পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে জনতা জুট মিলের শ্রমিকেরা বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করেন। মিল কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভের সময় প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করেছেন শ্রমিকেরা।
অন্যদিকে শ্রমিকেরা বলছেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাঁদের বেতন-বোনাস না বাড়িয়ে উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। তবে এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। পরে পলাশ থানা-পুলিশ ও নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ মিলটি বন্ধ ঘোষণা করে।
জনতা জুট মিল সূত্রে জানা গেছে, ৪ ঘণ্টাব্যাপী এই হামলায় মিলের জিএম অফিস, লেবার অফিস, আইটি অফিস, মেডিকেল হল, জিএম বাংলোর বিভিন্ন আসবাব ও একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলটিতে ছয় হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। সম্প্রতি মালিকানা পরিবর্তন হয় এবং আকিজ গ্রুপ মিল পরিচালনার দায়িত্ব নেয়। দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাঁদের বেতন-বোনাস না বাড়িয়ে উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। শ্রমিকদের অল্প মজুরি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করানো হচ্ছিল। বন্ধের দিনেও পারিশ্রমিক না দিয়ে কাজ করানো, শ্রমিকদের আবাসনের পানি ও গ্যাস সরবরাহ বন্ধ করাসহ নানা ভোগান্তিতে রেখেছে মিল কর্তৃপক্ষ। এ অবস্থায় মিলে কর্মরত শ্রমিকদের একাংশ বাধ্য হয়ে শ্রমিক আন্দোলনে নেমেছে বলে দাবি তাঁদের।
এদিকে মিলের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারোয়ার জাহান বলেন, একটি পক্ষ উসকানিমূলকভাবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের খেপিয়ে দিয়ে এই অরাজকতার সৃষ্টি করেছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক আরঙ্গজেব বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁদের কিছু দাবি মিলমালিক কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তাঁরা এই বিক্ষোভের ডাক দেন। বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় মিলের অনেক স্থানে ভাঙচুর হয়।’
নরসিংদীর পলাশে জনতা জুট মিলের শ্রমিকেরা বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করেন। মিল কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভের সময় প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করেছেন শ্রমিকেরা।
অন্যদিকে শ্রমিকেরা বলছেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাঁদের বেতন-বোনাস না বাড়িয়ে উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। তবে এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। পরে পলাশ থানা-পুলিশ ও নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ মিলটি বন্ধ ঘোষণা করে।
জনতা জুট মিল সূত্রে জানা গেছে, ৪ ঘণ্টাব্যাপী এই হামলায় মিলের জিএম অফিস, লেবার অফিস, আইটি অফিস, মেডিকেল হল, জিএম বাংলোর বিভিন্ন আসবাব ও একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলটিতে ছয় হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। সম্প্রতি মালিকানা পরিবর্তন হয় এবং আকিজ গ্রুপ মিল পরিচালনার দায়িত্ব নেয়। দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাঁদের বেতন-বোনাস না বাড়িয়ে উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। শ্রমিকদের অল্প মজুরি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করানো হচ্ছিল। বন্ধের দিনেও পারিশ্রমিক না দিয়ে কাজ করানো, শ্রমিকদের আবাসনের পানি ও গ্যাস সরবরাহ বন্ধ করাসহ নানা ভোগান্তিতে রেখেছে মিল কর্তৃপক্ষ। এ অবস্থায় মিলে কর্মরত শ্রমিকদের একাংশ বাধ্য হয়ে শ্রমিক আন্দোলনে নেমেছে বলে দাবি তাঁদের।
এদিকে মিলের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারোয়ার জাহান বলেন, একটি পক্ষ উসকানিমূলকভাবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের খেপিয়ে দিয়ে এই অরাজকতার সৃষ্টি করেছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক আরঙ্গজেব বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁদের কিছু দাবি মিলমালিক কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তাঁরা এই বিক্ষোভের ডাক দেন। বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় মিলের অনেক স্থানে ভাঙচুর হয়।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে