ দেড় শ পিস গামছা তৈরি করা যায়। প্রতিটি গামছা তৈরির মজুরি পড়ে ৭০-৮০ টাকা। সুতা ও মজুরি মিলিয়ে প্রায় ২৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে আয় আসে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। এই অল্প আয়ে পরিবার চালানো দায়।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ‘আর্থিক সংকটে এই সমস্যা তৈরি হয়েছে। তাই তাঁরা যাতে বিসিক ও ব্যাংক থেকে দ্রুত স্বল্প সুদে ঋণ পান, সে ব্যবস্থা করব।’
ঝালকাঠির তাঁতের গামছা বিলুপ্তির পথে। যন্ত্রে বোনা গামছার সঙ্গে তাঁতে বোনা গামছা প্রতিযোগিতায় টিকতে পারছে না। আর আয় কম হওয়ায় অধিকাংশ কারিগর ছেড়েছেন এই পেশার শিল্প। তাঁতে বোনা গামছা টিকিয়ে রাখতে স্বল্পসুদে ঋণ চান কারিগরেরা।
ঝালকাঠির বাসন্ডা নদীর পশ্চিম পাড়ের বাসন্ডায় প্রায় ২০০ তাঁতি পরিবার ছিল। তাঁরা হস্তচালিত তাঁতে শাড়ি, লুঙ্গি ও গামছা বুনতেন। মহাজনদের পদচারণ ও তাঁতের খটাস খটাস শব্দে মুখরিত থাকত কারিগরবাড়ি। তখন গোটা দেশে ঝালকাঠির তাঁতপণ্যের গৌরব ছিল। বর্তমানে বাসন্ডা কারিগর বাড়িতে দু-চারটি তাঁতি পরিবার এই পেশা ধরে রেখেছে। অন্যরা পেশা বদল করেছেন। মূলত আধুনিক যন্ত্রে তৈরি গামছার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে তাঁতে বোনা গামছা হারিয়ে যাচ্ছে।
ঐতিহ্যবাহী ঝালকাঠির গনি মিঞার গামছা একসময় ছিল দেশসেরা। সাত বছর আগে গনি মিঞা মারা যাওয়ার পর জৌলুশ হারিয়েছে ঝালকাঠির তাঁতে বোনা গামছা। লোকসান দিয়েও বর্তমানে বাবার তাঁত মেশিনে গামছা বোনেন ছেলে নাসির উদ্দিন মিঞা। তিনি বলেন, ‘মা আর আমি প্রতি সাড়ে ৩ ঘণ্টায় দুটি গামছা তৈরি করতাম। গামছাপ্রতি খরচ হয় ২৫০ টাকা। পাইকারি দর ৩০০ টাকা। আর খুচরা ৩৫০ টাকা। এত অল্প লাভে এখন টিকে থাকাই কষ্টকর।’
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মিঞা জানান, এখনো ১০-১৫টি পরিবার এ তাঁতশিল্প আঁকড়ে আছে।
কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার বনগাঁ এলাকার কাপড় ব্যবসায়ী উত্তম দেবনাথ বলেন, ‘কলকাতায় ঝালকাঠির তাঁতের গামছার কদর ছিল। বাংলাদেশ থেকে কেউ এলে ঝালকাঠির গামছা নিয়ে আসতে বলা হতো।’
ঝালকাঠির তাঁতকারিগরেরা জানান, একটি তাঁত চালিয়ে প্রতিদিন দুটির বেশি গামছা তৈরি করা যায়। আর এক বান্ডিল সুতা ২ হাজার টাকায় কিনতে হয়। ছয় বান্ডিল সুতা দিয়ে সর্বোচ্চ দেড় শ পিস গামছা তৈরি করা যায়। প্রতিটি গামছা তৈরির মজুরি পড়ে ৭০-৮০ টাকা। সুতা ও মজুরি মিলিয়ে প্রায় ২৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে আয় আসে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। এই অল্প আয়ে পরিবার চালানো দায়।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ‘আর্থিক সংকটে এই সমস্যা তৈরি হয়েছে। তাই তাঁরা যাতে বিসিক ও ব্যাংক থেকে দ্রুত স্বল্প সুদে ঋণ পান, সে ব্যবস্থা করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে