রাজীব কুমার সাহা
বাংলা ভাষায় অতিপরিচিত একটি শব্দ হলো উজবুক। দৈনন্দিন কথাবার্তায় আমরা প্রায়ই শব্দটি ব্যবহার করে থাকি। সাধারণত পরিস্থিতির প্রসঙ্গক্রমে বুদ্ধিহীন বা নির্বোধ কোনো ব্যক্তিকে তুচ্ছার্থে উজবুক বলে সম্বোধন করতে দেখি। কিন্তু উজবুক শব্দটি বাংলা ভাষায় কীভাবে নির্বোধ বা আহাম্মক অর্থে প্রযুক্ত হলো, তা কি কখনো ভেবে দেখেছি? এ শব্দটির সঙ্গে কি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ উজবেকিস্তানের কোনো সম্পর্ক রয়েছে? নাকি অন্য কোনো উৎসজাত শব্দ এটি। তবে চলুন, আজ জানব উজবুকের ইতিবৃত্ত।
উজবুক তুর্কি শব্দ। এটি যুগপৎ বিশেষণ এবং বিশেষ্য পদ। উজবুক শব্দের আভিধানিক অর্থ হলো আহাম্মক, বোকা, নির্বোধ; মূর্খ ব্যক্তি। জ্ঞানেন্দ্রমোহন দাসের ‘বাঙ্গালা ভাষার অভিধান’-এ উজবুক এবং উজবক দুটো ভুক্তি রয়েছে। এর অর্থ দেওয়া হয়েছে: বি. ১. তাতারীয় জাতিবিশেষ, ২. উজবকজাতীয় সৈন্য, এর প্রয়োগবাক্য দিয়েছেন (যবন কিরাত শক আগুদলে উজবক, খোরাসানি মোগল পাঠান—মুকুন্দরাম চক্রবর্তী)। বিণ. তাদের মতো অশিক্ষিত এবং অজবুড়ো; নির্বোধ; আহাম্মক। অশোক মুখোপাধ্যায় তাঁর ‘সমার্থশব্দকোষ’-এ উজবুক শব্দের প্রতিশব্দ হিসেবে অজবুক, বোকা, নির্বোধ, অকাট, আকাট, গবেট, অগারাম, ভোঁতাবুদ্ধি, নাদান, ল্যালা, অলবড্ডে প্রভৃতি শব্দকে নির্দেশ করেছেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাঁর ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধানে উজবুক এবং অজবুক দুটো ভুক্তিকেই স্থান দিয়েছেন।উজবুকের অর্থ হিসেবে বলেছেন, বি. তাতারের জাতিবিশেষ, তজ্জাতীয় সৈন্য এবং বিণ. (সাদৃশ্যে) অসভ্য, মূর্খ, আনাড়ি প্রভৃতি।অপরদিকে অজবুক শব্দের অর্থ লিখেছেন, বিণ. মূর্খ, আনাড়ি, বেকুফ প্রভৃতি। অজবুক শব্দের উদাহরণ হিসেবে প্রয়োগবাক্য দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ রচনা থেকে (ওরা যে আমাদের অসভ্য অজবুক মনে করে যাবে)।
কেন উজবুক অর্থে বোকা, নির্বোধ, আহাম্মককে নির্দেশ করা হয়? মধ্য এশিয়ার একটি বৃহৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলো উজবেকিস্তান। ১৯২৪ থেকে ১৯৫১ সাল পর্যন্ত এটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৯১ সালের ৫ ডিসেম্বর গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায় উজবেকিস্তান। প্রাচীন সমরখন্দ-তাসখন্দ-ইয়ারখন্দ উজবেকিস্তানে অবস্থিত। বর্তমান পাকিস্তানের শিয়ালকোটের প্রাচীন নাম ছিল চিহানখন্দ। এখানে বৈয়াকরণ পাণিনির বাড়ি ছিল।
‘অষ্টাধ্যায়ী’ গ্রন্থে আমরা এই নামের উল্লেখ পাই। ইতিহাস থেকে জানা যায়, মধ্যযুগের অধিকাংশ মুসলিম শাসক তাদের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার জন্য উজবেকিস্তান থেকে ভাড়া করে সৈনিক আনত। সে সময় ওই দেশের সৈনিকদের সংক্ষেপে উজবেক বা উজবক বলা হতো। এই উজবেক সৈন্যরা শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী হলেও বুদ্ধির উৎকর্ষে নাকি ছিল অত্যন্ত দুর্বল। এই উজবক বা উজবেকরাই কালের ধারায় বুদ্ধিহীনতাহেতু বাঙালিদের কাছে উজবুক হয়ে দাঁড়ায় এবং পরে বাঙালিদের মধ্যেও কাণ্ডজ্ঞান বিবেচনায় উজবুক দেখা দিতে শুরু করে। ধীরে ধীরে এই উজবুক শব্দটি বাংলা অভিধানে আহাম্মক বা নির্বোধ অর্থে প্রতিস্থাপিত হয়। এ ছাড়া উজবেকিস্তানের সঙ্গে ‘উজবুক’, ‘উজবক’, ‘উজবগ’, ‘উজবুগ’ শব্দের ব্যুৎপত্তিগত একটি সম্পর্ক রয়েছে বলে অনেকে ধারণা করে থাকে।
উজবুক শব্দটির উৎসসন্ধান সম্পর্কে আরেকটি বিকল্প সূত্রের ধারণাও আমরা যাচাই করে দেখতে পারি। সেটি হলো [অজবোকা> অজবুকা > অজবুক > উজবুক]; মানে অজবোকা শব্দ থেকে ক্রমবিবর্তনের ধারায় উজবুক শব্দটি এলেও আসতে পারে। আমাদের সাহিত্যের বর্ণনায় অজপাড়াগাঁ, অজমূর্খ যেমন রয়েছে, তেমনি কিন্তু আমরা অজবোকা শব্দের প্রয়োগও লক্ষ করি।
১৩৪৪ বঙ্গাব্দে ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত বিভূতিভূষণ গুপ্তের ‘অভাবনীয়’ গল্পে এবং ১২৮৬ বঙ্গাব্দে দুর্গাচরণ রায়ের রচিত ‘পাশকরা ডাক্তার’ নাটকে আমরা অজবোকা শব্দের জুতসই প্রয়োগ দেখতে পাই। হয়তো এমন আরও অনেক বিদ্বজ্জনের রচনায় এ শব্দটির ব্যবহার থাকতে পারে, যা আমাদের জানার বাইরে। সুতরাং এত বছর আগেও যেখানে আমরা অজবোকা শব্দের প্রয়োগ লক্ষ করি, সেখানে একতরফা উজবেকিস্তানিদের উজবুক না বলে এ উৎসটিও আমরা অনুপুঙ্খ বিশ্লেষণের জন্য বিবেচনায় নিতে পারি।
লেখক: আভিধানিক ও প্রাবন্ধিক
বাংলা ভাষায় অতিপরিচিত একটি শব্দ হলো উজবুক। দৈনন্দিন কথাবার্তায় আমরা প্রায়ই শব্দটি ব্যবহার করে থাকি। সাধারণত পরিস্থিতির প্রসঙ্গক্রমে বুদ্ধিহীন বা নির্বোধ কোনো ব্যক্তিকে তুচ্ছার্থে উজবুক বলে সম্বোধন করতে দেখি। কিন্তু উজবুক শব্দটি বাংলা ভাষায় কীভাবে নির্বোধ বা আহাম্মক অর্থে প্রযুক্ত হলো, তা কি কখনো ভেবে দেখেছি? এ শব্দটির সঙ্গে কি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ উজবেকিস্তানের কোনো সম্পর্ক রয়েছে? নাকি অন্য কোনো উৎসজাত শব্দ এটি। তবে চলুন, আজ জানব উজবুকের ইতিবৃত্ত।
উজবুক তুর্কি শব্দ। এটি যুগপৎ বিশেষণ এবং বিশেষ্য পদ। উজবুক শব্দের আভিধানিক অর্থ হলো আহাম্মক, বোকা, নির্বোধ; মূর্খ ব্যক্তি। জ্ঞানেন্দ্রমোহন দাসের ‘বাঙ্গালা ভাষার অভিধান’-এ উজবুক এবং উজবক দুটো ভুক্তি রয়েছে। এর অর্থ দেওয়া হয়েছে: বি. ১. তাতারীয় জাতিবিশেষ, ২. উজবকজাতীয় সৈন্য, এর প্রয়োগবাক্য দিয়েছেন (যবন কিরাত শক আগুদলে উজবক, খোরাসানি মোগল পাঠান—মুকুন্দরাম চক্রবর্তী)। বিণ. তাদের মতো অশিক্ষিত এবং অজবুড়ো; নির্বোধ; আহাম্মক। অশোক মুখোপাধ্যায় তাঁর ‘সমার্থশব্দকোষ’-এ উজবুক শব্দের প্রতিশব্দ হিসেবে অজবুক, বোকা, নির্বোধ, অকাট, আকাট, গবেট, অগারাম, ভোঁতাবুদ্ধি, নাদান, ল্যালা, অলবড্ডে প্রভৃতি শব্দকে নির্দেশ করেছেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাঁর ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধানে উজবুক এবং অজবুক দুটো ভুক্তিকেই স্থান দিয়েছেন।উজবুকের অর্থ হিসেবে বলেছেন, বি. তাতারের জাতিবিশেষ, তজ্জাতীয় সৈন্য এবং বিণ. (সাদৃশ্যে) অসভ্য, মূর্খ, আনাড়ি প্রভৃতি।অপরদিকে অজবুক শব্দের অর্থ লিখেছেন, বিণ. মূর্খ, আনাড়ি, বেকুফ প্রভৃতি। অজবুক শব্দের উদাহরণ হিসেবে প্রয়োগবাক্য দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ রচনা থেকে (ওরা যে আমাদের অসভ্য অজবুক মনে করে যাবে)।
কেন উজবুক অর্থে বোকা, নির্বোধ, আহাম্মককে নির্দেশ করা হয়? মধ্য এশিয়ার একটি বৃহৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলো উজবেকিস্তান। ১৯২৪ থেকে ১৯৫১ সাল পর্যন্ত এটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৯১ সালের ৫ ডিসেম্বর গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায় উজবেকিস্তান। প্রাচীন সমরখন্দ-তাসখন্দ-ইয়ারখন্দ উজবেকিস্তানে অবস্থিত। বর্তমান পাকিস্তানের শিয়ালকোটের প্রাচীন নাম ছিল চিহানখন্দ। এখানে বৈয়াকরণ পাণিনির বাড়ি ছিল।
‘অষ্টাধ্যায়ী’ গ্রন্থে আমরা এই নামের উল্লেখ পাই। ইতিহাস থেকে জানা যায়, মধ্যযুগের অধিকাংশ মুসলিম শাসক তাদের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার জন্য উজবেকিস্তান থেকে ভাড়া করে সৈনিক আনত। সে সময় ওই দেশের সৈনিকদের সংক্ষেপে উজবেক বা উজবক বলা হতো। এই উজবেক সৈন্যরা শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী হলেও বুদ্ধির উৎকর্ষে নাকি ছিল অত্যন্ত দুর্বল। এই উজবক বা উজবেকরাই কালের ধারায় বুদ্ধিহীনতাহেতু বাঙালিদের কাছে উজবুক হয়ে দাঁড়ায় এবং পরে বাঙালিদের মধ্যেও কাণ্ডজ্ঞান বিবেচনায় উজবুক দেখা দিতে শুরু করে। ধীরে ধীরে এই উজবুক শব্দটি বাংলা অভিধানে আহাম্মক বা নির্বোধ অর্থে প্রতিস্থাপিত হয়। এ ছাড়া উজবেকিস্তানের সঙ্গে ‘উজবুক’, ‘উজবক’, ‘উজবগ’, ‘উজবুগ’ শব্দের ব্যুৎপত্তিগত একটি সম্পর্ক রয়েছে বলে অনেকে ধারণা করে থাকে।
উজবুক শব্দটির উৎসসন্ধান সম্পর্কে আরেকটি বিকল্প সূত্রের ধারণাও আমরা যাচাই করে দেখতে পারি। সেটি হলো [অজবোকা> অজবুকা > অজবুক > উজবুক]; মানে অজবোকা শব্দ থেকে ক্রমবিবর্তনের ধারায় উজবুক শব্দটি এলেও আসতে পারে। আমাদের সাহিত্যের বর্ণনায় অজপাড়াগাঁ, অজমূর্খ যেমন রয়েছে, তেমনি কিন্তু আমরা অজবোকা শব্দের প্রয়োগও লক্ষ করি।
১৩৪৪ বঙ্গাব্দে ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত বিভূতিভূষণ গুপ্তের ‘অভাবনীয়’ গল্পে এবং ১২৮৬ বঙ্গাব্দে দুর্গাচরণ রায়ের রচিত ‘পাশকরা ডাক্তার’ নাটকে আমরা অজবোকা শব্দের জুতসই প্রয়োগ দেখতে পাই। হয়তো এমন আরও অনেক বিদ্বজ্জনের রচনায় এ শব্দটির ব্যবহার থাকতে পারে, যা আমাদের জানার বাইরে। সুতরাং এত বছর আগেও যেখানে আমরা অজবোকা শব্দের প্রয়োগ লক্ষ করি, সেখানে একতরফা উজবেকিস্তানিদের উজবুক না বলে এ উৎসটিও আমরা অনুপুঙ্খ বিশ্লেষণের জন্য বিবেচনায় নিতে পারি।
লেখক: আভিধানিক ও প্রাবন্ধিক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে