স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৩ শিল্পীর চিত্র প্রদর্শনী

গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮: ০৭
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩: ০৫

গফরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তিন শিল্পীর প্রদর্শনী শুরু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদের আলতাফ গোলন্দাজ মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। উপজেলা প্রশাসনের উদ্যোগে নবান্ন উৎসব, নারী উদ্যোক্তাদের পণ্য মেলা ও চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, চিত্রশিল্পী জ. ই সুমন, ভাস্কর্য শিল্পী নৃপল খান, আলোকচিত্র শিল্পী নাহিয়ান তমাল প্রমুখ।

প্রদর্শনী আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এদিকে সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক পরিবেশনায় অংশ নিয়েছে। এ ছাড়া জহির রায়হানের প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড প্রদর্শন করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত