রাজশাহী প্রতিনিধি
শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং পঠনপাঠনে সামঞ্জস্য আনতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আসন কমানোর চিন্তাভাবনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আসন কমলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা। সেই লক্ষ্যে এ বছরও ভর্তি পরীক্ষায় কমানো হয়েছে কিছু আসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে পঠনপাঠনের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি গবেষণা ক্ষেত্রে অধিক সুযোগ সৃষ্টির কথা চিন্তা করে বিভাগগুলোতে আসনসংখ্যা কমানোর চিন্তা করা হচ্ছে। কর্তৃপক্ষ মনে করছে, অধিক শিক্ষার্থীর ফলে শ্রেণিকক্ষে পাঠদানে যেমন সমস্যা সৃষ্টি হচ্ছে, তেমনি শিক্ষার্থীর তুলনায় গবেষণাগার সংকুলান না হওয়ায় দক্ষ গবেষক ও গবেষণাকার্য সম্পাদনে ব্যাঘাত ঘটছে। এমনকি চাহিদা অনুসারে বাজেট প্রণয়নও সম্ভব হচ্ছে না। ফলে দিনের পর দিন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের।
আসনসংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক ও সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার জায়গা। আমরা চাই, এখানে সর্বদা গুণগত শিক্ষা-গবেষণা চালু থাকুক। দেশ-জাতির নতুন কিছু অর্জন হোক। সেই লক্ষ্যে কাজ করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এ বছর কিছু আসন কমানো হয়েছে। পরে আরও কিছু আসন কমানোর চিন্তা করা হয়েছে, যাতে সব বিভাগের শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ফিল্ড ওয়ার্ক সম্পন্ন করতে পারেন এবং ল্যাব ও ক্লাসে তাঁদের যথাযথভাবে পাঠদান ও গবেষণাকার্য সম্পাদন সম্ভব হয়। অধিক শিক্ষার্থীর ফলে এসব ব্যাহত হচ্ছে।’
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটে আসনসংখ্যা কমেছে ১৬৮টি। এর মধ্যে কলা অনুষদভুক্ত ইতিহাস বিভাগে কমেছে ১০টি, বাংলা বিভাগে ২০টি ও নাট্যকলা বিভাগে ৫টি আসন কমেছে। তা ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগে আসন কমেছে ১০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কমেছে ১০টি, সমাজকর্ম বিভাগে ২০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০টি, লোকপ্রশাসনে ১০টি, নৃবিজ্ঞানে ৬টি ও ফোকলোর বিভাগে কমেছে ৬টি আসন।
এ ছাড়া জীববিজ্ঞান অনুষদভুক্ত মনোবিজ্ঞান বিভাগে কমেছে ৫টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে ১৫টি আসন। প্রকৌশল অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি এবং ভূ-বিদ্যা অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে কমেছে ৬টি আসন। চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে কমেছে ১৫টি আসন। ফলে বিশেষ কোটা বাদে আসনসংখ্যা হয়েছে ৪ হাজার ৫টি। তবে গত ২ বছরে ৩ ইউনিটে বিশেষ কোটা বাদে ছিল ৪ হাজার ১৭৩টি আসন।
আসন কমানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। তাই এ বিশ্ববিদ্যালয়ে আরও কিছু আসন কমানোর চিন্তা চলছে, যাতে সার্বিক বিষয়ে সামঞ্জস্য রেখে গুণগত মানের শিক্ষা ও উন্নত গবেষণার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ত্বরান্বিত করা সহজ হয়।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং পঠনপাঠনে সামঞ্জস্য আনতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আসন কমানোর চিন্তাভাবনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আসন কমলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা। সেই লক্ষ্যে এ বছরও ভর্তি পরীক্ষায় কমানো হয়েছে কিছু আসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে পঠনপাঠনের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি গবেষণা ক্ষেত্রে অধিক সুযোগ সৃষ্টির কথা চিন্তা করে বিভাগগুলোতে আসনসংখ্যা কমানোর চিন্তা করা হচ্ছে। কর্তৃপক্ষ মনে করছে, অধিক শিক্ষার্থীর ফলে শ্রেণিকক্ষে পাঠদানে যেমন সমস্যা সৃষ্টি হচ্ছে, তেমনি শিক্ষার্থীর তুলনায় গবেষণাগার সংকুলান না হওয়ায় দক্ষ গবেষক ও গবেষণাকার্য সম্পাদনে ব্যাঘাত ঘটছে। এমনকি চাহিদা অনুসারে বাজেট প্রণয়নও সম্ভব হচ্ছে না। ফলে দিনের পর দিন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের।
আসনসংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক ও সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার জায়গা। আমরা চাই, এখানে সর্বদা গুণগত শিক্ষা-গবেষণা চালু থাকুক। দেশ-জাতির নতুন কিছু অর্জন হোক। সেই লক্ষ্যে কাজ করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এ বছর কিছু আসন কমানো হয়েছে। পরে আরও কিছু আসন কমানোর চিন্তা করা হয়েছে, যাতে সব বিভাগের শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ফিল্ড ওয়ার্ক সম্পন্ন করতে পারেন এবং ল্যাব ও ক্লাসে তাঁদের যথাযথভাবে পাঠদান ও গবেষণাকার্য সম্পাদন সম্ভব হয়। অধিক শিক্ষার্থীর ফলে এসব ব্যাহত হচ্ছে।’
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটে আসনসংখ্যা কমেছে ১৬৮টি। এর মধ্যে কলা অনুষদভুক্ত ইতিহাস বিভাগে কমেছে ১০টি, বাংলা বিভাগে ২০টি ও নাট্যকলা বিভাগে ৫টি আসন কমেছে। তা ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগে আসন কমেছে ১০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কমেছে ১০টি, সমাজকর্ম বিভাগে ২০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০টি, লোকপ্রশাসনে ১০টি, নৃবিজ্ঞানে ৬টি ও ফোকলোর বিভাগে কমেছে ৬টি আসন।
এ ছাড়া জীববিজ্ঞান অনুষদভুক্ত মনোবিজ্ঞান বিভাগে কমেছে ৫টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে ১৫টি আসন। প্রকৌশল অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি এবং ভূ-বিদ্যা অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে কমেছে ৬টি আসন। চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে কমেছে ১৫টি আসন। ফলে বিশেষ কোটা বাদে আসনসংখ্যা হয়েছে ৪ হাজার ৫টি। তবে গত ২ বছরে ৩ ইউনিটে বিশেষ কোটা বাদে ছিল ৪ হাজার ১৭৩টি আসন।
আসন কমানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। তাই এ বিশ্ববিদ্যালয়ে আরও কিছু আসন কমানোর চিন্তা চলছে, যাতে সার্বিক বিষয়ে সামঞ্জস্য রেখে গুণগত মানের শিক্ষা ও উন্নত গবেষণার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ত্বরান্বিত করা সহজ হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে