কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেঁকে বসেছে শীত। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
সীমান্তঘেঁষা এই উপজেলায় বিকেল হলেই কুয়াশাচ্ছন্ন হতে থাকে চারদিক। সন্ধ্যার পর থেকে সারা রাত বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে কুয়াশা। প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। চলতে-ফিরতে খুব কষ্ট হয় অসহায় খেটে খাওয়া মানুষগুলোর।
এদিকে শুরু হয়েছে বোরো আবাদের মৌসুম। গত বছরের শেষ দিকে হওয়া অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আমনচাষিদের কিছুটা ক্ষতি পোষাতে বোরো আবাদে মনোযোগী হওয়ার ইচ্ছা ছিল। ঘন কুয়াশার কারণে তাঁরা কাজে যেতে পারছেন না। তবে কয়েকটি এলাকায় ঘন কুয়াশার মধ্যেই নিরুপায় হয়ে মাঠে কাজ করতে হচ্ছে কৃষকদের। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে শিশু ও বৃদ্ধ বয়সী লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
উপজেলার সৈয়দাবাদ গ্রামের কৃষক কাওসার মিয়া জানান, প্রচণ্ড শীতে ঘর হতে বের হওয়াই মুশকিল। তা ছাড়া ঘন কুয়াশার কারণে ১০ হাত দূরেও কিছু দেখা যায় না। কৃষিকাজের জন্য ভোরবেলা উত্তম সময় হলেও ঘন কুয়াশার কারণে বোরো আবাদেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
শিকারপুর গ্রামের বোরোচাষি উজ্জ্বল মিয়া জানান, তীব্র শীতের কারণে ভোরবেলা জমিতে কাজ করার মতো লোক পাওয়া যায় না। পরিচিত কাজের লোকজন যাঁরা আছেন, তাঁদের বললেও শীত ও কুয়াশার বাহানায় কাজে যেতে অনীহা দেখাচ্ছেন। নিরুপায় হয়ে কুয়াশা কমার অপেক্ষা করা হচ্ছে।
বৃষ্টির কারণে যেমন আমন ধান দেরিতে কাটতে হয়েছে, তেমনি সময়মতো কাজের লোক না পাওয়া গেলে বোরো আবাদেও বিলম্বের আশঙ্কা করছেন কৃষক।
আলম মিয়া, নান্টু মিয়া, ছিদ্দিক মিয়াসহ বেশ কয়েকজন খেটে খাওয়া মানুষ বলেন, শীত এবং কুয়াশায় হাতই মেলা যায় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, কয়েক সপ্তাহ ধরে তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগ শ্বাসকষ্ট, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। অধিকাংশ রোগীরাই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে এই সময়ে শিশু ও বৃদ্ধদের একটু বেশি বাড়তি যত্ন নিতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেঁকে বসেছে শীত। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
সীমান্তঘেঁষা এই উপজেলায় বিকেল হলেই কুয়াশাচ্ছন্ন হতে থাকে চারদিক। সন্ধ্যার পর থেকে সারা রাত বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে কুয়াশা। প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। চলতে-ফিরতে খুব কষ্ট হয় অসহায় খেটে খাওয়া মানুষগুলোর।
এদিকে শুরু হয়েছে বোরো আবাদের মৌসুম। গত বছরের শেষ দিকে হওয়া অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আমনচাষিদের কিছুটা ক্ষতি পোষাতে বোরো আবাদে মনোযোগী হওয়ার ইচ্ছা ছিল। ঘন কুয়াশার কারণে তাঁরা কাজে যেতে পারছেন না। তবে কয়েকটি এলাকায় ঘন কুয়াশার মধ্যেই নিরুপায় হয়ে মাঠে কাজ করতে হচ্ছে কৃষকদের। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে শিশু ও বৃদ্ধ বয়সী লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
উপজেলার সৈয়দাবাদ গ্রামের কৃষক কাওসার মিয়া জানান, প্রচণ্ড শীতে ঘর হতে বের হওয়াই মুশকিল। তা ছাড়া ঘন কুয়াশার কারণে ১০ হাত দূরেও কিছু দেখা যায় না। কৃষিকাজের জন্য ভোরবেলা উত্তম সময় হলেও ঘন কুয়াশার কারণে বোরো আবাদেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
শিকারপুর গ্রামের বোরোচাষি উজ্জ্বল মিয়া জানান, তীব্র শীতের কারণে ভোরবেলা জমিতে কাজ করার মতো লোক পাওয়া যায় না। পরিচিত কাজের লোকজন যাঁরা আছেন, তাঁদের বললেও শীত ও কুয়াশার বাহানায় কাজে যেতে অনীহা দেখাচ্ছেন। নিরুপায় হয়ে কুয়াশা কমার অপেক্ষা করা হচ্ছে।
বৃষ্টির কারণে যেমন আমন ধান দেরিতে কাটতে হয়েছে, তেমনি সময়মতো কাজের লোক না পাওয়া গেলে বোরো আবাদেও বিলম্বের আশঙ্কা করছেন কৃষক।
আলম মিয়া, নান্টু মিয়া, ছিদ্দিক মিয়াসহ বেশ কয়েকজন খেটে খাওয়া মানুষ বলেন, শীত এবং কুয়াশায় হাতই মেলা যায় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, কয়েক সপ্তাহ ধরে তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগ শ্বাসকষ্ট, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। অধিকাংশ রোগীরাই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে এই সময়ে শিশু ও বৃদ্ধদের একটু বেশি বাড়তি যত্ন নিতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে